Ajker Patrika

আট বছর অপেক্ষার ফলটা পাওয়া হলো না ওসাকার

আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৩: ১০
আট বছর অপেক্ষার ফলটা পাওয়া হলো না ওসাকার

তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন নাওমি ওসাকা। চেক প্রজাতন্ত্রের মারকেতা ভোন্দ্রুসোভার কাছে ৬-১, ৬-৪ গেমে হেরে বিদায় নিয়েছেন টোকিও অলিম্পিকের নারী টেনিসের অন্যতম ফেবারিট জাপানি তারকা ওসাকা। নিজ দেশে সোনা জয়ের সুযোগ হাতছাড়া করেছেন চারবারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। 

অবসাদে মাঝপথেই ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন নাওমি ওসাকা। একই কারণে উইম্বলডনের মঞ্চেও দেখা যায়নি তাঁকে। তবে নিজ দেশ জাপানে আয়োজিত অলিম্পিক দিয়ে আবার কোর্টে ফিরেছেন চারবারের গ্র্যান্ডস্লামজয়ী এই তারকা। অলিম্পিক দিয়ে নিজের ফেরা নিয়ে ওসাকা বলেছিলেন, ‘যে টুর্নামেন্টেই আমি খেলি না কেন দেশের পতাকা আমার নামের পাশেই থাকে। কিন্তু এই পরিসরটা আমার কাছে অনেক বড়। অলিম্পিক এমন কিছু ৮ বছর ধরে আমি যার অপেক্ষায় আছি।’

অপেক্ষার অলিম্পিকে ঠিকভাবেই এগোচ্ছিলেন ওসাকা। প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও পেয়েছিলেন দুর্দান্ত জয়। তবে পা হড়কেছেন তৃতীয় রাউন্ডে। র‍্যাঙ্কিংয়ের ৪২তম প্রতিযোগী ভোন্দ্রুসোভার কাছে হেরে শেষ পর্যন্ত নিজ দেশে সোনা জেতার লড়াইয়ে টিকে থাকা হলো না ওসাকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত