ক্রীড়া ডেস্ক, ঢাকা
মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে গতকাল টোকিও অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাসটিক্সের দলগত ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সিমোনে বাইলস। দলগত ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করলেও ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন কি না, সে ব্যাপারে এখনো কিছু জানাননি এই আমেরিকান জিমন্যাস্ট।
বর্তমান সময়ে জিমন্যাস্টিক্সের শেষ কথা সিমোনে বাইলস। কিছু অ্যাথলেট আছেন, যাঁরা প্রতিযোগিতায় নামার আগেই মনে হয় তিনিই চ্যাম্পিয়ন হবেন। অলিম্পিকে চারবার সোনা জেতা আমেরিকান জিমন্যাসটিক্স সিমোনে বাইলস নিঃসন্দেহে সেই তালিকার ওপরের দিকের একটি নাম। ফাইনালে তার নাম প্রত্যাহারের বিষয়টি টোকিও অলিম্পিকের গতকালের অন্যতম আলোচিত ঘটনা ছিল। এ বিষয়ে প্রাথমিকভাবে বাইলস নিজেও কাল কোনো বিবৃতি দেননি।
ধারণা করা হচ্ছিল চোট পেয়েই নাম প্রত্যাহার করেছেন এই অ্যাথলেট। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, মানসিক স্বাস্থ্যজনিত কারণেই নাম প্রত্যাহার করেছেন তিনি। অবশেষে বাইলস নিজেই সেটিরই ইঙ্গিত করেছেন । তিনি বলেছেন,‘মানসিক স্বাস্থ্যের প্রতি আমাকে আরও বেশি মনোযোগী হতে হবে।’
কাল দলীয় ইভেন্টের ফাইনালে পায়ে অবশ্য চোট পেয়েছিলেন বাইলস। তবে বাইলসের বিবৃতি অনুযায়ী, চোটের চেয়ে মানসিক স্বাস্থ্যজনিত কারণই তাঁর নাম প্রত্যাহারের অন্যতম কারণ।ফাইনাল ভোল্টে ২.৫ বার ঘোরার কথা ছিল বাইলসের। কিন্তু ১.৫ বার ঘুরেই থামতে হয়েছে তাঁকে। যেখানে পা রাখার কথা ছিল বাইলসের, পা পড়েছে সেটি থেকেও দূরে। পরে দলের এক প্রশিক্ষকের সঙ্গে জিমন্যাসটিক্স সেন্টার ছেড়ে বেরিয়ে যান বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট।
কিছুক্ষণ পর ফিরে এসে আনভেইন বারে অংশ নেওয়ার কথা থাকলেও পরে সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করে অশ্রুসিক্ত চোখে ফ্লোর থেকে বিদায় নেন ২৪ বছর বয়সী এই অ্যাথলেট। বাইলসকে হারিয়ে এই ইভেন্টে রাশিয়ার (আরওসি) পেছনে থেকে রূপা পায় যুক্তরাষ্ট্র। কাল নাম প্রত্যাহারের পর বাইলসের কোচ সেসিল ল্যান্ডি অবশ্য বলেছিলেন, চোট নয় মানসিক দুর্বলতায় সরে দাঁড়িয়েছেন ইতিহাসের সেরা এই জিমন্যাস্ট। এবার বাইলস নিজেও সরে দাঁড়ানোর পেছনে মানসিক দুর্বলতাকেই ইঙ্গিত করেছেন।
বাইলসের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন আমেরিকার অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী সারাহ রিশল্যান্ড। তিনি বলেছেন, ‘আপনার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং আপনার এগিয়ে যাওয়ার এই যাত্রায় সব সময় আমাদের পূর্ণ সমর্থন আছে। আপনি আমাদের গর্বিত করেছেন।’
মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে গতকাল টোকিও অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাসটিক্সের দলগত ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সিমোনে বাইলস। দলগত ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করলেও ব্যক্তিগত ইভেন্টে অংশ নেবেন কি না, সে ব্যাপারে এখনো কিছু জানাননি এই আমেরিকান জিমন্যাস্ট।
বর্তমান সময়ে জিমন্যাস্টিক্সের শেষ কথা সিমোনে বাইলস। কিছু অ্যাথলেট আছেন, যাঁরা প্রতিযোগিতায় নামার আগেই মনে হয় তিনিই চ্যাম্পিয়ন হবেন। অলিম্পিকে চারবার সোনা জেতা আমেরিকান জিমন্যাসটিক্স সিমোনে বাইলস নিঃসন্দেহে সেই তালিকার ওপরের দিকের একটি নাম। ফাইনালে তার নাম প্রত্যাহারের বিষয়টি টোকিও অলিম্পিকের গতকালের অন্যতম আলোচিত ঘটনা ছিল। এ বিষয়ে প্রাথমিকভাবে বাইলস নিজেও কাল কোনো বিবৃতি দেননি।
ধারণা করা হচ্ছিল চোট পেয়েই নাম প্রত্যাহার করেছেন এই অ্যাথলেট। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, মানসিক স্বাস্থ্যজনিত কারণেই নাম প্রত্যাহার করেছেন তিনি। অবশেষে বাইলস নিজেই সেটিরই ইঙ্গিত করেছেন । তিনি বলেছেন,‘মানসিক স্বাস্থ্যের প্রতি আমাকে আরও বেশি মনোযোগী হতে হবে।’
কাল দলীয় ইভেন্টের ফাইনালে পায়ে অবশ্য চোট পেয়েছিলেন বাইলস। তবে বাইলসের বিবৃতি অনুযায়ী, চোটের চেয়ে মানসিক স্বাস্থ্যজনিত কারণই তাঁর নাম প্রত্যাহারের অন্যতম কারণ।ফাইনাল ভোল্টে ২.৫ বার ঘোরার কথা ছিল বাইলসের। কিন্তু ১.৫ বার ঘুরেই থামতে হয়েছে তাঁকে। যেখানে পা রাখার কথা ছিল বাইলসের, পা পড়েছে সেটি থেকেও দূরে। পরে দলের এক প্রশিক্ষকের সঙ্গে জিমন্যাসটিক্স সেন্টার ছেড়ে বেরিয়ে যান বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট।
কিছুক্ষণ পর ফিরে এসে আনভেইন বারে অংশ নেওয়ার কথা থাকলেও পরে সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করে অশ্রুসিক্ত চোখে ফ্লোর থেকে বিদায় নেন ২৪ বছর বয়সী এই অ্যাথলেট। বাইলসকে হারিয়ে এই ইভেন্টে রাশিয়ার (আরওসি) পেছনে থেকে রূপা পায় যুক্তরাষ্ট্র। কাল নাম প্রত্যাহারের পর বাইলসের কোচ সেসিল ল্যান্ডি অবশ্য বলেছিলেন, চোট নয় মানসিক দুর্বলতায় সরে দাঁড়িয়েছেন ইতিহাসের সেরা এই জিমন্যাস্ট। এবার বাইলস নিজেও সরে দাঁড়ানোর পেছনে মানসিক দুর্বলতাকেই ইঙ্গিত করেছেন।
বাইলসের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন আমেরিকার অলিম্পিক ও প্যারা অলিম্পিক কমিটির প্রধান নির্বাহী সারাহ রিশল্যান্ড। তিনি বলেছেন, ‘আপনার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই এবং আপনার এগিয়ে যাওয়ার এই যাত্রায় সব সময় আমাদের পূর্ণ সমর্থন আছে। আপনি আমাদের গর্বিত করেছেন।’
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে