Ajker Patrika

রোমাঞ্চকর জয়ে বছর শেষ চেলসির 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২১: ৪৯
Thumbnail image

রোমাঞ্চকর জয়ে বছর শেষ করল চেলসি। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেও স্বস্তিতে থাকতে পারেনি ব্লুজরা। লুটন টাউন ঘরের সমর্থকদের সামনে যেভাবে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল, শেষদিকে দুশ্চিন্তা পেয়ে বসে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের। 

শেষ মুহূর্তে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে বসেছিল চেলসি। তবে বাকি সময় রক্ষণ আগলে রেখে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। কোল পালমারের জোড়া গোলে পচেত্তিনোর দল জিতেছে ৩-২ গোলে। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা দুই জয় পাওয়া চেলসির পয়েন্ট ২০ ম্যাচে ২৮, তালিকায় আছে ১০ নম্বরে। লুটন ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে। 

নতুন বছরে চেলসি প্রথম ম্যাচ খেলবে নিজেদের মাঠ ৬ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে, প্রিস্টনের সঙ্গে। তবে সেটি লিগে নয়; এফএ কাপের তৃতীয় রাউন্ডে। আর লিগে খেলবে ফুলহামের বিপক্ষে, ১৩ জানুয়ারি। 

চেলসির কোল পালমারের গোল উদ্‌যাপনআজ কেনিলওর্থ রোডে চেলসি এগিয়ে যায় ১২ মিনিটে। লুটনের ইসা কাবোরে বল ক্লিয়ার করতে গিয়ে দিয়ে বসেন পালমারকে। বল পেয়ে চেলসি উইঙ্গার গোলরক্ষরক টমাস কামিনস্কিকে পরাস্ত করে এগিয়ে দেন দলকে। ৭০ মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী পালমার। তার আগে ইংলিশ উইঙ্গার ৩৭ মিনিটে ননি মাদুয়েকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল। 

বিরতির পরও নিজেদের দাপট দেখাচ্ছিল পচেত্তিনোর দল। তবে সব ভণ্ডুল হয়ে যেতে বসে শেষ মুহূর্তে। ৮০ মিনিটে আলফি ডটির কর্নার থেকে হেডে একটি গোল শোধ দেন রস বার্কলে। লুটন দ্বিতীয় গোলটি পায় এর ৭ মিনিট পর। এলিজা আদেবাউয়ের গোলে সমতায় ফেরার স্বপ্নও দেখতে থাকে তারা। হঠাৎ দুই গোল খেয়ে হতভম্ব হয়ে পড়েছিল চেলসি। তবে যোগ করা সময়ে আর কোনো গোল করতে পারেনি লুটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত