নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
আর্চারি বিশ্বকাপ খেলতে আগামীকাল চীন যাচ্ছেন বাংলাদেশের ৫ আর্চার। রিকার্ভে খেলবেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ডে পুরুষ এককে হিমু বাছাড়, নারী এককে রয়েছেন বন্যা আক্তার। পদক জয় নিয়ে তেমন উচ্চাশা দেখাচ্ছেন না কোচ মার্টিন ফ্রেডরিখ। তবে রিকার্ভে দলগতভাবে শেষ আটে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ।
আজ বিওএ’র অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা যে অবস্থায় আছি কোয়ার্টার ফাইনালে ওঠা আমার কাছে ভালো অর্জন বলে মনে হয়। কারণ আমরা সেরা দশের ভেতর থাকব। কোয়ার্টার ফাইনাল পদকের জন্য লড়াইয়ের দরজা খুলে দিতে পারে। আমি চাই বাংলাদেশ সেরা দশে দৃশ্যমান থাকুক।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে গত ৪ এপ্রিল থেকে চলছে আর্চারদের বিশ্বকাপ ক্যাম্প। তাই অনুশীলন ছেড়ে সংবাদ সম্মেলনে আসতে পারেননি রিকার্ভের তিন খেলোয়াড়। দলগতভাবে সরাসরি ২০২৮ অলিম্পিক খেলার সুযোগ নিশ্চিত করতে হলে ২০২৭ সালের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা ষোলোয় থাকতে হবে বাংলাদেশের। বর্তমানে র্যাঙ্কিংয়ে অবস্থান ২৩।
ফ্রেডরিখ তাই জোর দিয়ে বললেন, ‘আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে। এ বছর এটি আমাদের প্রথম বিশ্বকাপ। অলিম্পিকের নতুন চক্রকে সামনে রেখে সবাই নতুনভাবে শুরু করবে।’
আগামী ৬ থেকে ১১ মে চীনের সাংহাইয়ে হবে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। বাজেটের কারণে আর্চারদের বহর এবার কম হলেও সামনে তা বাড়বে বলে জানিয়েছেন আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি মোখলেস উর রহমান, ‘দেশে বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোন গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন নিতে পারতাম। সেখানে যাচ্ছে মাত্র পাঁচজন আর্চার। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে এসব খেলায় স্পনসর পাওয়া কোনো বিষয় নয়।’
আর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
আর্চারি বিশ্বকাপ খেলতে আগামীকাল চীন যাচ্ছেন বাংলাদেশের ৫ আর্চার। রিকার্ভে খেলবেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম, রামকৃষ্ণ সাহা। আর কম্পাউন্ডে পুরুষ এককে হিমু বাছাড়, নারী এককে রয়েছেন বন্যা আক্তার। পদক জয় নিয়ে তেমন উচ্চাশা দেখাচ্ছেন না কোচ মার্টিন ফ্রেডরিখ। তবে রিকার্ভে দলগতভাবে শেষ আটে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ।
আজ বিওএ’র অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা যে অবস্থায় আছি কোয়ার্টার ফাইনালে ওঠা আমার কাছে ভালো অর্জন বলে মনে হয়। কারণ আমরা সেরা দশের ভেতর থাকব। কোয়ার্টার ফাইনাল পদকের জন্য লড়াইয়ের দরজা খুলে দিতে পারে। আমি চাই বাংলাদেশ সেরা দশে দৃশ্যমান থাকুক।’
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে গত ৪ এপ্রিল থেকে চলছে আর্চারদের বিশ্বকাপ ক্যাম্প। তাই অনুশীলন ছেড়ে সংবাদ সম্মেলনে আসতে পারেননি রিকার্ভের তিন খেলোয়াড়। দলগতভাবে সরাসরি ২০২৮ অলিম্পিক খেলার সুযোগ নিশ্চিত করতে হলে ২০২৭ সালের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা ষোলোয় থাকতে হবে বাংলাদেশের। বর্তমানে র্যাঙ্কিংয়ে অবস্থান ২৩।
ফ্রেডরিখ তাই জোর দিয়ে বললেন, ‘আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে। এ বছর এটি আমাদের প্রথম বিশ্বকাপ। অলিম্পিকের নতুন চক্রকে সামনে রেখে সবাই নতুনভাবে শুরু করবে।’
আগামী ৬ থেকে ১১ মে চীনের সাংহাইয়ে হবে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব। বাজেটের কারণে আর্চারদের বহর এবার কম হলেও সামনে তা বাড়বে বলে জানিয়েছেন আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি মোখলেস উর রহমান, ‘দেশে বিদেশে সব জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে আমাদের যেন কোন গ্যাপ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমরা ১৮ জন নিতে পারতাম। সেখানে যাচ্ছে মাত্র পাঁচজন আর্চার। আমরা সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে এসব খেলায় স্পনসর পাওয়া কোনো বিষয় নয়।’
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
১ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
২ ঘণ্টা আগে২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে পর্যন্ত চারটি ভেন্যুতে মোট ৯টি প্রস্তুতি ম্যাচ হবে। ম্যাচগুলো খেলবে মোট ৮টি দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। নিগার সুলতানা জ্যোতিরা দুটি ম্যাচই খেলবেন কলম্বোয়।
৩ ঘণ্টা আগেবেশ ঘটা করে ১৮ তম জন্মদিন পাল করলেন লামিন ইয়ামাল। বিশেষ দিন উদ্যাপনের রেশ এখনো কাটেনি, এর মধ্যেই বিতর্কেরমুখের স্পেনের এই তরুণ ফুটবলার। জন্মদিন উদ্যাপনে বামন আকৃতির মানুষদের পারফরমার হিসেবে ভাড়া করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্পেনের সামাজিক অধিকার
৪ ঘণ্টা আগে