Ajker Patrika

এশিয়াডের সেমিফাইনালে ইমরানুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়াডের সেমিফাইনালে ইমরানুর

অতীতের অন্য এশিয়ান গেমসের আসরে অ্যাথলেটিকস থেকে তেমন কোনো অর্জন নেই বাংলাদেশের। এবার দৃশ্যপটটা পাল্টে দিয়েছিলেন ইমরানুর রহমান, এই বছরের শুরুতে এশিয়ান ইনডোরে সোনা জেতার পর। ইমরানকে ঘিরে তাই একটা প্রত্যাশা ছিলই। 

সেই প্রত্যাশা আজ কিছুটা হলেও পূরণ করেছেন ইমরান। আজ ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে তৃতীয় হয়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব। 

হ্যাংঝু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে পাঁচ নম্বর হিটের নয় নম্বর লেনে দৌড়ান ইমরান। পাঁচ হিট মিলে ইমরানের অবস্থান ১৭তম। তার হিটে ইন্দোনেশিয়ান প্রথম ও কাতারের স্প্রিন্টার হয়েছেন দ্বিতীয়। সব হিট মিলিয়ে সেরা টাইমিং ১০.০৭ সেকেন্ড। 

এশিয়াডে এর আগে বাংলাদেশের কোনো স্প্রিন্টার সেমিফাইনালে খেলেছেন কিনা তার কোনো পরিসংখ্যান নেই। তবে আগামীকাল ফাইনালে উঠতে পারলে ইমরানই হবেন প্রথম স্প্রিন্টার যিনি খেলবেন ফাইনালে। ১০.১১ সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছিলেন ইমরান। এশিয়াডে সেই টাইমিং করতে পারলে হয়তো ফাইনালেও খেলার সুযোগ থাকবে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত