নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিফটিন-এ-সাইডের চেয়ে রাগবি সেভেন-এ-সাইডের খেলা খানিকটা ভিন্ন। ১৫ মিনিটের ম্যাচে গতির প্রাধান্য থাকে বেশি। আর গতির খেলায় নেপালের চেয়ে বাংলাদেশ কতখানি এগিয়ে সেটাই আজ দেখা গেল আর্মি স্টেডিয়ামে।
বনানী আর্মি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। প্রথমবারের বাংলাদেশের মাটিতে কোনো রাগবি টুর্নামেন্ট। নিজেদের মাটিতে নেপালিদের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছেন নাদিম মাহমুদরা তা যেন অবিশ্বাস্য। আজ সেভেন-এ-সাইডের দুই খেলায় নেপালকে একটিও পয়েন্ট নিতে দেয়নি বাংলাদেশ।
সকালে ও বিকালে নেপালের বিপক্ষে দুটি সেভেন-এ-সাইড ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের দাপট। প্রথম ম্যাচে স্বাগতিকেরা জয় পেয়েছে ২০-০ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই ফল। এবার বাংলাদেশ পেয়েছে মাত্র এক পয়েন্ট। নেপালকে কোনো পয়েন্ট না নেওয়ার সুযোগ দিয়ে নাদিম মাহমুদরা জয় পেয়েছেন ১৯-০ পয়েন্টে।
আন্তর্জাতিক রাগবিতে নেপাল কোনো অজানা প্রতিপক্ষ নয় বাংলাদেশের। এশিয়ান রাগবিতে এর আগে দুইবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ দল। নেপাল টুর্নামেন্টে খেলতে এসেছে একপ্রকার কোনো প্রস্তুতি ছাড়াই। তবে এই হারে খুব বেশি অখুশি থাকার কথাও না নেপালি ম্যানেজার গোপাল ছেত্রীর। আগের দিন এই প্রতিবেদককে বাংলায় বলেছিলেন, ‘আমরা জিতলেও খুশি, হারলেও খুশি। বাংলাদেশে আসতে পেরেই আমরা আনন্দিত। এই দেশের মানুষ অনেক ভালো।’ তবে একেবারে পয়েন্টহীনভাবে হেরে নিশ্চয়ই মন ভালো থাকার কথা না গোপাল ছেত্রীর!
ফিফটিন-এ-সাইডের চেয়ে রাগবি সেভেন-এ-সাইডের খেলা খানিকটা ভিন্ন। ১৫ মিনিটের ম্যাচে গতির প্রাধান্য থাকে বেশি। আর গতির খেলায় নেপালের চেয়ে বাংলাদেশ কতখানি এগিয়ে সেটাই আজ দেখা গেল আর্মি স্টেডিয়ামে।
বনানী আর্মি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। প্রথমবারের বাংলাদেশের মাটিতে কোনো রাগবি টুর্নামেন্ট। নিজেদের মাটিতে নেপালিদের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছেন নাদিম মাহমুদরা তা যেন অবিশ্বাস্য। আজ সেভেন-এ-সাইডের দুই খেলায় নেপালকে একটিও পয়েন্ট নিতে দেয়নি বাংলাদেশ।
সকালে ও বিকালে নেপালের বিপক্ষে দুটি সেভেন-এ-সাইড ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের দাপট। প্রথম ম্যাচে স্বাগতিকেরা জয় পেয়েছে ২০-০ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই ফল। এবার বাংলাদেশ পেয়েছে মাত্র এক পয়েন্ট। নেপালকে কোনো পয়েন্ট না নেওয়ার সুযোগ দিয়ে নাদিম মাহমুদরা জয় পেয়েছেন ১৯-০ পয়েন্টে।
আন্তর্জাতিক রাগবিতে নেপাল কোনো অজানা প্রতিপক্ষ নয় বাংলাদেশের। এশিয়ান রাগবিতে এর আগে দুইবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ দল। নেপাল টুর্নামেন্টে খেলতে এসেছে একপ্রকার কোনো প্রস্তুতি ছাড়াই। তবে এই হারে খুব বেশি অখুশি থাকার কথাও না নেপালি ম্যানেজার গোপাল ছেত্রীর। আগের দিন এই প্রতিবেদককে বাংলায় বলেছিলেন, ‘আমরা জিতলেও খুশি, হারলেও খুশি। বাংলাদেশে আসতে পেরেই আমরা আনন্দিত। এই দেশের মানুষ অনেক ভালো।’ তবে একেবারে পয়েন্টহীনভাবে হেরে নিশ্চয়ই মন ভালো থাকার কথা না গোপাল ছেত্রীর!
বাছাইপর্বে তিন ম্যাচের তিনটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ সাবলীলভাবে এগোতে থাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে বাংলাদেশের ইনিংসে হঠাৎই নামে ধস।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব শুরু হয়েছে আজ। মিরপুরে খেলছে মোহামেডান স্পোর্টিং ক্লাব-লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে বৃষ্টির বাগড়ায় মোহামেডান ২৯.৪ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করার পরই থেমে যায় খেলা। রূপগঞ্জ টস জিতে ফিল্ডিং নিয়েছিল। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে অগ্রণী ব্যাংক ক্রিকেট..
২ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নেমেছে বাংলাদেশ। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড গড়ে চলেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ নতুন এক রেকর্ড গড়েছে জ্যোতির দল।
২ ঘণ্টা আগেকরাচি ন্যাশনাল স্টেডিয়ামে পরশু রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ হোসেন। কিন্তু শীর্ষস্থানে ২৪ ঘণ্টাও থাকতে পারলেন না রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনারকে টপকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।
৩ ঘণ্টা আগে