Ajker Patrika

৬ কোটি টাকার বাজেটে শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচি নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছে সাঁতার ফেডারেশন। ছবি: সংগৃহীত
‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ কর্মসূচি নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছে সাঁতার ফেডারেশন। ছবি: সংগৃহীত

৭ বছর পর আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজ। ১০ মে থেকে এই খোঁজে নামবে সাঁতার ফেডারেশন। মূলত দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে আসা সাঁতারুদের নিয়ে ১৫টি ভেন্যুতে চলবে এই বাছাই কার্যক্রম। সেজন্য বাজেট ধরা হয়েছে ৬ কোটি টাকা।

বাছাই প্রক্রিয়া চলবে তিন ধাপে। যেখানে সারা দেশ থেকে প্রাথমিকভাবে বাছাই করা হবে ৬০০ সাঁতারু। এরপর ঢাকায় হবে দ্বিতীয় পর্যায়ের বাছাই। সেখানে ৬০০ থেকে সাঁতারু কমিয়ে আনা হবে ১০০ জনে। সর্বশেষ তৃতীয় ধাপে চূড়ান্ত বাছাই করা হবে ৫০ জন সাঁতারুকে। চূড়ান্ত পর্যায়ের এই বাছাইকৃত সাঁতারুদের দুই বছরের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে।

বয়সভিত্তিক ‘ক’ গ্রুপে ৯-১১ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে। ১২-১৫ বছর বয়সী সাঁতারুরা অংশ নেবে ‘খ’ গ্রুপে। এসএ গেমসে সোনাজয়ী সাঁতারু শাহজাহান আলী রনি, মাহফুজা খাতুন শিলা, জুয়েল আহমেদসহ ফেডারেশনের কোচেরা এই বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন।

বিওএর অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘আশা করি, এই প্রতিভা খোঁজার মাধ্যমে আমাদের সাঁতারে যে সংকট চলছে সেই সময়টুকু থেকে আমরা বের হয়ে আসতে পারব। আমি প্রত্যেক পরিবারের সদস্যদের বলব আপনার সন্তানকে সাঁতারে দিন এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত