সুইমিং স্যুটে ফুটো নিয়ে পুলে ইতিহাস গড়লেন ক্রিস্টফ মিলাক। টোকিও অলিম্পিকের ২০০ মিটার বাটারফ্লাইয়ে এই ইতিহাস গড়তে কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে দিয়েছেন হাঙ্গেরির এই সাঁতারু। তবে এরপরও নিজের আগের বিশ্ব রেকর্ড ভাঙতে না পারায় অতৃপ্তি রয়েছে মিলাকের।
২০০ মিটার বাটারফ্লাইয়ে মিলাক শুধু সোনাই জিতেননি, প্রতিপক্ষদের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেননি। রৌপ্য পদক জেতা জাপানের তোমুরু হোন্ডা নিজেই জানিয়েছেন, ফাইনালে মিলাকের বিপক্ষে তাঁর জেতার সম্ভাবনা ছিল শূন্য শতাংশ। ব্রোঞ্জ জেতা ফেডেরিকো বারডিসো জেতেনের কণ্ঠেও একই সুর, ‘তার (মিলাক) বিপক্ষে পুলে জেতা অসম্ভব। কারণ, সবাই জানে সে অসাধারণ কেউ।’
মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। এতে ভেঙে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া ১ মিনিট ৫২.৩ সেকেন্ডের রেকর্ড। তবে মিলাকের লক্ষ্য ছিল ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ১ মিনিট ৫০.৭৩ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙা।
সোনা জেতার পর মিলাক জানিয়েছেন, পুলে নামার ১০ মিনিট আগেই তিনি লক্ষ্যে করছিলেন সুইমিং স্যুটে ফুটো আছে। তবে ওই মুহূর্তে মনঃসংযোগে যেন বিঘ্ন না ঘটে তাই তিনি আর স্যুট বদলাননি। স্যুটে ছেঁড়া অবশ্য সোনা জিততে বাধা হতে পারেনি মিলাকের। তবে এতে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া নিজের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা আছে মিলাকের।
এর মধ্যে ফেলপসের ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ভবিষ্যতের একটা বার্তাই দিয়ে রাখলেন মিলাক। ২১ বছরের মিলাকের ক্যারিয়ার যে সবে শুরু! সামনে আরও অনেক রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। মিলাক নিজেও শুধু ব্যক্তিগত রেকর্ডের জন্য সোনা জিততে চান। তিনি বলেছেন, ‘আমি পদক জিততে পুলে নামি না। আমি ব্যক্তিগত সেরার জন্য নেমেছিলাম। ব্যক্তিগত সেরা মানে বিশ্ব রেকর্ড গড়া।’
সুইমিং স্যুটে ফুটো নিয়ে পুলে ইতিহাস গড়লেন ক্রিস্টফ মিলাক। টোকিও অলিম্পিকের ২০০ মিটার বাটারফ্লাইয়ে এই ইতিহাস গড়তে কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে দিয়েছেন হাঙ্গেরির এই সাঁতারু। তবে এরপরও নিজের আগের বিশ্ব রেকর্ড ভাঙতে না পারায় অতৃপ্তি রয়েছে মিলাকের।
২০০ মিটার বাটারফ্লাইয়ে মিলাক শুধু সোনাই জিতেননি, প্রতিপক্ষদের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেননি। রৌপ্য পদক জেতা জাপানের তোমুরু হোন্ডা নিজেই জানিয়েছেন, ফাইনালে মিলাকের বিপক্ষে তাঁর জেতার সম্ভাবনা ছিল শূন্য শতাংশ। ব্রোঞ্জ জেতা ফেডেরিকো বারডিসো জেতেনের কণ্ঠেও একই সুর, ‘তার (মিলাক) বিপক্ষে পুলে জেতা অসম্ভব। কারণ, সবাই জানে সে অসাধারণ কেউ।’
মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। এতে ভেঙে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া ১ মিনিট ৫২.৩ সেকেন্ডের রেকর্ড। তবে মিলাকের লক্ষ্য ছিল ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ১ মিনিট ৫০.৭৩ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙা।
সোনা জেতার পর মিলাক জানিয়েছেন, পুলে নামার ১০ মিনিট আগেই তিনি লক্ষ্যে করছিলেন সুইমিং স্যুটে ফুটো আছে। তবে ওই মুহূর্তে মনঃসংযোগে যেন বিঘ্ন না ঘটে তাই তিনি আর স্যুট বদলাননি। স্যুটে ছেঁড়া অবশ্য সোনা জিততে বাধা হতে পারেনি মিলাকের। তবে এতে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া নিজের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা আছে মিলাকের।
এর মধ্যে ফেলপসের ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ভবিষ্যতের একটা বার্তাই দিয়ে রাখলেন মিলাক। ২১ বছরের মিলাকের ক্যারিয়ার যে সবে শুরু! সামনে আরও অনেক রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। মিলাক নিজেও শুধু ব্যক্তিগত রেকর্ডের জন্য সোনা জিততে চান। তিনি বলেছেন, ‘আমি পদক জিততে পুলে নামি না। আমি ব্যক্তিগত সেরার জন্য নেমেছিলাম। ব্যক্তিগত সেরা মানে বিশ্ব রেকর্ড গড়া।’
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৮ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৯ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১০ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১০ ঘণ্টা আগে