নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। পানি জমে আর্মি স্টেডিয়ামের মাঠ বেশ ভারী হয়ে উঠেছে। কাদা মাটিতে খেলতে সমস্যা হবে না?
বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বললেন, ‘সমস্যা হবে কেন? রাগবির জন্মই হয়েছে কাদা মাঠে, বর্ষাকালে। রাগবি হলো বর্ষার খেলা। গোড়ালি পানিতে খেলতেও খেলোয়াড়দের সমস্যা হয় না।’
ভারী বৃষ্টিতে ক্রিকেট যেখানে থমকে থাকে, মাঠে পানি জমলে ফুটবল খেলা কঠিন, সেখানে একটা বল আর খেলার মতো খেলোয়াড় হলেই খুব সহজেই খেলা যায় রাগবি। ভরা বর্ষায় স্কুল-কলেজের মাঠগুলো খুব একটা ব্যবহার করা যায় না। তবে ব্যতিক্রম রাগবি। আগ্রহী শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেও খেলার সুযোগ পাবে, করা যাবে টুর্নামেন্ট—এসব বিবেচনা করেই জাতীয় পাঠ্যপুস্তকে জায়গা দেওয়া হয়েছে রাগবিকে।
বছরে প্রশাসনিক কাজে বরাদ্দ শুধু আড়াই লাখ টাকা। তৃণমূলে কার্যক্রম পরিচালনা করতে রাগবি পায় ২০ লাখ টাকা। নানা সীমাবদ্ধতার মধ্যেও নীরবেই উল্লেখ করার মতো কাজ করে যাচ্ছে ২০০৬ সালে প্রতিষ্ঠিত রাগবি ফেডারেশন। গত বছর তৃণমূলে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনসহ মোট ২১৮টি কার্যক্রম পরিচালনা করছে রাগবি, এমন তথ্যই দিলেন মৌসুম আলী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে টুর্নামেন্ট করেছে রাগবি ফেডারেশন। আছে পথশিশু, মাদকাসক্তদের নিয়েও ব্যতিক্রম সব আয়োজন। অন্য যেকোনো ফেডারেশনের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি রাগবি ফেডারেশনের। সব রকম কার্যক্রমের ছবি, ভিডিও নিয়মিত পোস্ট হচ্ছে ফেসবুকে। নিয়মিত হচ্ছে লিগ আয়োজন। বাংলাদেশের আগ্রহ দেখে গত বছর ৪ হাজার বলও পাঠিয়েছে এশিয়ান রাগবি ফেডারেশন। সেই বল দিয়েই স্কুল পর্যায়ে ও গ্রামগঞ্জে খেলাটা ছড়িয়ে দিতে চায় দেশের রাগবি ফেডারেশন।
‘একটা বল হলেই খেলা যায়, বন-জঙ্গলে হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা যেভাবে এগোচ্ছি, সব ঠিক থাকলে হয়তো একদিন গ্রামগঞ্জে ২৫ শতাংশ খেলোয়াড় রাগবি খেলবে।’— আজকের পত্রিকাকে বলছিলেন মৌসুম আলী। সেই ‘একদিন’ আসতে কত অপেক্ষা করতে হবে, এ প্রশ্নে তিনি বললেন, ‘আমাদের উদ্দেশ্য সবাইকে খেলাটায় নিয়ে আসা। এভাবেই একদিন আমরা প্রতিভাবান খেলোয়াড় পাব। তখন সাফল্যও আসবে।’
১৪ বছর আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে খেললেও এই প্রথম দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে রাগবি। নেপালের বিপক্ষে আজ আর্মি স্টেডিয়ামে দুটি সেভেন-এ-সাইড ও আগামীকাল ফিফটিন-এ-সাইড ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ভারত থেকে আনা হয়েছে কোচ রেহমানুদ্দিনকে। দলের সহকারী কোচের দায়িত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোচ আবদুল কাদের সুমন। প্রথমবারের মতো দেশের মাঠে খেলতে খেলোয়াড়রা রোমাঞ্চিত বলে জানালেন তিনি, ‘আগে তো সবাই অন্য দেশে খেলছে। আজ প্রিয়জন-বন্ধুরা মাঠে আসবেন, উৎসাহ দেবেন। অন্য রকম এক রোমাঞ্চ কাজ করছে সবার মধ্যে।’
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় ক্রিকেটের চেয়েও বেশি জনপ্রিয় রাগবি। এশিয়ান পর্যায়ে অন্যতম সেরা দল শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তানও এগোচ্ছে রাগবিতে। নেপালে আছে ২৫ থেকে ৩০টি ক্লাব। ফিটনেস ট্রেনার, আনুষঙ্গিক যন্ত্রপাতি পাওয়া গেলে রাগবিতে দক্ষিণ এশিয়ান কাতারে ভালো করা সম্ভব করা বলে মনে করেন বাংলাদেশের সেভেন-এ-সাইড অধিনায়ক নাদিম মাহমুদ, ‘১৯২০ সাল থেকে রাগবির বিশ্বকাপ হয়। আমরা মাত্র নতুন শুরু করলাম। বাংলাদেশ একসময় এখানে ভালো করবে।’ প্রথমবারের মতো ফিফটিন-এ-সাইড আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারার রোমাঞ্চে অধিনায়ক মিলন হোসেন বলেন, ‘আমাদের দলটা ভালো। সবারই আত্মবিশ্বাস আছে।’
বিকেলের দিকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। পানি জমে আর্মি স্টেডিয়ামের মাঠ বেশ ভারী হয়ে উঠেছে। কাদা মাটিতে খেলতে সমস্যা হবে না?
বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বললেন, ‘সমস্যা হবে কেন? রাগবির জন্মই হয়েছে কাদা মাঠে, বর্ষাকালে। রাগবি হলো বর্ষার খেলা। গোড়ালি পানিতে খেলতেও খেলোয়াড়দের সমস্যা হয় না।’
ভারী বৃষ্টিতে ক্রিকেট যেখানে থমকে থাকে, মাঠে পানি জমলে ফুটবল খেলা কঠিন, সেখানে একটা বল আর খেলার মতো খেলোয়াড় হলেই খুব সহজেই খেলা যায় রাগবি। ভরা বর্ষায় স্কুল-কলেজের মাঠগুলো খুব একটা ব্যবহার করা যায় না। তবে ব্যতিক্রম রাগবি। আগ্রহী শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যেও খেলার সুযোগ পাবে, করা যাবে টুর্নামেন্ট—এসব বিবেচনা করেই জাতীয় পাঠ্যপুস্তকে জায়গা দেওয়া হয়েছে রাগবিকে।
বছরে প্রশাসনিক কাজে বরাদ্দ শুধু আড়াই লাখ টাকা। তৃণমূলে কার্যক্রম পরিচালনা করতে রাগবি পায় ২০ লাখ টাকা। নানা সীমাবদ্ধতার মধ্যেও নীরবেই উল্লেখ করার মতো কাজ করে যাচ্ছে ২০০৬ সালে প্রতিষ্ঠিত রাগবি ফেডারেশন। গত বছর তৃণমূলে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনসহ মোট ২১৮টি কার্যক্রম পরিচালনা করছে রাগবি, এমন তথ্যই দিলেন মৌসুম আলী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে টুর্নামেন্ট করেছে রাগবি ফেডারেশন। আছে পথশিশু, মাদকাসক্তদের নিয়েও ব্যতিক্রম সব আয়োজন। অন্য যেকোনো ফেডারেশনের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি রাগবি ফেডারেশনের। সব রকম কার্যক্রমের ছবি, ভিডিও নিয়মিত পোস্ট হচ্ছে ফেসবুকে। নিয়মিত হচ্ছে লিগ আয়োজন। বাংলাদেশের আগ্রহ দেখে গত বছর ৪ হাজার বলও পাঠিয়েছে এশিয়ান রাগবি ফেডারেশন। সেই বল দিয়েই স্কুল পর্যায়ে ও গ্রামগঞ্জে খেলাটা ছড়িয়ে দিতে চায় দেশের রাগবি ফেডারেশন।
‘একটা বল হলেই খেলা যায়, বন-জঙ্গলে হারিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা যেভাবে এগোচ্ছি, সব ঠিক থাকলে হয়তো একদিন গ্রামগঞ্জে ২৫ শতাংশ খেলোয়াড় রাগবি খেলবে।’— আজকের পত্রিকাকে বলছিলেন মৌসুম আলী। সেই ‘একদিন’ আসতে কত অপেক্ষা করতে হবে, এ প্রশ্নে তিনি বললেন, ‘আমাদের উদ্দেশ্য সবাইকে খেলাটায় নিয়ে আসা। এভাবেই একদিন আমরা প্রতিভাবান খেলোয়াড় পাব। তখন সাফল্যও আসবে।’
১৪ বছর আন্তর্জাতিক বিভিন্ন টুর্নামেন্টে খেললেও এই প্রথম দেশের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে রাগবি। নেপালের বিপক্ষে আজ আর্মি স্টেডিয়ামে দুটি সেভেন-এ-সাইড ও আগামীকাল ফিফটিন-এ-সাইড ম্যাচ খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ভারত থেকে আনা হয়েছে কোচ রেহমানুদ্দিনকে। দলের সহকারী কোচের দায়িত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোচ আবদুল কাদের সুমন। প্রথমবারের মতো দেশের মাঠে খেলতে খেলোয়াড়রা রোমাঞ্চিত বলে জানালেন তিনি, ‘আগে তো সবাই অন্য দেশে খেলছে। আজ প্রিয়জন-বন্ধুরা মাঠে আসবেন, উৎসাহ দেবেন। অন্য রকম এক রোমাঞ্চ কাজ করছে সবার মধ্যে।’
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় ক্রিকেটের চেয়েও বেশি জনপ্রিয় রাগবি। এশিয়ান পর্যায়ে অন্যতম সেরা দল শ্রীলঙ্কা। ভারত-পাকিস্তানও এগোচ্ছে রাগবিতে। নেপালে আছে ২৫ থেকে ৩০টি ক্লাব। ফিটনেস ট্রেনার, আনুষঙ্গিক যন্ত্রপাতি পাওয়া গেলে রাগবিতে দক্ষিণ এশিয়ান কাতারে ভালো করা সম্ভব করা বলে মনে করেন বাংলাদেশের সেভেন-এ-সাইড অধিনায়ক নাদিম মাহমুদ, ‘১৯২০ সাল থেকে রাগবির বিশ্বকাপ হয়। আমরা মাত্র নতুন শুরু করলাম। বাংলাদেশ একসময় এখানে ভালো করবে।’ প্রথমবারের মতো ফিফটিন-এ-সাইড আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারার রোমাঞ্চে অধিনায়ক মিলন হোসেন বলেন, ‘আমাদের দলটা ভালো। সবারই আত্মবিশ্বাস আছে।’
শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
৬ ঘণ্টা আগেখেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
৮ ঘণ্টা আগে