অবশেষে সোনার দেখা পেলেন কেটি লেডেকি। মেয়েদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছেন মার্কিন এই সাঁতারু। অলিম্পিকে এ নিয়ে ষষ্ঠ সোনা জিতলেন ২৪ বছর বয়সী লেডেকি।
এবারের টোকিও অলিম্পিকে আসার আগ পর্যন্ত ৫ সোনা জেতা মার্কিন সাঁতারু লেডেকি ধাক্কা খেলেছিলেন টোকিও অলিম্পিকের তৃতীয় দিনেই। ৪০০ মিটার ফ্রি স্টাইলে অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ারনে তিতমাসের কাছে সোনা খুইয়েছিলেন। আজ পঞ্চম দিন সকালে ২০০ মিটার ফ্রি স্টাইলে আবারও ভরাডুবি। তিতমাস যেখানে আবারও সোনা জিতেছেন, লেডেকি সেখানে পঞ্চম।
সকালে ২০০ মিটারের ইভেন্টে পঞ্চম হওয়া কেটি লেডেকি ঘুরে দাঁড়াতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৩ মিনিট। ৪০০ মিটার ফ্রি স্টাইলের ১ ঘণ্টা ১৩ মিনিট পর ১৫০০ মিটার ফ্রি স্টাইলে অলিম্পিকে নিজের ষষ্ঠ সোনা জিতেছেন এই মার্কিন সাঁতারু। সোনা জিততে লেডেকি সময় নিয়েছেন ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড।
এর আগে ২০০ মিটারের ফ্রি স্টাইলে সোনা জিতে তিতমাস তাঁর অলিম্পিক ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই সোনা জয়ের কীর্তি গড়েছেন। এই ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন হংকংয়ের সিওভান হঘি। কানাডার পেনি ওলেকসিয়াক জিতেছেন ব্রোঞ্জ।
৪০০ মিটারের ইভেন্টে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করে লেডেকি রৌপ্যপদক জিতলেও এদিন ২০০ মিটারে হতাশ হয়েছেন। তবে দমে যাননি। নিজেকে ফিরে পেয়েছেন ১৫০০ মিটার ফ্রি স্টাইলে। আর তাতেই বাজিমাত। স্বদেশি এরিকা সুলিভানকে হারিয়ে সোনা জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সারাহ কোহলের।
অবশেষে সোনার দেখা পেলেন কেটি লেডেকি। মেয়েদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছেন মার্কিন এই সাঁতারু। অলিম্পিকে এ নিয়ে ষষ্ঠ সোনা জিতলেন ২৪ বছর বয়সী লেডেকি।
এবারের টোকিও অলিম্পিকে আসার আগ পর্যন্ত ৫ সোনা জেতা মার্কিন সাঁতারু লেডেকি ধাক্কা খেলেছিলেন টোকিও অলিম্পিকের তৃতীয় দিনেই। ৪০০ মিটার ফ্রি স্টাইলে অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ারনে তিতমাসের কাছে সোনা খুইয়েছিলেন। আজ পঞ্চম দিন সকালে ২০০ মিটার ফ্রি স্টাইলে আবারও ভরাডুবি। তিতমাস যেখানে আবারও সোনা জিতেছেন, লেডেকি সেখানে পঞ্চম।
সকালে ২০০ মিটারের ইভেন্টে পঞ্চম হওয়া কেটি লেডেকি ঘুরে দাঁড়াতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৩ মিনিট। ৪০০ মিটার ফ্রি স্টাইলের ১ ঘণ্টা ১৩ মিনিট পর ১৫০০ মিটার ফ্রি স্টাইলে অলিম্পিকে নিজের ষষ্ঠ সোনা জিতেছেন এই মার্কিন সাঁতারু। সোনা জিততে লেডেকি সময় নিয়েছেন ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড।
এর আগে ২০০ মিটারের ফ্রি স্টাইলে সোনা জিতে তিতমাস তাঁর অলিম্পিক ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই সোনা জয়ের কীর্তি গড়েছেন। এই ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন হংকংয়ের সিওভান হঘি। কানাডার পেনি ওলেকসিয়াক জিতেছেন ব্রোঞ্জ।
৪০০ মিটারের ইভেন্টে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করে লেডেকি রৌপ্যপদক জিতলেও এদিন ২০০ মিটারে হতাশ হয়েছেন। তবে দমে যাননি। নিজেকে ফিরে পেয়েছেন ১৫০০ মিটার ফ্রি স্টাইলে। আর তাতেই বাজিমাত। স্বদেশি এরিকা সুলিভানকে হারিয়ে সোনা জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সারাহ কোহলের।
মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সফরকারী বোলারদের তোপেরমুখে রীতিমতো কাঁপছে স্বাগতিকেরা। পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। স্কোরে জমা করেছে ২৯ রান।
৩২ মিনিট আগেউত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পর খেলার শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাংবাদিক ও গ্যালারির দর্শকেরা
১ ঘণ্টা আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ দল। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। লিটনরা যদি জিততে পারেন আজ, তাহলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার
২ ঘণ্টা আগেসূচি অনুযায়ী বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুরে হয়েছে বৃষ্টি। তবে মিরপুর শেরেবাংলায় যথাসময়ে ম্যাচ আয়োজন করা যাবে।
৪ ঘণ্টা আগে