Ajker Patrika

এসএ গেমসে স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানার অকালমৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৭: ০১
সাবেক তারকা শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। ছবি: সংগৃহীত
সাবেক তারকা শুটার সৈয়দা সাদিয়া সুলতানা। ছবি: সংগৃহীত

চলে গেলেন বাংলাদেশের শুটিংয়ের সাবেক তারকা সৈয়দা সাদিয়া সুলতানা। আজ দুপুর ১টায় মাত্র ৩১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন (বিএসএসএফ)। নিজেদের ফেসবুক পেজে তারা লিখেছে, ‘বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কমনওয়েলথ শুটিং ও ২০১০ এসএ গেমসের স্বর্ণপদক প্রাপ্ত শুটার সৈয়দা সাদিয়া সুলতানা দুপুর ১টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

সৈয়দা সাদিয়া সুলতানার অকালপ্রয়াণে শোক জানিয়ে বিএসএসএফ আরও লিখেছে, ‘তাঁর মৃত্যুতে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন ও শ্যুটিং পরিবার গভীরভাবে শোকাহত।’

সাদিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আরেক শুটার শারমিন আক্তার রত্না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুক্ষণ আগে সাদিয়ার মৃত্যুর খবর শুনলাম। ওর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে খবরটি জানিয়েছে। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল।’

২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সৈয়দা সাদিয়া সুলতানা। পদক জেতেন কমনওয়েলথ শুটিংয়েও। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত