গাড়িতে তেল নিতে গিয়েছিলেন। কিন্তু লুক ফ্লিউর্সের এমন মর্মান্তিক মৃত্যু হবে কে বা ভেবেছিল! ছিনতাইকারীদের গুলিতে জীবন গেল দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডারের। আজ খবরটি নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি।
ঘটনাটি ঘটেছে গত বুধবার, জোহানেসবার্গের শহরতলি ফ্লোরিডার এক গ্যাস স্টেশনে। ফ্লিউর্স দক্ষিণ আফ্রিকার হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাক পেশাদারি ক্যারিয়ারে খেলতেন দেশটির শীর্ষ লিগ পিএসএলের জনপ্রিয় ক্লাব কাইজার চিফসে।
নিজের ভক্সওয়াগন গাড়িটি নিয়ে জোহানেসবার্গের উত্তর-পশ্চিমের শহরতলিতে এক গ্যাস স্টেশনে তেল নিতে গেলে ছিনতাইকারীদের কবলে পড়েন ফ্লিউর্স। এ সময় এক অস্ত্রধারী এক লোক এসে তাঁকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। অস্ত্রধারী লোক দুটি এসেছিলেন একটি সাদা বিএমডব্লিউ গাড়িতে।
সন্দেহভাজন একজন এ সময় ফ্লিউর্সকে গুলি করে তাঁর গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাভেলা মাসোন্দো স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন এমনটাই। তিনি বলেছেন, ‘সন্দেহভাজনরা তাঁকে (ফ্লিউর্স) আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায় এবং তাঁর থেকে গাড়ি নিয়ে নেয়, তারপর তার শরীরের ওপরের অংশে গুলি করে।’
হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যুর মুখ থেকে ফেরানো যায়নি ফ্লিউর্সকে। পুলিশ জানিয়েছে, গাড়ি ছিনতাই ও হত্যাকাণ্ডের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনকে ধরতে অভিযান চললেও এখনো কেউ গ্রেপ্তার হননি। ফ্লিউর্সের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী জিজি কোদওয়া।
মর্মান্তিক এই ঘটনায় ফ্লিউর্সের ক্লাব কাইজার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কাইজার চিফসের খেলোয়াড় লুক ফ্লিয়ার্স গত রাতে জোহানেসবার্গে ছিনতাইয়ের ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।’
গাড়িতে তেল নিতে গিয়েছিলেন। কিন্তু লুক ফ্লিউর্সের এমন মর্মান্তিক মৃত্যু হবে কে বা ভেবেছিল! ছিনতাইকারীদের গুলিতে জীবন গেল দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডারের। আজ খবরটি নিশ্চিত করেছে এএফপি ও বিবিসি।
ঘটনাটি ঘটেছে গত বুধবার, জোহানেসবার্গের শহরতলি ফ্লোরিডার এক গ্যাস স্টেশনে। ফ্লিউর্স দক্ষিণ আফ্রিকার হয়ে বয়সভিত্তিক দলে খেলেছেন। ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাক পেশাদারি ক্যারিয়ারে খেলতেন দেশটির শীর্ষ লিগ পিএসএলের জনপ্রিয় ক্লাব কাইজার চিফসে।
নিজের ভক্সওয়াগন গাড়িটি নিয়ে জোহানেসবার্গের উত্তর-পশ্চিমের শহরতলিতে এক গ্যাস স্টেশনে তেল নিতে গেলে ছিনতাইকারীদের কবলে পড়েন ফ্লিউর্স। এ সময় এক অস্ত্রধারী এক লোক এসে তাঁকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। অস্ত্রধারী লোক দুটি এসেছিলেন একটি সাদা বিএমডব্লিউ গাড়িতে।
সন্দেহভাজন একজন এ সময় ফ্লিউর্সকে গুলি করে তাঁর গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গাউতেং প্রদেশের পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাভেলা মাসোন্দো স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন এমনটাই। তিনি বলেছেন, ‘সন্দেহভাজনরা তাঁকে (ফ্লিউর্স) আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখায় এবং তাঁর থেকে গাড়ি নিয়ে নেয়, তারপর তার শরীরের ওপরের অংশে গুলি করে।’
হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মৃত্যুর মুখ থেকে ফেরানো যায়নি ফ্লিউর্সকে। পুলিশ জানিয়েছে, গাড়ি ছিনতাই ও হত্যাকাণ্ডের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনকে ধরতে অভিযান চললেও এখনো কেউ গ্রেপ্তার হননি। ফ্লিউর্সের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী জিজি কোদওয়া।
মর্মান্তিক এই ঘটনায় ফ্লিউর্সের ক্লাব কাইজার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কাইজার চিফসের খেলোয়াড় লুক ফ্লিয়ার্স গত রাতে জোহানেসবার্গে ছিনতাইয়ের ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। এই কঠিন সময়ে আমাদের প্রার্থনা তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে রয়েছে।’
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৫ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে