Ajker Patrika

রাগবিতে নেপালকে কোনো পয়েন্টই পেতে দিল না বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাগবিতে নেপালকে কোনো পয়েন্টই পেতে দিল না বাংলাদেশ

ফিফটিন-এ-সাইডের চেয়ে রাগবি সেভেন-এ-সাইডের খেলা খানিকটা ভিন্ন। ১৫ মিনিটের ম্যাচে গতির প্রাধান্য থাকে বেশি। আর গতির খেলায় নেপালের চেয়ে বাংলাদেশ কতখানি এগিয়ে সেটাই আজ দেখা গেল আর্মি স্টেডিয়ামে।

বনানী আর্মি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। প্রথমবারের বাংলাদেশের মাটিতে কোনো রাগবি টুর্নামেন্ট। নিজেদের মাটিতে নেপালিদের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছেন নাদিম মাহমুদরা তা যেন অবিশ্বাস্য। আজ সেভেন-এ-সাইডের দুই খেলায় নেপালকে একটিও পয়েন্ট নিতে দেয়নি বাংলাদেশ।

সকালে ও বিকালে নেপালের বিপক্ষে দুটি সেভেন-এ-সাইড ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের দাপট। প্রথম ম্যাচে স্বাগতিকেরা জয় পেয়েছে ২০-০ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই ফল। এবার বাংলাদেশ পেয়েছে মাত্র এক পয়েন্ট। নেপালকে কোনো পয়েন্ট না নেওয়ার সুযোগ দিয়ে নাদিম মাহমুদরা জয় পেয়েছেন ১৯-০ পয়েন্টে।

আন্তর্জাতিক রাগবিতে নেপাল কোনো অজানা প্রতিপক্ষ নয় বাংলাদেশের। এশিয়ান রাগবিতে এর আগে দুইবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ দল। নেপাল টুর্নামেন্টে খেলতে এসেছে একপ্রকার কোনো প্রস্তুতি ছাড়াই। তবে এই হারে খুব বেশি অখুশি থাকার কথাও না নেপালি ম্যানেজার গোপাল ছেত্রীর। আগের দিন এই প্রতিবেদককে বাংলায় বলেছিলেন, ‘আমরা জিতলেও খুশি, হারলেও খুশি। বাংলাদেশে আসতে পেরেই আমরা আনন্দিত। এই দেশের মানুষ অনেক ভালো।’ তবে একেবারে পয়েন্টহীনভাবে হেরে নিশ্চয়ই মন ভালো থাকার কথা না গোপাল ছেত্রীর!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত