ক্রীড়া ডেস্ক
রোমাঞ্চকর জয়ে বছর শেষ করল চেলসি। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেও স্বস্তিতে থাকতে পারেনি ব্লুজরা। লুটন টাউন ঘরের সমর্থকদের সামনে যেভাবে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল, শেষদিকে দুশ্চিন্তা পেয়ে বসে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।
শেষ মুহূর্তে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে বসেছিল চেলসি। তবে বাকি সময় রক্ষণ আগলে রেখে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। কোল পালমারের জোড়া গোলে পচেত্তিনোর দল জিতেছে ৩-২ গোলে। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা দুই জয় পাওয়া চেলসির পয়েন্ট ২০ ম্যাচে ২৮, তালিকায় আছে ১০ নম্বরে। লুটন ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে।
নতুন বছরে চেলসি প্রথম ম্যাচ খেলবে নিজেদের মাঠ ৬ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে, প্রিস্টনের সঙ্গে। তবে সেটি লিগে নয়; এফএ কাপের তৃতীয় রাউন্ডে। আর লিগে খেলবে ফুলহামের বিপক্ষে, ১৩ জানুয়ারি।
আজ কেনিলওর্থ রোডে চেলসি এগিয়ে যায় ১২ মিনিটে। লুটনের ইসা কাবোরে বল ক্লিয়ার করতে গিয়ে দিয়ে বসেন পালমারকে। বল পেয়ে চেলসি উইঙ্গার গোলরক্ষরক টমাস কামিনস্কিকে পরাস্ত করে এগিয়ে দেন দলকে। ৭০ মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী পালমার। তার আগে ইংলিশ উইঙ্গার ৩৭ মিনিটে ননি মাদুয়েকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল।
বিরতির পরও নিজেদের দাপট দেখাচ্ছিল পচেত্তিনোর দল। তবে সব ভণ্ডুল হয়ে যেতে বসে শেষ মুহূর্তে। ৮০ মিনিটে আলফি ডটির কর্নার থেকে হেডে একটি গোল শোধ দেন রস বার্কলে। লুটন দ্বিতীয় গোলটি পায় এর ৭ মিনিট পর। এলিজা আদেবাউয়ের গোলে সমতায় ফেরার স্বপ্নও দেখতে থাকে তারা। হঠাৎ দুই গোল খেয়ে হতভম্ব হয়ে পড়েছিল চেলসি। তবে যোগ করা সময়ে আর কোনো গোল করতে পারেনি লুটন।
রোমাঞ্চকর জয়ে বছর শেষ করল চেলসি। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থেকেও স্বস্তিতে থাকতে পারেনি ব্লুজরা। লুটন টাউন ঘরের সমর্থকদের সামনে যেভাবে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিল, শেষদিকে দুশ্চিন্তা পেয়ে বসে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের।
শেষ মুহূর্তে ৭ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে বসেছিল চেলসি। তবে বাকি সময় রক্ষণ আগলে রেখে তিন পয়েন্ট আদায় করে নিয়েছে তারা। কোল পালমারের জোড়া গোলে পচেত্তিনোর দল জিতেছে ৩-২ গোলে। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা দুই জয় পাওয়া চেলসির পয়েন্ট ২০ ম্যাচে ২৮, তালিকায় আছে ১০ নম্বরে। লুটন ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে।
নতুন বছরে চেলসি প্রথম ম্যাচ খেলবে নিজেদের মাঠ ৬ জানুয়ারি স্টামফোর্ড ব্রিজে, প্রিস্টনের সঙ্গে। তবে সেটি লিগে নয়; এফএ কাপের তৃতীয় রাউন্ডে। আর লিগে খেলবে ফুলহামের বিপক্ষে, ১৩ জানুয়ারি।
আজ কেনিলওর্থ রোডে চেলসি এগিয়ে যায় ১২ মিনিটে। লুটনের ইসা কাবোরে বল ক্লিয়ার করতে গিয়ে দিয়ে বসেন পালমারকে। বল পেয়ে চেলসি উইঙ্গার গোলরক্ষরক টমাস কামিনস্কিকে পরাস্ত করে এগিয়ে দেন দলকে। ৭০ মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ২১ বছর বয়সী পালমার। তার আগে ইংলিশ উইঙ্গার ৩৭ মিনিটে ননি মাদুয়েকে দিয়ে করান দলের দ্বিতীয় গোল।
বিরতির পরও নিজেদের দাপট দেখাচ্ছিল পচেত্তিনোর দল। তবে সব ভণ্ডুল হয়ে যেতে বসে শেষ মুহূর্তে। ৮০ মিনিটে আলফি ডটির কর্নার থেকে হেডে একটি গোল শোধ দেন রস বার্কলে। লুটন দ্বিতীয় গোলটি পায় এর ৭ মিনিট পর। এলিজা আদেবাউয়ের গোলে সমতায় ফেরার স্বপ্নও দেখতে থাকে তারা। হঠাৎ দুই গোল খেয়ে হতভম্ব হয়ে পড়েছিল চেলসি। তবে যোগ করা সময়ে আর কোনো গোল করতে পারেনি লুটন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে