‘বড় তিন’কে ছাপিয়ে বিশ্ব টেনিসে নতুন কেউ যে সাফল্য পাননি, ব্যাপারটা তেমন নয়। দানিল মেদভেদেভ, ডমিনিক থিম গ্র্যান্ড স্লাম জিতেছেন। টেনিসের ‘মেজর’ টুর্নামেন্টে ফাইনাল খেলেছেন অনেক তারকাই। অতল জল থেকে ওপরে ওঠার ‘বুদ্বুদ’ তাঁরা তুলতে পারলেও ওই পর্যন্তই। ‘কলি’র পরিচিতি ছাপিয়ে তাদের ফুল হয়ে ফোটার অনেক বাকি। ব্যতিক্রম শুধু কার্লোস আলকারাসই। এই এক তরুণকে দেখে যারপরনাই মুগ্ধ জন ম্যাকেনরো থেকে ম্যাটস উইল্যান্ডার!
এই কার্লোসকে ধরা হচ্ছে নতুনের প্রতীক, বিশ্ব টেনিসে বুদ্বুদ তোলা তারকাদের প্রতিনিধি। তাঁর বিরুদ্ধে উইম্বলডনে নোভাক জোকোভিচের ফাইনালটিকে তাই ধরা হচ্ছিল বড় তিনের আধিপত্য ভেঙে নতুনের কেতন ওড়ানোর লড়াই। নোভাক জোকোভিচও কোর্টে নামার আগে বলেছিলেন ‘এটি চূড়ান্ত লড়াই। শুধু টেনিসই নয়, বিশ্বের অন্য সব ক্রীড়ামোদীর চোখ থাকবে এই ফাইনালে।’
সেই ফাইনাল হলো ফাইনালের মতোই। তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতলেন আলকারাস—১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে।
প্রথম সেটে ৬-১ গেমে আলকারাসকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আলকারাস। টাইব্রেকে ৭-৬ (৮-৬) ব্যবধানে জিতে যান স্প্যানিয়ার্ড। টাইব্রেকে দ্বিতীয় সেটে জোকোভিচকে হারিয়ে দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এই ম্যাচের আগে গ্র্যান্ড স্লামে টানা ১৫টি টাইব্রেকে অপরাজিত ছিলেন জোকোভিচ! আর শেষ সেটে যেভাবে জিতলেন ২০ বছর বয়সী আলকারাস, সেটা যেন ছেলেদের টেনিসে যুগ বদলেরই বার্তা!
ড্রপ শট বরাবরই আলকারাসের শক্তি। কালও সেটা দেখা গেল। শিরোপা-নির্ধারণী শেষ সেটে তার ড্রপ শটের সামনে বড্ড অসহায় দেখা গেল জোকোভিচকে। শুধু কি ড্রপ শট! আলকারাসে শক্তিশালী সার্ভের বিপক্ষে বড় নড়বড়ে মনে হলো ৩৬ বছর বয়সী জোকোভিচকে।
একপর্যায়ে তো টানা তিনটি এইস করলেন আলকারাস। এই আলকারাসকে দেখে বিবিসি অনলাইনে ম্যাচে লাইভ কমেন্ট্রিতে সংবাদমাধ্যমটির টেনিস প্রতিবেদক রাসেল ফুলার মন্তব্য করলেন, ‘স্টার্ট অব আ স্প্যানিশ ডাইনাস্টি।’ বিবিসির টেনিস ধারাভাষ্যকার অ্যান্ড্রু ক্যাস্টলেরও কাছাকাছি মন্তব্য, ‘সেন্টার কোর্টের নতুন কিং।’
‘বড় তিন’কে ছাপিয়ে বিশ্ব টেনিসে নতুন কেউ যে সাফল্য পাননি, ব্যাপারটা তেমন নয়। দানিল মেদভেদেভ, ডমিনিক থিম গ্র্যান্ড স্লাম জিতেছেন। টেনিসের ‘মেজর’ টুর্নামেন্টে ফাইনাল খেলেছেন অনেক তারকাই। অতল জল থেকে ওপরে ওঠার ‘বুদ্বুদ’ তাঁরা তুলতে পারলেও ওই পর্যন্তই। ‘কলি’র পরিচিতি ছাপিয়ে তাদের ফুল হয়ে ফোটার অনেক বাকি। ব্যতিক্রম শুধু কার্লোস আলকারাসই। এই এক তরুণকে দেখে যারপরনাই মুগ্ধ জন ম্যাকেনরো থেকে ম্যাটস উইল্যান্ডার!
এই কার্লোসকে ধরা হচ্ছে নতুনের প্রতীক, বিশ্ব টেনিসে বুদ্বুদ তোলা তারকাদের প্রতিনিধি। তাঁর বিরুদ্ধে উইম্বলডনে নোভাক জোকোভিচের ফাইনালটিকে তাই ধরা হচ্ছিল বড় তিনের আধিপত্য ভেঙে নতুনের কেতন ওড়ানোর লড়াই। নোভাক জোকোভিচও কোর্টে নামার আগে বলেছিলেন ‘এটি চূড়ান্ত লড়াই। শুধু টেনিসই নয়, বিশ্বের অন্য সব ক্রীড়ামোদীর চোখ থাকবে এই ফাইনালে।’
সেই ফাইনাল হলো ফাইনালের মতোই। তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতলেন আলকারাস—১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে।
প্রথম সেটে ৬-১ গেমে আলকারাসকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আলকারাস। টাইব্রেকে ৭-৬ (৮-৬) ব্যবধানে জিতে যান স্প্যানিয়ার্ড। টাইব্রেকে দ্বিতীয় সেটে জোকোভিচকে হারিয়ে দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এই ম্যাচের আগে গ্র্যান্ড স্লামে টানা ১৫টি টাইব্রেকে অপরাজিত ছিলেন জোকোভিচ! আর শেষ সেটে যেভাবে জিতলেন ২০ বছর বয়সী আলকারাস, সেটা যেন ছেলেদের টেনিসে যুগ বদলেরই বার্তা!
ড্রপ শট বরাবরই আলকারাসের শক্তি। কালও সেটা দেখা গেল। শিরোপা-নির্ধারণী শেষ সেটে তার ড্রপ শটের সামনে বড্ড অসহায় দেখা গেল জোকোভিচকে। শুধু কি ড্রপ শট! আলকারাসে শক্তিশালী সার্ভের বিপক্ষে বড় নড়বড়ে মনে হলো ৩৬ বছর বয়সী জোকোভিচকে।
একপর্যায়ে তো টানা তিনটি এইস করলেন আলকারাস। এই আলকারাসকে দেখে বিবিসি অনলাইনে ম্যাচে লাইভ কমেন্ট্রিতে সংবাদমাধ্যমটির টেনিস প্রতিবেদক রাসেল ফুলার মন্তব্য করলেন, ‘স্টার্ট অব আ স্প্যানিশ ডাইনাস্টি।’ বিবিসির টেনিস ধারাভাষ্যকার অ্যান্ড্রু ক্যাস্টলেরও কাছাকাছি মন্তব্য, ‘সেন্টার কোর্টের নতুন কিং।’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৮ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৮ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৯ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১১ ঘণ্টা আগে