পয়মন্ত রোলাঁ গারোয় কদিন আগেই নিজের ১৪ তম ফ্রেঞ্চ ওপেন ও ২২ তম গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারে স্ত্রী জিসকা পেরেল্লোর হাতে শিরোপা তুলে দিয়ে ফ্রেমবন্দীও হয়েছেন।
এবার নাদালকে জীবনের সবচেয়ে বড় উপহার দিতে যাচ্ছেন জিসকা। প্রথমবার বাবা হতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী টেনিস নক্ষত্র। স্পেনের ম্যাগাজিন হোলা তেমনি বার্তা দিয়েছে।
স্ত্রী জিসকা ও বন্ধুদের নিয়ে এখন মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে জিসকাকে ঢিলেঢালা পোশাকে দেখতে পাওয়ায় গুঞ্জন উঠেছে তিনি মা হতে চলেছেন।
হোলা তাদের প্রতিবেদনে লিখেছে, ‘প্যারিসের ফাইনালে (চ্যাম্পিয়নস লিগে রিয়াল-লিভারপুল মহারণ) জিসকা আরামদায়ক পোশাক পরেছিলেন। এবার তিনি ঢিলেঢালা পোশাকে মাতৃত্বের ইঙ্গিত দিয়েছেন।’
নাদাল ও জিসকা ১৪ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের অক্টোবরে বিয়ে করেন। ২০১৭ সালে নাদাল বলেছিলেন, ‘আমার পরিবার গঠনের ইচ্ছে আছে। শিশুদের আমি ভালোবাসি। আমার সন্তানেরা তাই করবে, যা তারা করতে চাইবে।’
তবে নাদাল বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর। এর আগেই অবশ্য ঘর আলোকিত করতে আসছে নতুন সদস্য।
লাল দুর্গের রাজা নাদাল কদিন পরেই উইম্বলডনের প্রস্তুতি শুরু করবেন। তবে লন্ডনের সবুজ গালিচায় তাঁর খেলা নিয়ে সন্দেহ আছে। পায়ের চোটকে সঙ্গী করে ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল পুরোপুরি সেরে উঠতে চাইলে নিতে হবে ইনজেকশন। সেটি করলে তাঁর পা অবশ হয়ে থাকতে পারে। সে কারণেই নাদাল বলেছিলেন, ‘শরীর ভালো থাকলে উইম্বলডনে খেলব।’
পয়মন্ত রোলাঁ গারোয় কদিন আগেই নিজের ১৪ তম ফ্রেঞ্চ ওপেন ও ২২ তম গ্র্যান্ড স্লাম জিতেছেন রাফায়েল নাদাল। প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারে স্ত্রী জিসকা পেরেল্লোর হাতে শিরোপা তুলে দিয়ে ফ্রেমবন্দীও হয়েছেন।
এবার নাদালকে জীবনের সবচেয়ে বড় উপহার দিতে যাচ্ছেন জিসকা। প্রথমবার বাবা হতে যাচ্ছেন ৩৬ বছর বয়সী টেনিস নক্ষত্র। স্পেনের ম্যাগাজিন হোলা তেমনি বার্তা দিয়েছে।
স্ত্রী জিসকা ও বন্ধুদের নিয়ে এখন মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে জিসকাকে ঢিলেঢালা পোশাকে দেখতে পাওয়ায় গুঞ্জন উঠেছে তিনি মা হতে চলেছেন।
হোলা তাদের প্রতিবেদনে লিখেছে, ‘প্যারিসের ফাইনালে (চ্যাম্পিয়নস লিগে রিয়াল-লিভারপুল মহারণ) জিসকা আরামদায়ক পোশাক পরেছিলেন। এবার তিনি ঢিলেঢালা পোশাকে মাতৃত্বের ইঙ্গিত দিয়েছেন।’
নাদাল ও জিসকা ১৪ বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৯ সালের অক্টোবরে বিয়ে করেন। ২০১৭ সালে নাদাল বলেছিলেন, ‘আমার পরিবার গঠনের ইচ্ছে আছে। শিশুদের আমি ভালোবাসি। আমার সন্তানেরা তাই করবে, যা তারা করতে চাইবে।’
তবে নাদাল বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর। এর আগেই অবশ্য ঘর আলোকিত করতে আসছে নতুন সদস্য।
লাল দুর্গের রাজা নাদাল কদিন পরেই উইম্বলডনের প্রস্তুতি শুরু করবেন। তবে লন্ডনের সবুজ গালিচায় তাঁর খেলা নিয়ে সন্দেহ আছে। পায়ের চোটকে সঙ্গী করে ফ্রেঞ্চ ওপেন জেতা নাদাল পুরোপুরি সেরে উঠতে চাইলে নিতে হবে ইনজেকশন। সেটি করলে তাঁর পা অবশ হয়ে থাকতে পারে। সে কারণেই নাদাল বলেছিলেন, ‘শরীর ভালো থাকলে উইম্বলডনে খেলব।’
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৪ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১৮ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে