ছেলেদের মাউন্টেইন বাইক ক্রস কান্ট্রি সাইক্লিংয়ে ব্রিটিশদের হয়ে তৃতীয় সোনা জিতেছেন টিম পিডকক। সুইজারল্যান্ডের ফ্লুকিগারকে হারিয়ে টোকিও অলিম্পিকে সোনা জেতার গৌরব অর্জন করেছেন ব্রিটিশ সাইক্লিস্ট পিডকক। সোনা জিতে দারুণ খুশি পিডকক। নিজের ওপর বিশ্বাস থাকার কারণে এই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
দুই মাস আগে অনুশীলনে চোটে পড়েছিলেন তিনি। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে সোনা জিতলেন পিডকক। সার্জারির ষষ্ঠ দিনে সাইকেলে উঠে ঘোষণা দিয়েছিলেন এবারের টোকিও অলিম্পিকে সোনা জিতবেন তিনি। সোনা জিতেই নিজের কথা রাখলেন পিডকক। রেস অবশ্য শুরু করেছিলেন একেবারে পেছনের দিক থেকে। পরে সার্কিটে নামার আগেই ২৬ ধাপ এগিয়ে যান। এরপর পুরো পথে আর কোনো ভুলই করেননি টিম পিডকক। শেষ ১.৫ কিলোমিটারের সময়ই দুইয়ে থাকা ম্যাথিয়াস ফ্লুকিগারের সঙ্গে তাঁর সময়ের ব্যবধান ছিল ২১ সেকেন্ড।
এই ইভেন্টে রুপা জিতেছেন সুইজারল্যান্ডের ফ্লুকিগার। ব্রোঞ্জ স্পেনের দাভিদ ভালেরোর। সোনা জয়ের পর উচ্ছ্বাস লুকাতে পারেননি পিডকক। বলেছেন, ‘নিজের ওপর নিয়ন্ত্রণ থাকলে আমি সব সময় ভালো করি। আমি নিজের মতো করে শুরু করেছি, যেটাতে আমি অভ্যস্ত। দেশের জন্য কিছু জিততে পারার চেয়ে আনন্দের আর কিছু নেই। এটা দারুণ অভিজ্ঞতা।’
ছেলেদের মাউন্টেইন বাইক ক্রস কান্ট্রি সাইক্লিংয়ে ব্রিটিশদের হয়ে তৃতীয় সোনা জিতেছেন টিম পিডকক। সুইজারল্যান্ডের ফ্লুকিগারকে হারিয়ে টোকিও অলিম্পিকে সোনা জেতার গৌরব অর্জন করেছেন ব্রিটিশ সাইক্লিস্ট পিডকক। সোনা জিতে দারুণ খুশি পিডকক। নিজের ওপর বিশ্বাস থাকার কারণে এই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
দুই মাস আগে অনুশীলনে চোটে পড়েছিলেন তিনি। সেখান থেকেই ঘুরে দাঁড়িয়ে সোনা জিতলেন পিডকক। সার্জারির ষষ্ঠ দিনে সাইকেলে উঠে ঘোষণা দিয়েছিলেন এবারের টোকিও অলিম্পিকে সোনা জিতবেন তিনি। সোনা জিতেই নিজের কথা রাখলেন পিডকক। রেস অবশ্য শুরু করেছিলেন একেবারে পেছনের দিক থেকে। পরে সার্কিটে নামার আগেই ২৬ ধাপ এগিয়ে যান। এরপর পুরো পথে আর কোনো ভুলই করেননি টিম পিডকক। শেষ ১.৫ কিলোমিটারের সময়ই দুইয়ে থাকা ম্যাথিয়াস ফ্লুকিগারের সঙ্গে তাঁর সময়ের ব্যবধান ছিল ২১ সেকেন্ড।
এই ইভেন্টে রুপা জিতেছেন সুইজারল্যান্ডের ফ্লুকিগার। ব্রোঞ্জ স্পেনের দাভিদ ভালেরোর। সোনা জয়ের পর উচ্ছ্বাস লুকাতে পারেননি পিডকক। বলেছেন, ‘নিজের ওপর নিয়ন্ত্রণ থাকলে আমি সব সময় ভালো করি। আমি নিজের মতো করে শুরু করেছি, যেটাতে আমি অভ্যস্ত। দেশের জন্য কিছু জিততে পারার চেয়ে আনন্দের আর কিছু নেই। এটা দারুণ অভিজ্ঞতা।’
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৩ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে১৩৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে শরীফুল-সাকিবদের অগ্নিঝরা বোলিংয়ে রীতিমতো পুড়ছে পাকিস্তানের ব্যাটিং অর্ডার। ৫ ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম দুজনই ২টি করে উইকেট নিয়েছেন।
৫ ঘণ্টা আগে