জিমন্যাস্টিকসের দলগত ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণ পদক জিতলেন যুক্তরাস্ট্রের সিমোন বাইলস। ২৭ বছর বয়সী মার্কিন জিমন্যাস্ট তৃতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকসের অল-অ্যারাউন্ড ইভেন্টে দুটি সোনা অর্জন করলেন।
চেকস্লোভাকিয়ার ভেরা কাসলাভস্কা ও সোভিয়েত জিমন্যাস্ট লারিসা লাতিনিনা পর পর দুই অলিম্পিকে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। বাইলস করলেন রিও ও প্যারিসে। মাঝে টোকিও অলিম্পিকে দলগত ইভেন্টের খেই হারান। পরে নিজের নামই প্রত্যাহার করে নিয়েছিলেন। প্যারিসে হলো তাঁর রাজসিক প্রত্যাবর্তন।
৫৯.১৩১ স্কোর গড়ে স্বর্ণ জেতেন বাইলস। অলিম্পিক ষষ্ঠ অলিম্পিক জয়ের পথে পেছনে ফেলেছেন ব্রাজিলের রৌপ্যজয়ী রেবেকা আন্দ্রাদে (৫৭.৯৩২) ও তাঁরই স্বদেশি ব্রোঞ্জজয়ী সুনিসা লিকে (৫৬.৪৬৫)। এবারে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় সোনা তার।
সব মিলিয়ে ক্যারিয়ারে অলিম্পিকে ৯ পদক জেতেন বাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিস্ময়কর ২৩ স্বর্ণপদক রয়েছে তার ঝুলিতে। প্যাসিফিক রিম চ্যাম্পিয়নশিপে আরও দুটি স্বর্ণপদক। সব মিলিয়ে মেজর ইভেন্টে ৩১ স্বর্ণ, ৫ রুপা এবং ৫ ব্রোঞ্জ জিতে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই মার্কিন জিমন্যাস্ট তারকা।
অলিম্পিক জিমন্যাস্টিকসে ষষ্ঠ স্বর্ণ পদক জিতেই গলায় ‘গ্রেটেস্ট অব অলটাইম’ (গোট) লকেট পরে নেন বাইলস। নেকলেসে রয়েছে ৫৪৬টি হিরা খচিত একটি ছাগলের ছবি আঁকা লকেট। বুঝিয়ে দিলেন তিনিই সর্বকালের সেরা জিমন্যাস্ট। স্বর্ণ জয়ের পর বাইলস বললেন, ‘আমি ঠিকই করে রেখেছিলাম, সবকিছু ভালো হলে আমি এই গোট নেকলেসটা পরব।’
রেবেকার সঙ্গে লড়াইটা সহজ ছিল না বললেন বাইলস, ‘আমি রেবেকার সঙ্গে আর কোনো প্রতিযোগিতায় লড়তে চাই না। আমি ক্লান্ত! তিনি আমার খুব কাছাকাছি ছিলেন। তার সঙ্গে লড়াই করে জিততে পেরে রোমাঞ্চিত এবং গর্বিত। যদি সত্যি বলি, এটা ছিল বেশ অস্বস্তিকর।’
জিমন্যাস্টিকসের দলগত ইভেন্টের পর ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণ পদক জিতলেন যুক্তরাস্ট্রের সিমোন বাইলস। ২৭ বছর বয়সী মার্কিন জিমন্যাস্ট তৃতীয় অ্যাথলেট হিসেবে অলিম্পিকসের অল-অ্যারাউন্ড ইভেন্টে দুটি সোনা অর্জন করলেন।
চেকস্লোভাকিয়ার ভেরা কাসলাভস্কা ও সোভিয়েত জিমন্যাস্ট লারিসা লাতিনিনা পর পর দুই অলিম্পিকে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন। বাইলস করলেন রিও ও প্যারিসে। মাঝে টোকিও অলিম্পিকে দলগত ইভেন্টের খেই হারান। পরে নিজের নামই প্রত্যাহার করে নিয়েছিলেন। প্যারিসে হলো তাঁর রাজসিক প্রত্যাবর্তন।
৫৯.১৩১ স্কোর গড়ে স্বর্ণ জেতেন বাইলস। অলিম্পিক ষষ্ঠ অলিম্পিক জয়ের পথে পেছনে ফেলেছেন ব্রাজিলের রৌপ্যজয়ী রেবেকা আন্দ্রাদে (৫৭.৯৩২) ও তাঁরই স্বদেশি ব্রোঞ্জজয়ী সুনিসা লিকে (৫৬.৪৬৫)। এবারে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় সোনা তার।
সব মিলিয়ে ক্যারিয়ারে অলিম্পিকে ৯ পদক জেতেন বাইলস। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিস্ময়কর ২৩ স্বর্ণপদক রয়েছে তার ঝুলিতে। প্যাসিফিক রিম চ্যাম্পিয়নশিপে আরও দুটি স্বর্ণপদক। সব মিলিয়ে মেজর ইভেন্টে ৩১ স্বর্ণ, ৫ রুপা এবং ৫ ব্রোঞ্জ জিতে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই মার্কিন জিমন্যাস্ট তারকা।
অলিম্পিক জিমন্যাস্টিকসে ষষ্ঠ স্বর্ণ পদক জিতেই গলায় ‘গ্রেটেস্ট অব অলটাইম’ (গোট) লকেট পরে নেন বাইলস। নেকলেসে রয়েছে ৫৪৬টি হিরা খচিত একটি ছাগলের ছবি আঁকা লকেট। বুঝিয়ে দিলেন তিনিই সর্বকালের সেরা জিমন্যাস্ট। স্বর্ণ জয়ের পর বাইলস বললেন, ‘আমি ঠিকই করে রেখেছিলাম, সবকিছু ভালো হলে আমি এই গোট নেকলেসটা পরব।’
রেবেকার সঙ্গে লড়াইটা সহজ ছিল না বললেন বাইলস, ‘আমি রেবেকার সঙ্গে আর কোনো প্রতিযোগিতায় লড়তে চাই না। আমি ক্লান্ত! তিনি আমার খুব কাছাকাছি ছিলেন। তার সঙ্গে লড়াই করে জিততে পেরে রোমাঞ্চিত এবং গর্বিত। যদি সত্যি বলি, এটা ছিল বেশ অস্বস্তিকর।’
এশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৩৩ মিনিট আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
২ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা নিয়েছে আফগানিস্তান। ওয়ানডেতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। পুরো সিরিজে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে হাশমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর সুখবর পেলেন আফগান ক্রিকেটাররা।
৫ ঘণ্টা আগে