Ajker Patrika

প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন ‘খুনি’ পিস্টোরিয়াস

প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন ‘খুনি’ পিস্টোরিয়াস

১১ বছরের বন্দী জীবনের অবসান ঘটতে যাচ্ছে অস্কার পিস্টোরিয়াসের। সবকিছু ঠিক থাকলে ৫ জানুয়ারি প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন ‘ব্লেড রানার’ খ্যাত অস্কার পিস্টোরিয়াস। 

 ২০১৩ সালের ভালোবাসা দিবসে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেন প্যারালিম্পিকের সাবেক চ্যাম্পিয়ন পিস্টোরিয়াস। ওই খুনের দায়ে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার এক আদালতে ১৩ বছরের জেল হয়েছিল তাঁর। তবে শাস্তির মেয়াদ শেষ হওয়ার আগেই প্যারোলে মুক্তি পেতে যাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকার কারেকশনাল সার্ভিসেস (ডিএসসি) জানিয়েছে পিস্টোরিয়াসের মুক্তি পেতে যাওয়ার খবর। 

সবশেষ গত মার্চেই তাঁর প্যারোলে মুক্তি পাওয়ার আবেদন নাকচ করে দিয়েছিলেন আদালত। তবে এবার আর হতাশ হতে হয়নি দক্ষিণ আফ্রিকান প্যারা অলিম্পিয়ানকে। অবশ্য নতুন বছরে মুক্তি লাভের পর কর্তৃপক্ষ আর সব প্যারোলে মুক্তি পাওয়া অপরাধীর মতোই পর্যবেক্ষণ করবে পিস্টোরিয়াসকে। 

গতকাল প্রিটোয়ারিয়ায় প্যারোল বোর্ডের সামনে হাজির হন পিস্টোরিয়াস। আগে বেশ কয়েকবার হতাশ হলেও এদিন আর হতাশ হতে হয়নি তাঁকে। প্যারোলে তাঁর মুক্তির দিন ৫ জানুয়ারি বলে ঘোষণা দেয় প্যারোল বোর্ড। 

দুটো পায়ের একটিও না থাকার পরও কার্বন-ফাইবারের তৈরি কৃত্রিম পা নিয়েই সুস্থ সবল প্রতিযোগীদের সঙ্গে লন্ডন অলিম্পিকে ২০০ মিটার এবং ৪ × ১০০ মিটারে অংশ নিয়েছিলেন তিনি। ওই গেমসের পর ব্যাপক প্রশংসিত হন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট। মনের জোর থাকলে সবকিছুই করা সম্ভব—এমনটা বোঝাতে যে কেউই উপমা হিসেবে টানতেন তাঁর প্রসঙ্গে। সেই নন্দিত পিস্টোরিয়াসই বান্ধবীকে খুন করে হয়ে যান নিন্দিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত