Ajker Patrika

১৭ মিলিয়নের গাড়িতে চড়া হবে না রোনালদোর!

১৭ মিলিয়নের গাড়িতে চড়া হবে না রোনালদোর!

নতুন কোচ রালফ রাংনিকের অধীনে খেলার জন্য এখন মানসিকভাবে প্রস্তুত হতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দিয়েই নিজের নতুন যাত্রা শুরু করার কথা থাকলেও ভিসা জটিলতায় ডাগআউটে দাঁড়াতে দেরি হতে পারে এই জার্মান কোচের। তবে রাংনিক ম্যানচেস্টারে আসার আগেই নানা খবরে কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে রোনালদো ভক্তদের। 

সম্প্রতি বিভিন্ন ইউরোপীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোনালদোকে বাদ দিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন রাংনিক। এমনকি রাংনিকের অধীনে রোনালদো নিজের শখের গাড়িতে চড়েও হয়তো আর অনুশীলনে আসতে পারবেন না। 

অতীতে বড় ক্লাবের দায়িত্ব পালন না করলেও ইউরোপজুড়ে বেশ সমাদৃত রাংনিক। বর্তমানে ইউরোপের সফল কোচ ইয়ুর্গেন ক্লপ-থমাস টুখেলদের গুরুও তিনি। লিভারপুল কোচ ক্লপের ‘গেগেনপ্রেসিং’ কৌশলের মূল আবিষ্কারক রাংনিক। তবে দল পরিচালনায় নিজস্ব কিছু নিয়মও প্রয়োগ করেন তিনি। যার একটি হচ্ছে অনুশীলন ও দলীয় কাজের সময় খেলোয়াড়েরা ব্যক্তিগত গাড়িতে চড়তে পারবেন না। এ সময় তাঁদের ব্যবহার করতে হবে ক্লাবের গাড়ি। 

আরবি লাইপজিগের কোচ থাকাকালে মূলত এই নিয়ম চালু করেন রাংনিক। ধারণা করা হচ্ছে, ম্যানইউতেও এই নিয়ম চালু করতে পারেন তিনি। যদি সেটি করেন, তাহলে গাড়িপ্রেমী রোনালদোর হয়তো মন খারাপ হতে পারে। 

ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমানে রোনালদোর সংগ্রহে থাকা গাড়ির মূল্য ১৭ মিলিয়ন পাউন্ড (১৯৪ কোটি ৬০ লাখ টাকারও বেশি)। এখন ক্লাবের কাজে সেই গাড়িগুলো ব্যবহারের সুযোগ না পেলে বেশির ভাগ সময় সেগুলোকে হয়তো গ্যারেজেই ফেলে রাখতে হবে। তবে রোনালদো বলেই হয়তো রাংনিক নিয়মে পরিবর্তন আনবেন। রোনালদোদের নতুন ‘কড়া শিক্ষক’ কী করেন, এখন সেটিই দেখার অপেক্ষা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

নয়া ন্যাটো গঠনের ছক কষছে ইরান, সঙ্গে আছে চীন-রাশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত