নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
আর্চারি বিশ্বকাপ খেলতে আগামীকাল চীন যাচ্ছেন বাংলাদেশের ৫ আর্চার। রিকার্ভে খেলবেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ডে পুরুষ এককে হিমু বাছাড়, নারী এককে রয়েছেন বন্যা আক্তার। পদক জয় নিয়ে তেমন উচ্চাশা দেখাচ্ছেন না কোচ মার্টিন ফ্রেডরিখ। তবে রিকার্ভে দলগতভাবে শেষ আটে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ।
আজ বিওএ’র অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা যে অবস্থায় আছি কোয়ার্টার ফাইনালে ওঠা আমার কাছে ভালো অর্জন বলে মনে হয়। কারণ আমরা সেরা দশের ভেতর থাকব। কোয়ার্টার ফাইনাল পদকের জন্য লড়াইয়ের দরজা খুলে দিতে পারে। আমি চাই বাংলাদেশ সেরা দশে দৃশ্যমান থাকুক।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে গত ৪ এপ্রিল থেকে চলছে আর্চারদের বিশ্বকাপ ক্যাম্প। তাই অনুশীলন ছেড়ে সংবাদ সম্মেলনে আসতে পারেননি রিকার্ভের তিন খেলোয়াড়। দলগতভাবে সরাসরি ২০২৮ অলিম্পিক খেলার সুযোগ নিশ্চিত করতে হলে ২০২৭ সালের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা ষোলোয় থাকতে হবে বাংলাদেশের। বর্তমানে র্যাঙ্কিংয়ে অবস্থান ২৩।
ফ্রেডরিখ তাই জোর দিয়ে বললেন, ‘আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে। এ বছর এটি আমাদের প্রথম বিশ্বকাপ। অলিম্পিকের নতুন চক্রকে সামনে রেখে সবাই নতুনভাবে শুরু করবে।’
আগামী ৬ থেকে ১১ মে চীনের সাংহাইয়ে হবে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। বাজেটের কারণে আর্চারদের বহর এবার কম হলেও সামনে তা বাড়বে বলে জানিয়েছেন আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি মোখলেস উর রহমান, ‘দেশে বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোন গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন নিতে পারতাম। সেখানে যাচ্ছে মাত্র পাঁচজন আর্চার। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে এসব খেলায় স্পনসর পাওয়া কোনো বিষয় নয়।’
আর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
আর্চারি বিশ্বকাপ খেলতে আগামীকাল চীন যাচ্ছেন বাংলাদেশের ৫ আর্চার। রিকার্ভে খেলবেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ডে পুরুষ এককে হিমু বাছাড়, নারী এককে রয়েছেন বন্যা আক্তার। পদক জয় নিয়ে তেমন উচ্চাশা দেখাচ্ছেন না কোচ মার্টিন ফ্রেডরিখ। তবে রিকার্ভে দলগতভাবে শেষ আটে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ।
আজ বিওএ’র অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা যে অবস্থায় আছি কোয়ার্টার ফাইনালে ওঠা আমার কাছে ভালো অর্জন বলে মনে হয়। কারণ আমরা সেরা দশের ভেতর থাকব। কোয়ার্টার ফাইনাল পদকের জন্য লড়াইয়ের দরজা খুলে দিতে পারে। আমি চাই বাংলাদেশ সেরা দশে দৃশ্যমান থাকুক।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে গত ৪ এপ্রিল থেকে চলছে আর্চারদের বিশ্বকাপ ক্যাম্প। তাই অনুশীলন ছেড়ে সংবাদ সম্মেলনে আসতে পারেননি রিকার্ভের তিন খেলোয়াড়। দলগতভাবে সরাসরি ২০২৮ অলিম্পিক খেলার সুযোগ নিশ্চিত করতে হলে ২০২৭ সালের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা ষোলোয় থাকতে হবে বাংলাদেশের। বর্তমানে র্যাঙ্কিংয়ে অবস্থান ২৩।
ফ্রেডরিখ তাই জোর দিয়ে বললেন, ‘আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে। এ বছর এটি আমাদের প্রথম বিশ্বকাপ। অলিম্পিকের নতুন চক্রকে সামনে রেখে সবাই নতুনভাবে শুরু করবে।’
আগামী ৬ থেকে ১১ মে চীনের সাংহাইয়ে হবে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। বাজেটের কারণে আর্চারদের বহর এবার কম হলেও সামনে তা বাড়বে বলে জানিয়েছেন আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি মোখলেস উর রহমান, ‘দেশে বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোন গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন নিতে পারতাম। সেখানে যাচ্ছে মাত্র পাঁচজন আর্চার। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে এসব খেলায় স্পনসর পাওয়া কোনো বিষয় নয়।’
চল্লিশে অভিষেক, আর ৪১ বছর বয়সে সামান্থি দুনুকেদেনি জায়গা করে নিলেন রেকর্ডবুকে। গতকাল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট শিকার করেন সাইপ্রাসের এই স্পিনার।
১১ ঘণ্টা আগেআইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
১২ ঘণ্টা আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
১৪ ঘণ্টা আগে