Ajker Patrika

যুগ বদলের বার্তা দিয়ে উইম্বলডন জিতলেন আলকারাস

যুগ বদলের বার্তা দিয়ে উইম্বলডন জিতলেন আলকারাস

‘বড় তিন’কে ছাপিয়ে বিশ্ব টেনিসে নতুন কেউ যে সাফল্য পাননি, ব্যাপারটা তেমন নয়। দানিল মেদভেদেভ, ডমিনিক থিম গ্র্যান্ড স্লাম জিতেছেন। টেনিসের ‘মেজর’ টুর্নামেন্টে ফাইনাল খেলেছেন অনেক তারকাই। অতল জল থেকে ওপরে ওঠার ‘বুদ্‌বুদ’ তাঁরা তুলতে পারলেও ওই পর্যন্তই। ‘কলি’র পরিচিতি ছাপিয়ে তাদের ফুল হয়ে ফোটার অনেক বাকি। ব্যতিক্রম শুধু কার্লোস আলকারাসই। এই এক তরুণকে দেখে যারপরনাই মুগ্ধ জন ম্যাকেনরো থেকে ম্যাটস উইল্যান্ডার!

এই কার্লোসকে ধরা হচ্ছে নতুনের প্রতীক, বিশ্ব টেনিসে বুদ্‌বুদ তোলা তারকাদের প্রতিনিধি। তাঁর বিরুদ্ধে উইম্বলডনে নোভাক জোকোভিচের ফাইনালটিকে তাই ধরা হচ্ছিল বড় তিনের আধিপত্য ভেঙে নতুনের কেতন ওড়ানোর লড়াই। নোভাক জোকোভিচও কোর্টে নামার আগে বলেছিলেন ‘এটি চূড়ান্ত লড়াই। শুধু টেনিসই নয়, বিশ্বের অন্য সব ক্রীড়ামোদীর চোখ থাকবে এই ফাইনালে।’ 
সেই ফাইনাল হলো ফাইনালের মতোই। তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতলেন আলকারাস—১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে।

প্রথম সেটে ৬-১ গেমে আলকারাসকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আলকারাস। টাইব্রেকে ৭-৬ (৮-৬) ব্যবধানে জিতে যান স্প্যানিয়ার্ড। টাইব্রেকে দ্বিতীয় সেটে জোকোভিচকে হারিয়ে দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এই ম্যাচের আগে গ্র্যান্ড স্লামে টানা ১৫টি টাইব্রেকে অপরাজিত ছিলেন জোকোভিচ! আর শেষ সেটে যেভাবে জিতলেন ২০ বছর বয়সী আলকারাস, সেটা যেন ছেলেদের টেনিসে যুগ বদলেরই বার্তা!

ড্রপ শট বরাবরই আলকারাসের শক্তি। কালও সেটা দেখা গেল। শিরোপা-নির্ধারণী শেষ সেটে তার ড্রপ শটের সামনে বড্ড অসহায় দেখা গেল জোকোভিচকে। শুধু কি ড্রপ শট! আলকারাসে শক্তিশালী সার্ভের বিপক্ষে বড় নড়বড়ে মনে হলো ৩৬ বছর বয়সী জোকোভিচকে।

একপর্যায়ে তো টানা তিনটি এইস করলেন আলকারাস। এই আলকারাসকে দেখে বিবিসি অনলাইনে ম্যাচে লাইভ কমেন্ট্রিতে সংবাদমাধ্যমটির টেনিস প্রতিবেদক রাসেল ফুলার মন্তব্য করলেন, ‘স্টার্ট অব আ স্প্যানিশ ডাইনাস্টি।’ বিবিসির টেনিস ধারাভাষ্যকার অ্যান্ড্রু ক্যাস্টলেরও কাছাকাছি মন্তব্য, ‘সেন্টার কোর্টের নতুন কিং।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত