Ajker Patrika

কেমন হলো ৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি

আজকের পত্রিকা ডেস্ক­
৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ছবি: সংগৃহীত
৯ ফেডারেশনের অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ছবি: সংগৃহীত

সার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের আইন ২০১৮ এর ২১ ধারা অনুযায়ী ৯ ফেডারেশনের আগের কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নয়টি ফেডারেশন যথাক্রমে-ব্রিজ, টেনিস, স্কোয়াশ, কাবাডি, অ্যাথলেটিকস, বিলিয়ার্ড-স্নুকার, বাস্কেটবল, দাবা এবং হকি। যেখানে ব্রিজ ফেডারেশনের সভাপতির দায়িত্ব পেলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। টেনিসের সভাপতি করা হয়েছে সাবেক খেলোয়াড় আব্দুল হাই সরকারকে। এ ছাড়া কাবাডি ফেডারেশনের সভাপতি হয়েছেন পুলিশের আইজিপি ময়নুল ইসলাম।

গত ৩০ আগস্ট গঠিত সার্চ কমিটির মেয়াদ দুই মাস পেরিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত নয়টি ফেডারেশন নতুন কমিটির দেখা পেল। বাকি ফেডারেশনগুলোর কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু নয়টি ফেডারেশনের কমিটি হয়ে গেছে। এখন আমরা আরও ১৫-২০ ফেডারেশনের খসড়া প্রস্তাব পাঠাব। সেটা মন্ত্রণালয় দেখে ক্রমান্বয়ে প্রকাশ করবে।’

যদিও সার্চ কমিটির কোনো প্রতিবেদন পাননি বলে একদিন আগেও এই প্রতিবেদককে জানিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফেডারেশনের কমিটি গঠনের বিষয়টি দেখভাল করা ক্রীড়া-১ অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সানাউল হক। কমিটি নিয়ে প্রশ্ন শুনে খানিকটা বিরক্তই হয়েছিলেন তিনি। কেন বিরক্ত, সে কারণও ব্যাখ্যা করেছেন, ‘বিষয়টি জানতে অনেকে ফোন দেন। কাউকে সদুত্তর দিতে পারছি না। আমরা এখনো সার্চ কমিটির প্রতিবেদনই পাইনি। মন্ত্রণালয় থেকে আমরা সার্চ কমিটি গঠন করে দিয়েছি। তারা এখনো প্রতিবেদনগুলো দেয়নি। প্রতিবেদনগুলো হাতে পেলে আমরা কাজ শুরু করে দেব। আমাদের তো প্রতিবেদন পাওয়া লাগবে, তাই না?’

দেশের ৫৫ ফেডারেশন-অ্যাসোসিয়েশন-সংস্থার নিয়ন্ত্রণ জাতীয় ক্রীড়া পরিষদের হাতে থাকলেও সভাপতি কিংবা কমিটি গঠনের এখতিয়ার পুরোপুরি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনকে দলীয় প্রভাবমুক্ত করতে যৌথভাবে শুদ্ধি অভিযানে নামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ। তারই অংশ হিসেবে ৯টি ফেডারেশনে অ্যাডহক কমিটি দিল মন্ত্রণালয়।

একনজরে ৯ ফেডারেশনের কমিটি

বাংলাদেশ হকি ফেডারেশন

সভাপতি: এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান

সহ সভাপতি: গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর (অব.), শাহিন মাহমুদ, আসিফ মাহমুদ

সাধারণ সম্পাদক: লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.)

যুগ্ম সম্পাদক: কাজী আবু জাফর তপন

কোষ্যাধ্যক্ষ: খাজা মাঞ্জের নাদিম

সদস্য: হোসেন ইমাম শান্টা, কাউছার আলী, শহিদ উল্লাহ দোলন, ইশতিয়াক সাদেক, বায়েজিদ হায়দার, বদরুল ইসলাম দিপু, মো. ইকবাল হোসেন, পারভীন নাছিমা পুতুল, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি ও বিকেএসপি প্রতিনিধি

অ্যাথলেটিকস ফেডারেশন

সভাপতি: মেজর জেনারেল ড. নাঈম আশফাক চৌধুরী

সহ সভাপতি: বিকেএসপি ডিজি, আবদুন নাসের খান, মো. ইকবাল হোসেন

সাধারণ সম্পাদক: মো. শাহ আলম

যুগ্ম সম্পাদক: কিতাব আলী, মিজানুর রহমান

কোষাধ্যক্ষ: ড. সাব্বির আহমেদ খান

সদস্য: মজিবুর রহমান মল্লিক, ফরিদ খান চৌধুরী, ফিরোজা খাতুন, শর্মিষ্ঠা রায়, এমএম নজির আহমেদ, শিরিন আক্তার, মুজিবুর রহমান, মো. রিয়াজুল ইসলাম, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, নৌ ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি ও বিমান ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি

বাস্কেটবল ফেডারেশন

সভাপতি : ডা. শামীম নেওয়াজ

সহ সভাপতি: শাখাওয়াত হোসেন, আসিফ আজিজ

সাধারণ সম্পাদক: মেজর (অব.) মোহাম্মদ আতিকুল হাফিজ

যুগ্ম সম্পাদক: মোহাম্মদ ফয়সাল আজিম, আ স ম আনামুল হাসান তাইমুর

কোষাধ্যক্ষ: মোহাম্মদ তানভীর তিতাস

সদস্য: মো. জাহিদুল ইসলাম (বুলু), ইকবাল হোসেন এমি, জহির উদ্দিন, নাজমুল, ক্যাপ্টেন (অব.) ফজলুর রহমান, বেগম আসরিন মৃধা, আইয়ান আনোয়ার, অপূর্ব জাহাঙ্গীর, অনিরুদ্ধ তালুকদার বর্ণ

টেনিস ফেডারেশন

সভাপতি: আবদুল হাই সরকার

সহ সভাপতি: আশরাফুজ্জামান খান (পুটন), মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাকিল খান

সাধারণ সম্পাদক: ইশতিয়াক আহমেদ

যুগ্ম সম্পাদক: মুয়াম্মার আহমেদ, মোহাম্মদ আশিকুর রহমান

কোষাধ্যক্ষ: এম এ জিন্নাহ

সদস্য: মো. শফিকুল আলম, আশরাফ কায়সার, আবদুর রব শামীম, আহমেদ জিয়াউর রহমান, হোসনে আরা রিনা, মোহাম্মদ শরিফুল আলম, জহিরুল আলম ভূঁইয়া, সাজ্জাদ আলম, এম ফরিদ আহমেদ, অর্ণব সাহা ও বিকেএসপি প্রতিনিধি

দাবা ফেডারেশন

সভাপতি: সৈয়দ সুজাউদ্দিন আহমেদ

সহ সভাপতি: ড. সোয়েব রিয়াজ আলম, ড. আরিফ দৌলাহ

সাধারণ সম্পাদক: তৈয়বুর রহমান সুমন

যুগ্ম সম্পাদক: লোকমান হোসেন মোল্লা (লাভলু), নাজনিন ইসলাম

কোষাধ্যক্ষ: মীর সাজেদ উল–বাশার

সদস্য: আবু সাঈদ চৌধুরী, আমিনুল ইসলাম, দুলাল মাহমুদ, রাহাত হোসেন, অনন্য রায়হান, শামীম আকন্দ, মো. আরিফুজ্জামান।

স্কোয়াশ ফেডারেশন

সভাপতি: মেজর জেনারেল মো. হাসান উজ জামান

সহসভাপতি: রাশেদ চৌধুরী, মীর্জা সালমান ইস্পাহানি

সাধারণ সম্পাদক: ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.)

যুগ্ম সম্পাদক: তারেক মাসুদ খান

কোষাধ্যক্ষ: কামরান টি রহমান

সদস্য: মেজর এম তানিম হাসান (অব.), এরশাদ হোসেন, রামজুল সিরাজ, ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি (অব.), ফাইয়াজ রহমান, সাজ্জাদ আরেফিন আলম, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, প্রাথমিক শিক্ষা ডিজি ও বিকেএসপি ডিজি/প্রতিনিধি।

বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন

সভাপতি: ব্রিগেডিয়ার জেনারেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন (অব.)

সহসভাপতি: আজিজ আল মাসুদ, তাজবির সালেহিন

সাধারণ সম্পাদক: রিয়াসাত করিম ভূঁইয়া

যুগ্ম সম্পাদক: সুলতান মঈন আহমেদ রবিন

কোষাধ্যক্ষ: মনজুরুল হক মনজু

সদস্য: স্কোয়াড্রন লিড মো. খালেদ বিন সালাম (অব.), নূর উদ্দিন জাভেদ, মো. হাসানুজ্জামান, নিজাম উদ্দিন আহমেদ, সুব্রি মোহাম্মদ, সাইফুস সামি আলমগীর, জাহেদুন নবী, আসিফ হানিফ ও শাহ নেওয়াজ শিপন।

কাবাডি ফেডারেশন

সভাপতি: মো. ময়নুল ইসলাম, আইজিপি

সহসভাপতি: হাফিজুর রহমান খান, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন, আবদুল্লাহ আল নোমান

সাধারণ সম্পাদক: এস এম নেওয়াজ সোহাগ

যুগ্ম সম্পাদক: আবদুল হক, গাজী মো. মোজাম্মেল হক

কোষাধ্যক্ষ: মনির হোসেন

সদস্য: মোহাম্মদ মনিরুজ্জামান, বি এম ইউসুফ আলী, শরিফ মোহাম্মদ আরিফ মিহির, আসাদুজ্জামান শাহিন, মাসুদুর রহমান চুন্নু, বাদশাহ মিয়া, সুবিমল চন্দ্র দাস, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড প্রতিনিধি, বিজিবি ক্রীড়া ও প্রশিক্ষণ বোর্ড প্রতিনিধি ও পুলিশ ক্রীড়া সংস্থা প্রতিনিধি

ব্রিজ ফেডারেশন

সভাপতি: সৈয়দ মাহবুবুর রহমান

সহসভাপতি: সাঈদ আহমেদ রবি, মো. আবুল কাশেম

সাধারণ সম্পাদক: নাঈমুল হাসান

যুগ্ম সম্পাদক: মুহাম্মদ মনিরুল ইসলাম

কোষাধ্যক্ষ: মো. জাহিদ হোসেন

সদস্য: শাহ জিয়াউল হক, মো. শওকত হোসেন ভূঁইয়া, নাজমুল হক কিরন, আসিফুর রহমান রাজীব, শেখ আমিন, মাওলা আল মামুন, রাশেদুল হাসান রিপন, মো. আলাউদ্দিন, মোহাম্মদ এহসানুজ্জামান, মাহমুদুল হাসান সুমন ও তানভীর আহমেদ ইমন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

শান মাসুদ এখন পাকিস্তানের ‘একের ভেতর দুই’

ক্রীড়া ডেস্ক    
নতুন দায়িত্ব পেলেন শান মাসুদ। ছবি: পিসিবি
নতুন দায়িত্ব পেলেন শান মাসুদ। ছবি: পিসিবি

শান মাসুদের আসল কাজটা ছিল বাইশ গজেই। পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কত্ব করে আসছিলেন তিনি। এবার তাঁকে দিয়ে ‘একের ভেতর দুই’ নীতিতে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ব্যাটারকে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্সের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গতকাল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই মাসুদকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়টি জানান পিসিবি প্রধান। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যম জিও সুপার।

পরামর্শক হিসেবে মাসুদ কোন ধরনের দায়িত্ব পালন করবেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এর আগে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরিচালকের দায়িত্বে ছিলেন উসমান ওয়াহলা। সবশেষ এশিয়া কাপে ভারতের ক্রিকেটারদের হাত না মেলানো ইস্যুতে চাকরি হারান তিনি। পিসিবির দাবি, ‘নো হ্যান্ডশেক’ ইস্যুতে আইসিসির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেননি ওয়াহলা। ব্যর্থতার দায়ে গত মাসে তাঁকে বরখাস্ত করেছে পিসিবি। এক মাসের ব্যবধানে এই পদে মাসুদকে বসাল সংস্থাটি।

নতুন দায়িত্বে কতদিন থাকবেন মাসুদ, সে বিষয়েও কোনো তথ্য দেয়নি পিসিবি। ভারতের ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাময়িকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড প্লেয়ার্স অ্যাফেয়ার্সের কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডানহাতি ব্যাটারকে। সবকিছু ঠিকঠাক চলতে থাকলে মাসুদকে নিয়ে পরবর্তীতে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করতে পারে পিসিবি।

মাসুদের অধীনে টেস্টে পাকিস্তানের পরিসংখ্যান মোটেও সুখকর নয়। ১৫ টেস্টের মধ্যে ১০ টিতেই হেরেছে দলটি। জয় মাত্র চার ম্যাচে। প্রশাসক হিসেবে মাসুদ কেমন করেন সেটাই এখন দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

অস্ট্র্রেলিয়া–দক্ষিণ আফ্রিকার সেরা হওয়ার লড়াই

ক্রীড়া ডেস্ক    
দুপুরে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স
দুপুরে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স

নারী ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বের খেলা প্রায় শেষের দিকে। ছয় ম্যাচ শেষে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে দক্ষিণ আফ্রিকা। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ দুই দল একে অন্যের প্রতিদ্বন্দ্বী। যারা জিতবে তারা টেবিলের শীর্ষে থেকে শেষ চারে জায়গা করে নেবে। নারী ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও আজ মাঠে গড়াবে আরও বেশকিছু ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

তৃতীয় ওয়ানডে

অস্ট্রেলিয়া-ভারত

সকাল ৯টা ৩০ মিনিট, সরাসরি

স্টার স্পোর্টস ২

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

বেলা ৩টা ৩০ মিনিট, সরাসরি

টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

চেলসি-সান্ডারল্যান্ড

রাত ৮টা, সরাসরি

ম্যানচেস্টার ইউনাইটেড-ব্রাইটন

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

ব্রেন্টফোর্ড-লিভারপুল

রাত ১টা, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা

মনশেনগ্ল্যাডবাখ-বায়ার্ন

সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সরাসরি

ডর্টমুন্ড-কোলন

রাত ১০টা ৩০ মিনিট, সরাসরি

সনি টেন ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বাংলাদেশের সামনে ছন্দ ধরে রাখার চ্যালেঞ্জ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১১: ৩৫
ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টিতে তাকিয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি
ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি–টোয়েন্টিতে তাকিয়ে বাংলাদেশ। ছবি: বিসিবি

নতুন একটা সিরিজ শুরুর আগে যে আত্মবিশ্বাস লাগে, ওয়ানডে সিরিজ থেকে তা পেয়েছে কি বাংলাদেশ? এমন প্রশ্নে উত্তর ‘হ্যাঁ’ হওয়ার কথা। বিশেষ করে শেষ ওয়ানডেতে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ওপেনিংয়ে সাইফ-সৌম্যের ব্যাটিং দৃঢ়তায় স্পিন সহায়ক কালো উইকেটেও তিন শ ছুঁই ছুঁই রান, অতঃপর স্পিন দংশনে ১১৭ রানেই শেষ ওয়েস্ট ইন্ডিজ। রেকর্ড ১৭৯ রানে হারের পর বাংলাদেশ দল নিয়ে ক্যারিবীয় দলের কোচ ড্যারেন স্যামির অকপট স্বীকারোক্তি, ‘মানসিকতা ও স্কিলে বাংলাদেশ আমাদের চেয়ে ভালো ছিল।’

স্যামির এই ‘ভালো’র সনদ ওয়ানডে সিরিজে। সেটা এবার টি-টোয়েন্টি সিরিজে ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। আগামী পরশু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যে সিরিজ খেলতে গতকাল ঢাকা থেকে উড়াল দিয়ে বন্দরনগরীতে গিয়ে পৌঁছেছে দুই দলই। সকালে ওয়েস্ট ইন্ডিজ আর বিকেলে বাংলাদেশ দল পৌঁছল চট্টগ্রামে।

ব্যাটিংয়ে-বোলিংয়ে শেষ ওয়ানডেতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে সিরিজ জয়ের তৃপ্তি এখনই দলের মন থেকে মুছে যাওয়ার নয়। একপেশে ম্যাচে বড় জয় ‘আমরা পারি’র আত্মবিশ্বাসও দিয়েছে স্বাগতিকদের। কিন্তু চট্টগ্রামে আসন্ন সিরিজটি ভিন্ন সংস্করণের। আর এই সংস্করণে বাংলাদেশের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল। আইসিসির টি-টোয়েন্টির দলগত র‍্যাঙ্কিং তা-ই বলে। ওয়ানডেতে বাংলাদেশের একধাপ ওপরে ওয়েস্ট ইন্ডিজ থাকলেও টি-টোয়েন্টিতে ৯ নম্বরে থাকা বাংলাদেশের তিন ধাপ ওপরে, ৬ নম্বর অবস্থানে ক্যারিবিয়ানরা।

শাই হোপ কী করতে পারেন, তিনি দ্বিতীয় ওয়ানডেতে দেখিয়েছেন। বিরুদ্ধস্রোতে লড়াই করে জিতিয়েছেন দলকে। টি-টোয়েন্টি সিরিজেও তাঁকে নিয়ে আশায় স্যামি। মাত্রই শেষ হওয়া সিরিজে সফরকারী দলের ইতিবাচক দিক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্যামির উত্তর ছিল, ‘শাই হোপের ব্যাটিং। প্রতিবারই সে দলের

হাল ধরে রাখে, নেতৃত্ব দেয়।’ শাই হোপের সঙ্গে টি-টোয়েন্টি উপযোগী রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি কিংবা রভম্যান পাওয়েলরা নিজেদের খেলাটা খেলতে পারলে বাংলাদেশের জন্য কঠিন হয়ে যেতে পারে সিরিজ।

তবে নতুন সিরিজেও চেনা মাঠ, চেনা কন্ডিশনের সুবিধা পাবে বাংলাদেশ। ঢাকার মতো কালো উইকেট চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে থাকবে না, কিন্তু সেখানেও স্পিন বড় ভূমিকা রাখবে, তা আশা করা যায়। আর সেটা ধরে নিয়েই চোটের কারণে বাদ পড়া পেসার শামার জোসেফের বদলি হিসেবে কোনো পেসার না নিয়ে বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরকে অন্তর্ভুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। আর মিরপুরে যাঁদের স্পিনে বেশি ভুগতে হয়েছে সফরকারী দলকে, তাঁদের নিয়েই তো টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

চেনা কন্ডিশনের সঙ্গে ছন্দে থাকাটাই এই মুহূর্তে বড় শক্তি বাংলাদেশের। দুর্দান্ত ফর্মে আছেন সাইফ হাসান ও রিশাদ হোসেন। সিরিজ জয়ের পর রিশাদকে মেহেদী হাসান মিরাজ প্রশংসায় ভাসিয়েছেন এভাবে, ‘২-৩ বছরে সে এমন একটা জায়গায় চলে এসেছে, যা দলের জন্য একটা আশীর্বাদ। সাধারণত আমরা লেগিদের খেলাতে চাই না। বোলিংয়ে এবার তাঁর নিয়ন্ত্রণটা অনেক ভালো ছিল। বিদেশি লিগে (পিএসএল) খেলে সে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে।’

আর সাইফও ক্রমে দলের নির্ভরতা হয়ে উঠছেন বলে মনে করেন মিরাজ, ‘অনেকে মনে করেছে, সাইফ টেস্ট খেললে ওয়ানডে খেলতে পারবে না। আমার মনে হয় এটা ঠিক না। সে টি-টোয়েন্টিতে যেভাবে খেলেছে, ওয়ানডেতে যেভাবে খেলল, তাতে সে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এটা ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।’

আসলে দল চূড়ান্ত করার একটা প্রক্রিয়ায় এগোচ্ছে বাংলাদেশ। মিরাজ যেমন বললেন, ‘আমরা বিশ্বকাপের আগে এভাবে খেলাতে চাই, যেন বোঝা যায় কোন পজিশনে কে ভালো করছে। তবে দিন শেষে পারফরম্যান্স খুবই জরুরি।’ টি-টোয়েন্টি সিরিজেও রিশাদ-সাইফের কাছে ভালো পারফরম্যান্সের আশা সবার।

নতুন সিরিজে নেতৃত্বে থাকা লিটন দাস মাঠে নামার জন্য মুখিয়ে আছেন। সাইড স্ট্রেইনের চোটের কারণে এশিয়া কাপে দলের শেষ দুটি ম্যাচে না খেলা লিটন সিরিজের মধ্যেও মিরপুরে অনুশীলন করে গেছেন। শুধু নেতৃত্বে ফেরাই নয়, মাঠেও সামনে থেকে নেতৃত্ব দিতে চান তিনি; গত কিছুদিনের অনুশীলনে তাঁর নিবেদন সেটাই পরিষ্কার করে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

সেই ন্যাশভিলের বিপক্ষে আবারও জ্বলে উঠলেন মেসি, গড়লেন রেকর্ড

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২: ০৬
আরও একবার মায়ামির জয়ের নায়ক মেসি। আজ জোড়া গোল করেছেন এই ফরোয়ার্ড। ছবি: এক্স
আরও একবার মায়ামির জয়ের নায়ক মেসি। আজ জোড়া গোল করেছেন এই ফরোয়ার্ড। ছবি: এক্স

লিওনেল মেসির গোল উৎসব যেন থামছেই না। ক্যারিয়ারের শেষ দিকে এসেও প্রায় প্রতি ম্যাচেই গোল করে ব্যবধান গড়ে দিচ্ছেন আর্জেন্টাইন তারকা। এর সুফল পাচ্ছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির হয়ে আজও জোড়া গোলের দেখা পেয়েছেন মেসি। তাঁর ব্যক্তিগত নৈপুণ্যে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে ন্যাশভিলকে ৩–১ গোলে হারিয়েছে মায়ামি।

এর আগে এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে ন্যাশিভলের বিপক্ষে হ্যাটট্রিক করেন মেসি। ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করতে না পারলেও এক সপ্তাহের ব্যবধানে একই ক্লাবের বিপক্ষে দুবার জালের দেখা পেলেন। মেসির দুই গোলের মধ্যে একটি ছিল চোখে লেগে থাকার মতো। হেডে অসাধারণ এক গোল করেন তিনি। এমন দিনে একটি রেকর্ডের দেখাও পেয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

চেজে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ন্যাশভিলকে চেপে ধরে মায়ামি। গোলের জন্যও খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ১৯ মিনিটে ডি বক্সে লুইস সুয়ারেজের ক্রস পান মেসি। এরপর শরীর শূন্যে ভাসিয়ে দারুণ এক হেডে জাল কাঁপান। কিছুই করার ছিল না ন্যাশভিলের গোলরক্ষক জো উইলিসের। দুর্দান্ত ক্যারিয়ার হলেও বরাবরই হেডে গোল করার দিক থেকে পিছিয়ে মেসি। তবে ন্যাশভিলের বিপক্ষে এই হেডে গোলের কথা আলাদাভাবেই মনে রাখবেন মেসির ভক্তরা।

৬২ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান বাড়ান তাদেই আলেন্দে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোলটি করেন মেসি। তাতেই এমএলএসের সব প্রতিযোগিতা মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের মালিক বনে গেলেন এই ফরোয়ার্ড; ৩৯ গোল। আগের রেকর্ডটি যৌথভাবে কার্লোস ভেলা ও ডেনিস বোয়াঙ্গার দখলে ছিল। এক পঞ্জিকাবর্ষে সমান ৩৮ গোল করেছিলেন তাঁরা। অন্তিম মুহূর্তে সান্ত্বনা খুঁজে নেয় ন্যাশভিল। সফরকারীদের হয়ে একটি গোলের শোধ দেন হ্যানি মুখতার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত