নতুন কোচ রালফ রাংনিকের অধীনে খেলার জন্য এখন মানসিকভাবে প্রস্তুত হতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দিয়েই নিজের নতুন যাত্রা শুরু করার কথা থাকলেও ভিসা জটিলতায় ডাগআউটে দাঁড়াতে দেরি হতে পারে এই জার্মান কোচের। তবে রাংনিক ম্যানচেস্টারে আসার আগেই নানা খবরে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে রোনালদো ভক্তদের।
সম্প্রতি বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন রাংনিক। এমনকি রাংনিকের অধীনে রোনালদো নিজের শখের গাড়িতে চড়েও হয়তো আর অনুশীলনে আসতে পারবেন না।
অতীতে বড় ক্লাবের দায়িত্ব পালন না করলেও ইউরোপজুড়ে বেশ সমাদৃত রাংনিক। বর্তমানে ইউরোপের সফল কোচ ইয়ুর্গেন ক্লপ-থমাস টুখেলদের গুরুও তিনি। লিভারপুল কোচ ক্লপের ‘গেগেনপ্রেসিং’ কৌশলের মূল আবিষ্কারক রাংনিক। তবে দল পরিচালনায় নিজস্ব কিছু নিয়মও প্রয়োগ করেন তিনি। যার একটি হচ্ছে অনুশীলন ও দলীয় কাজের সময় খেলোয়াড়েরা ব্যক্তিগত গাড়িতে চড়তে পারবেন না। এ সময় তাঁদের ব্যবহার করতে হবে ক্লাবের গাড়ি।
আরবি লাইপজিগের কোচ থাকাকালে মূলত এই নিয়ম চালু করেন রাংনিক। ধারণা করা হচ্ছে, ম্যানইউতেও এই নিয়ম চালু করতে পারেন তিনি। যদি সেটি করেন, তাহলে গাড়িপ্রেমী রোনালদোর হয়তো মন খারাপ হতে পারে।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির মূল্য ১৭ মিলিয়ন পাউন্ড (১৯৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি)। এখন ক্লাবের কাজে সেই গাড়িগুলো ব্যবহারের সুযোগ না পেলে বেশির ভাগ সময় সেগুলোকে হয়তো গ্যারেজেই ফেলে রাখতে হবে। তবে রোনালদো বলেই হয়তো রাংনিক নিয়মে পরিবর্তন আনবেন। রোনালদোদের নতুন ‘কড়া শিক্ষক’ কী করেন, এখন সেটিই দেখার অপেক্ষা।
নতুন কোচ রালফ রাংনিকের অধীনে খেলার জন্য এখন মানসিকভাবে প্রস্তুত হতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দিয়েই নিজের নতুন যাত্রা শুরু করার কথা থাকলেও ভিসা জটিলতায় ডাগআউটে দাঁড়াতে দেরি হতে পারে এই জার্মান কোচের। তবে রাংনিক ম্যানচেস্টারে আসার আগেই নানা খবরে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে রোনালদো ভক্তদের।
সম্প্রতি বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন রাংনিক। এমনকি রাংনিকের অধীনে রোনালদো নিজের শখের গাড়িতে চড়েও হয়তো আর অনুশীলনে আসতে পারবেন না।
অতীতে বড় ক্লাবের দায়িত্ব পালন না করলেও ইউরোপজুড়ে বেশ সমাদৃত রাংনিক। বর্তমানে ইউরোপের সফল কোচ ইয়ুর্গেন ক্লপ-থমাস টুখেলদের গুরুও তিনি। লিভারপুল কোচ ক্লপের ‘গেগেনপ্রেসিং’ কৌশলের মূল আবিষ্কারক রাংনিক। তবে দল পরিচালনায় নিজস্ব কিছু নিয়মও প্রয়োগ করেন তিনি। যার একটি হচ্ছে অনুশীলন ও দলীয় কাজের সময় খেলোয়াড়েরা ব্যক্তিগত গাড়িতে চড়তে পারবেন না। এ সময় তাঁদের ব্যবহার করতে হবে ক্লাবের গাড়ি।
আরবি লাইপজিগের কোচ থাকাকালে মূলত এই নিয়ম চালু করেন রাংনিক। ধারণা করা হচ্ছে, ম্যানইউতেও এই নিয়ম চালু করতে পারেন তিনি। যদি সেটি করেন, তাহলে গাড়িপ্রেমী রোনালদোর হয়তো মন খারাপ হতে পারে।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির মূল্য ১৭ মিলিয়ন পাউন্ড (১৯৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি)। এখন ক্লাবের কাজে সেই গাড়িগুলো ব্যবহারের সুযোগ না পেলে বেশির ভাগ সময় সেগুলোকে হয়তো গ্যারেজেই ফেলে রাখতে হবে। তবে রোনালদো বলেই হয়তো রাংনিক নিয়মে পরিবর্তন আনবেন। রোনালদোদের নতুন ‘কড়া শিক্ষক’ কী করেন, এখন সেটিই দেখার অপেক্ষা।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
২ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
২ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
২ ঘণ্টা আগে