সুইমিং স্যুটে ফুটো নিয়ে পুলে ইতিহাস গড়লেন ক্রিস্টফ মিলাক। টোকিও অলিম্পিকের ২০০ মিটার বাটারফ্লাইয়ে এই ইতিহাস গড়তে কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে দিয়েছেন হাঙ্গেরির এই সাঁতারু। তবে এরপরও নিজের আগের বিশ্ব রেকর্ড ভাঙতে না পারায় অতৃপ্তি রয়েছে মিলাকের।
২০০ মিটার বাটারফ্লাইয়ে মিলাক শুধু সোনাই জিতেননি, প্রতিপক্ষদের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেননি। রৌপ্য পদক জেতা জাপানের তোমুরু হোন্ডা নিজেই জানিয়েছেন, ফাইনালে মিলাকের বিপক্ষে তাঁর জেতার সম্ভাবনা ছিল শূন্য শতাংশ। ব্রোঞ্জ জেতা ফেডেরিকো বারডিসো জেতেনের কণ্ঠেও একই সুর, ‘তার (মিলাক) বিপক্ষে পুলে জেতা অসম্ভব। কারণ, সবাই জানে সে অসাধারণ কেউ।’
মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। এতে ভেঙে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া ১ মিনিট ৫২.৩ সেকেন্ডের রেকর্ড। তবে মিলাকের লক্ষ্য ছিল ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ১ মিনিট ৫০.৭৩ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙা।
সোনা জেতার পর মিলাক জানিয়েছেন, পুলে নামার ১০ মিনিট আগেই তিনি লক্ষ্যে করছিলেন সুইমিং স্যুটে ফুটো আছে। তবে ওই মুহূর্তে মনঃসংযোগে যেন বিঘ্ন না ঘটে তাই তিনি আর স্যুট বদলাননি। স্যুটে ছেঁড়া অবশ্য সোনা জিততে বাধা হতে পারেনি মিলাকের। তবে এতে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া নিজের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা আছে মিলাকের।
এর মধ্যে ফেলপসের ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ভবিষ্যতের একটা বার্তাই দিয়ে রাখলেন মিলাক। ২১ বছরের মিলাকের ক্যারিয়ার যে সবে শুরু! সামনে আরও অনেক রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। মিলাক নিজেও শুধু ব্যক্তিগত রেকর্ডের জন্য সোনা জিততে চান। তিনি বলেছেন, ‘আমি পদক জিততে পুলে নামি না। আমি ব্যক্তিগত সেরার জন্য নেমেছিলাম। ব্যক্তিগত সেরা মানে বিশ্ব রেকর্ড গড়া।’
সুইমিং স্যুটে ফুটো নিয়ে পুলে ইতিহাস গড়লেন ক্রিস্টফ মিলাক। টোকিও অলিম্পিকের ২০০ মিটার বাটারফ্লাইয়ে এই ইতিহাস গড়তে কিংবদন্তি মাইকেল ফেলপসের রেকর্ড ভেঙে দিয়েছেন হাঙ্গেরির এই সাঁতারু। তবে এরপরও নিজের আগের বিশ্ব রেকর্ড ভাঙতে না পারায় অতৃপ্তি রয়েছে মিলাকের।
২০০ মিটার বাটারফ্লাইয়ে মিলাক শুধু সোনাই জিতেননি, প্রতিপক্ষদের ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগই দেননি। রৌপ্য পদক জেতা জাপানের তোমুরু হোন্ডা নিজেই জানিয়েছেন, ফাইনালে মিলাকের বিপক্ষে তাঁর জেতার সম্ভাবনা ছিল শূন্য শতাংশ। ব্রোঞ্জ জেতা ফেডেরিকো বারডিসো জেতেনের কণ্ঠেও একই সুর, ‘তার (মিলাক) বিপক্ষে পুলে জেতা অসম্ভব। কারণ, সবাই জানে সে অসাধারণ কেউ।’
মিলাক ২০০ মিটার বাটারফ্লাইয়ে সময় নিয়েছেন ১ মিনিট ৫১ দশমিক ২৫ সেকেন্ড। এতে ভেঙে যায় ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে মাইকেল ফেলপসের গড়া ১ মিনিট ৫২.৩ সেকেন্ডের রেকর্ড। তবে মিলাকের লক্ষ্য ছিল ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ১ মিনিট ৫০.৭৩ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙা।
সোনা জেতার পর মিলাক জানিয়েছেন, পুলে নামার ১০ মিনিট আগেই তিনি লক্ষ্যে করছিলেন সুইমিং স্যুটে ফুটো আছে। তবে ওই মুহূর্তে মনঃসংযোগে যেন বিঘ্ন না ঘটে তাই তিনি আর স্যুট বদলাননি। স্যুটে ছেঁড়া অবশ্য সোনা জিততে বাধা হতে পারেনি মিলাকের। তবে এতে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে গড়া নিজের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা আছে মিলাকের।
এর মধ্যে ফেলপসের ১০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ভবিষ্যতের একটা বার্তাই দিয়ে রাখলেন মিলাক। ২১ বছরের মিলাকের ক্যারিয়ার যে সবে শুরু! সামনে আরও অনেক রেকর্ড ভাঙার সুযোগ পাবেন। মিলাক নিজেও শুধু ব্যক্তিগত রেকর্ডের জন্য সোনা জিততে চান। তিনি বলেছেন, ‘আমি পদক জিততে পুলে নামি না। আমি ব্যক্তিগত সেরার জন্য নেমেছিলাম। ব্যক্তিগত সেরা মানে বিশ্ব রেকর্ড গড়া।’
মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সফরকারী বোলারদের তোপেরমুখে রীতিমতো কাঁপছে স্বাগতিকেরা। পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। স্কোরে জমা করেছে ২৯ রান।
২৯ মিনিট আগেউত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পর খেলার শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাংবাদিক ও গ্যালারির দর্শকেরা
১ ঘণ্টা আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ দল। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। লিটনরা যদি জিততে পারেন আজ, তাহলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার
২ ঘণ্টা আগেসূচি অনুযায়ী বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুরে হয়েছে বৃষ্টি। তবে মিরপুর শেরেবাংলায় যথাসময়ে ম্যাচ আয়োজন করা যাবে।
৪ ঘণ্টা আগে