দলগত ফাইনালের পর এবার বৃহস্পতিবারের ব্যক্তিগত অল–এরাউন্ড ইভেন্ট থেকেও নাম প্রত্যাহার করে নিলেন সিমোন বাইলস। জিমন্যাস্টের ইতিহাসে অন্যতম সফল এই তারকা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে গতকাল টোকিও অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাসটিক্সের দলগত ফাইনাল থেকেও নাম প্রত্যাহার নিয়েছিলেন।
আগামী সপ্তাহের অন্য ব্যক্তিগত ইভেন্টগুলোতে বাইলস খেলবেন কি না তাও অনিশ্চিত। শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বর্তমান সময়ে জিমন্যাস্টিক্সের শেষ কথা সিমোনে বাইলস। কিছু অ্যাথলেট আছেন, যাঁরা প্রতিযোগিতায় নামার আগেই মনে হয় তিনিই চ্যাম্পিয়ন হবেন। অলিম্পিকে চারবার সোনা জেতা আমেরিকান জিমন্যাসটিক্স সিমোনে বাইলস নিঃসন্দেহে সেই তালিকার ওপরের দিকের একটি নাম।
ফাইনালে তার নাম প্রত্যাহারের বিষয়টি টোকিও অলিম্পিকের গতকালের অন্যতম আলোচিত ঘটনা ছিল। এ বিষয়ে প্রাথমিকভাবে বাইলস নিজেও কাল কোনো বিবৃতি দেননি। ধারণা করা হচ্ছিল চোট পেয়েই নাম প্রত্যাহার করেছেন এই অ্যাথলেট। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, মানসিক স্বাস্থ্যজনিত কারণেই নাম প্রত্যাহার করেছেন তিনি। অবশেষে বাইলস নিজেই সেটিরই ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ‘মানসিক স্বাস্থ্যের প্রতি আমাকে আরও বেশি মনোযোগী হতে হবে।’
কাল দলীয় ইভেন্টের ফাইনালে পায়ে অবশ্য চোট পেয়েছিলেন বাইলস। তবে বাইলসের বিবৃতি অনুযায়ী, চোটের চেয়ে মানসিক স্বাস্থ্যজনিত কারণই তাঁর নাম প্রত্যাহারের অন্যতম কারণ। ফাইনাল ভোল্টে ২.৫ বার ঘোরার কথা ছিল বাইলসের। কিন্তু ১.৫ বার ঘুরেই থামতে হয়েছে তাঁকে। যেখানে পা রাখার কথা ছিল বাইলসের, পা পড়েছে সেটি থেকেও দূরে। পরে দলের এক প্রশিক্ষকের সঙ্গে জিমন্যাসটিক্স সেন্টার ছেড়ে বেরিয়ে যান বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট।
কিছুক্ষণ পর ফিরে এসে আনভেইন বারে অংশ নেওয়ার কথা থাকলেও পরে সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করে অশ্রুসিক্ত চোখে ফ্লোর থেকে বিদায় নেন ২৪ বছর বয়সী এই অ্যাথলেট। বাইলসকে হারিয়ে এই ইভেন্টে রাশিয়ার (আরওসি) পেছনে থেকে রূপা পায় যুক্তরাষ্ট্র। কাল নাম প্রত্যাহারের পর বাইলসের কোচ সেসিল ল্যান্ডি অবশ্য বলেছিলেন, চোট নয় মানসিক দুর্বলতায় সরে দাঁড়িয়েছেন ইতিহাসের সেরা এই জিমন্যাস্ট। এবার বাইলস নিজেও সরে দাঁড়ানোর পেছনে মানসিক দুর্বলতাকেই ইঙ্গিত করেছেন।
দলগত ফাইনালের পর এবার বৃহস্পতিবারের ব্যক্তিগত অল–এরাউন্ড ইভেন্ট থেকেও নাম প্রত্যাহার করে নিলেন সিমোন বাইলস। জিমন্যাস্টের ইতিহাসে অন্যতম সফল এই তারকা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে গতকাল টোকিও অলিম্পিকের আর্টিস্টিক জিমন্যাসটিক্সের দলগত ফাইনাল থেকেও নাম প্রত্যাহার নিয়েছিলেন।
আগামী সপ্তাহের অন্য ব্যক্তিগত ইভেন্টগুলোতে বাইলস খেলবেন কি না তাও অনিশ্চিত। শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বর্তমান সময়ে জিমন্যাস্টিক্সের শেষ কথা সিমোনে বাইলস। কিছু অ্যাথলেট আছেন, যাঁরা প্রতিযোগিতায় নামার আগেই মনে হয় তিনিই চ্যাম্পিয়ন হবেন। অলিম্পিকে চারবার সোনা জেতা আমেরিকান জিমন্যাসটিক্স সিমোনে বাইলস নিঃসন্দেহে সেই তালিকার ওপরের দিকের একটি নাম।
ফাইনালে তার নাম প্রত্যাহারের বিষয়টি টোকিও অলিম্পিকের গতকালের অন্যতম আলোচিত ঘটনা ছিল। এ বিষয়ে প্রাথমিকভাবে বাইলস নিজেও কাল কোনো বিবৃতি দেননি। ধারণা করা হচ্ছিল চোট পেয়েই নাম প্রত্যাহার করেছেন এই অ্যাথলেট। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, মানসিক স্বাস্থ্যজনিত কারণেই নাম প্রত্যাহার করেছেন তিনি। অবশেষে বাইলস নিজেই সেটিরই ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ‘মানসিক স্বাস্থ্যের প্রতি আমাকে আরও বেশি মনোযোগী হতে হবে।’
কাল দলীয় ইভেন্টের ফাইনালে পায়ে অবশ্য চোট পেয়েছিলেন বাইলস। তবে বাইলসের বিবৃতি অনুযায়ী, চোটের চেয়ে মানসিক স্বাস্থ্যজনিত কারণই তাঁর নাম প্রত্যাহারের অন্যতম কারণ। ফাইনাল ভোল্টে ২.৫ বার ঘোরার কথা ছিল বাইলসের। কিন্তু ১.৫ বার ঘুরেই থামতে হয়েছে তাঁকে। যেখানে পা রাখার কথা ছিল বাইলসের, পা পড়েছে সেটি থেকেও দূরে। পরে দলের এক প্রশিক্ষকের সঙ্গে জিমন্যাসটিক্স সেন্টার ছেড়ে বেরিয়ে যান বিশ্বের সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট।
কিছুক্ষণ পর ফিরে এসে আনভেইন বারে অংশ নেওয়ার কথা থাকলেও পরে সতীর্থদের সঙ্গে আলিঙ্গন করে অশ্রুসিক্ত চোখে ফ্লোর থেকে বিদায় নেন ২৪ বছর বয়সী এই অ্যাথলেট। বাইলসকে হারিয়ে এই ইভেন্টে রাশিয়ার (আরওসি) পেছনে থেকে রূপা পায় যুক্তরাষ্ট্র। কাল নাম প্রত্যাহারের পর বাইলসের কোচ সেসিল ল্যান্ডি অবশ্য বলেছিলেন, চোট নয় মানসিক দুর্বলতায় সরে দাঁড়িয়েছেন ইতিহাসের সেরা এই জিমন্যাস্ট। এবার বাইলস নিজেও সরে দাঁড়ানোর পেছনে মানসিক দুর্বলতাকেই ইঙ্গিত করেছেন।
মিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সফরকারী বোলারদের তোপেরমুখে রীতিমতো কাঁপছে স্বাগতিকেরা। পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। স্কোরে জমা করেছে ২৯ রান।
৩২ মিনিট আগেউত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পর খেলার শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাংবাদিক ও গ্যালারির দর্শকেরা
১ ঘণ্টা আগেসিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ দল। আজ মিরপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। লিটনরা যদি জিততে পারেন আজ, তাহলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার
২ ঘণ্টা আগেসূচি অনুযায়ী বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মিরপুরে হয়েছে বৃষ্টি। তবে মিরপুর শেরেবাংলায় যথাসময়ে ম্যাচ আয়োজন করা যাবে।
৪ ঘণ্টা আগে