Ajker Patrika

শেখ কামাল পুরস্কার পাচ্ছেন সাবিনা-তাসকিন-জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১৬: ০৪
Thumbnail image

জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য অপেক্ষার প্রহর গুনতে হলেও নিয়মিতভাবেই আয়োজন করা হচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। গতবার এই পুরস্কার পেয়েছিলেন ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠান। তৃতীয়বারের মতো এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ১০ ক্রীড়া ব্যক্তিত্ব এবং দুটি প্রতিষ্ঠান।

৫ আগস্ট শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পুরস্কার তুলে দেওয়ার কথা আছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদ্‌যাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার ২০২৩ প্রদান অনুষ্ঠান উপলক্ষে এ কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে সেরা ক্রীড়াবিদ হয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ, নারী ফুটবল অধিনায়ক সাবিনা খাতুন ও ২০১৯ এসএ গেমসে দেশকে স্বর্ণপদক এনে দেওয়া ভারোত্তোলক জিয়ারুল ইসলাম। ক্রিকেটে এ বছর অসাধারণ ফর্মে আছেন তাসকিন। জিম-আফ্রো টি-টেন ক্রিকেটে ১১ উইকেটে নিয়ে ফিরেছেন দেশে। গত বছর নারী সাফে ৮ গোল করে দেশকে প্রথমবারের মতো শিরোপা এনে দিয়েছেন সাবিনা।

আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ হকির কিংবদন্তি ও আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক আবদুস সাদেক। ক্রীড়া সংগঠক হিসেবে হকির তৃণমূল নিয়ে কাজ করা ফজলুর রহমান (ফজলু ওস্তাদ) ও কলসিন্দুরে নারী ফুটবল জাগরণে নেপথ্যে কাজ করা মালা রানীও পাচ্ছেন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার।

উদীয়মান খেলোয়াড় হিসেবে টেবিল টেনিস খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ও হকির আমিরুল ইসলাম পাবেন এই পুরস্কার। সেরা ফেডারেশনের পুরস্কার উঠবে আর্চারি ফেডারেশনের শোকেসে। প্রথমবারের মতো সংযোজন ক্রীড়া ধারাভাষ্যকার ক্যাটাগরি। সেই পুরস্কার পাবেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান। ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন গুণী ফটোসাংবাদিক ও মুক্তিযোদ্ধা খন্দকার তারেক মো. নুরুল্লাহ। ক্রীড়া পৃষ্ঠপোষকের স্বীকৃতি পাচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। পুরস্কার বিজয়ী প্রত্যেকেই এবারও পাচ্ছেন এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সনদ। পুরস্কারের সম্মাননা বাড়ানো যায় কি না, সেই প্রশ্ন অবশ্য উঠেছিল আজকের অনুষ্ঠানে। সেই প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেছেন, ‘জাতীয় ক্রীড়া পুরস্কার ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের অর্থের পরিমাণটা সমান। তবে জাতীয় ক্রীড়া পুরস্কারের পরের স্তরই জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। জাতীয় ক্রীড়া পুরস্কারের অর্থের পরিমাণ বাড়লেই জাতীয় ক্রীড়া পরিষদের অর্থের পরিমাণ বাড়তে পারে।’

শেখ কামাল পুরস্কার বিজয়ীরা: 
১. আজীবন সম্মাননা: আবদুস সাদেক
২. খেলোয়াড়/ক্রীড়াবিদ: সাবিনা খাতুন, তাসকিন আহমেদ ও জিয়ারুল ইসলাম
৩. উদীয়মান খেলোয়াড়/ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয় ও আমিরুল ইসলাম 
৪. ক্রীড়া সংগঠক: মালা রানী সরকার ও ফজলুল ইসলাম
৫. ক্রীড়া অ্যাসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা: বাংলাদেশ আর্চারি ফেডারেশন
৬. ক্রীড়া পৃষ্ঠপোষক/স্পন্সর: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) 
৭. ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক মো. নুরুল্লাহ
৮. ক্রীড়া ধারাভাষ্যকার: আতহার আলী খান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত