নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপ স্টেজ-ওয়ান আর্চারির দুই ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুই ইভেন্টে সোনা জয়ের যেমন সুযোগ আছে, আবারও দুই ইভেন্টে ব্রোঞ্জও জিততে পারেন বাংলাদেশের তিরন্দাজেরা।
ইরাকের বাগদাদে আজ ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে আজ উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফকে নিয়ে গড়া ছেলেদের রিকার্ভ দল। গতকাল কোয়ালিফিকেশন রাউন্ডে ১৯৪৫ স্কোর করে ছয় দলের ভেতর দ্বিতীয় হয় বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সরাসরি খেলে সেমিফাইনালে। ২৫ ফেব্রুয়ারি ফাইনালের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।
গতকাল বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলেছিল মেয়েদের রিকার্ভ দল। সেমিতে উঠে উজবেকিস্তানের কাছে আজ ৩-৫ সেটে হেরে যান দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানা নিশারা। ব্রোঞ্জের লড়াইয়ে ২৫ ফেব্রুয়ারি স্বাগতিক ইরানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
মেয়েদের দলগত ইভেন্টে না পারলেও সাগর ইসলামকে নিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতে ফাইনালে উঠেছেন দিয়া। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের সঙ্গে ৪-৪ সেটে ড্র হওয়ার পর টাইব্রেকার জিতে সেমিতে ওঠেন দিয়া-সাগর। সেমিতে উজবেকিস্তানকে ৫-৩ সেটে হারান দুই তিরন্দাজ। ২৫ ফেব্রুয়ারি এই ইভেন্টেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
কম্পাউন্ড ইভেন্টেও ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশে। কম্পাউন্ডের দ্বৈত মিশ্র ইভেন্টে ভারতের কাছে ১৫৭-১৪৬ স্কোরে হেরে যান তপু রায় ও মেঘলা রানী। ২৪ ফেব্রুয়ারি ব্রোঞ্জের লড়াইয়ে ইরাকের বিপক্ষে খেলবেন তপু-মেঘলা।
এশিয়া কাপ স্টেজ-ওয়ান আর্চারির দুই ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুই ইভেন্টে সোনা জয়ের যেমন সুযোগ আছে, আবারও দুই ইভেন্টে ব্রোঞ্জও জিততে পারেন বাংলাদেশের তিরন্দাজেরা।
ইরাকের বাগদাদে আজ ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে আজ উজবেকিস্তানকে ৫-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন সাগর ইসলাম, হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফকে নিয়ে গড়া ছেলেদের রিকার্ভ দল। গতকাল কোয়ালিফিকেশন রাউন্ডে ১৯৪৫ স্কোর করে ছয় দলের ভেতর দ্বিতীয় হয় বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাই পেয়ে সরাসরি খেলে সেমিফাইনালে। ২৫ ফেব্রুয়ারি ফাইনালের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।
গতকাল বাই পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলেছিল মেয়েদের রিকার্ভ দল। সেমিতে উঠে উজবেকিস্তানের কাছে আজ ৩-৫ সেটে হেরে যান দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু ও ফামিদা সুলতানা নিশারা। ব্রোঞ্জের লড়াইয়ে ২৫ ফেব্রুয়ারি স্বাগতিক ইরানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
মেয়েদের দলগত ইভেন্টে না পারলেও সাগর ইসলামকে নিয়ে রিকার্ভ মিশ্র দ্বৈতে ফাইনালে উঠেছেন দিয়া। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের সঙ্গে ৪-৪ সেটে ড্র হওয়ার পর টাইব্রেকার জিতে সেমিতে ওঠেন দিয়া-সাগর। সেমিতে উজবেকিস্তানকে ৫-৩ সেটে হারান দুই তিরন্দাজ। ২৫ ফেব্রুয়ারি এই ইভেন্টেও বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।
কম্পাউন্ড ইভেন্টেও ফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশে। কম্পাউন্ডের দ্বৈত মিশ্র ইভেন্টে ভারতের কাছে ১৫৭-১৪৬ স্কোরে হেরে যান তপু রায় ও মেঘলা রানী। ২৪ ফেব্রুয়ারি ব্রোঞ্জের লড়াইয়ে ইরাকের বিপক্ষে খেলবেন তপু-মেঘলা।
কালো রঙের উইকেট যেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নিয়মিত চিত্র। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টার্ফ ম্যানেজমেন্টের প্রধান টনি হেমিংয়ের অধীনে আরও বেশি কালো হয়েছে হোম অব ক্রিকেটের উইকেট।
১ ঘণ্টা আগেহংকংয়ের বিপক্ষে হারতে বসা ম্যাচে শেষের দিকের গোলে পয়েন্ট ভাগ করে বাংলাদেশ। উত্তর পূর্ব এশিয়ার দেশটির বিপক্ষে পয়েন্ট ভাগ করে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল।
২ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে সাত বছর আগে সবশেষ খেলেছেন নাসির হোসেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটেও মাঝে ১৫ মাস নিষিদ্ধ ছিলেন তিনি। কিন্তু নাসিরের পারফরম্যান্সে তাতে মোটেও ভাটা পড়েনি। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারের কাছ থেকে তরুণ আকবর আলী শিখেছেন অনেক কিছু শিখেছেন।
৩ ঘণ্টা আগেমারনাস লাবুশেনকে বাদ দিয়ে ভারতের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক প্যানেল। ফিরতেও বেশি সময় লাগল না তারকা ব্যাটারের। ক্যামেরুন গ্রিনের ইনজুরিতে দলে ডাক পেলেন লাবুশেন।
৩ ঘণ্টা আগে