Ajker Patrika

রোনালদোকে ছাড়াই সুইডেনকে উড়িয়ে দিল পর্তুগাল 

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১৯: ১২
রোনালদোকে ছাড়াই সুইডেনকে উড়িয়ে দিল পর্তুগাল 

ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্রামে থাকবেন, সেটা আগেই জানা গিয়েছিল। তবু পর্তুগালের জিততে কোনো বেগ পেতে হয়নি। সুইডেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পর্তুগিজরা। ৫-২ গোলের জয়ে নতুন বছরের শুরুটা পর্তুগিজদের জন্য হয়েছে দুর্দান্ত।   

চলতি বছরে গত রাতেই প্রথম ম্যাচ খেলতে নামে পর্তুগাল। এস্তাদিও দম আফোনসো হেনরিকস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদোর পাশাপাশি হোয়াও কানসেলো, হোয়াও ফেলিক্সের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয়।সুইডেনের আগেই ম্যাচে গোলের দেখা পায় পর্তুগাল। ২৪ মিনিটে গোল করেন পর্তুগিজ স্ট্রাইকার।

শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্রথমার্ধেই ব্যবধান তিনগুণ করে নেয় পর্তুগাল। ৩৩ মিনিটে বার্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করেন ম্যাথিউস নুনিয়েজ। এরপর ৪৫ মিনিটে পর্তুগিজদের তৃতীয় গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ফার্নান্দেজকে গোল করতে সহায়তা করেছেন নেলসন সেমেদো।  প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে পর্তুগিজরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় নামায় পর্তুগাল। ৪৬ মিনিটে লিয়াওয়ের বদলে নামেন ব্রুমা। এই ব্রুমা ৫৭ মিনিটে পর্তুগালের চতুর্থ গোল করেন। ব্রুমাকে অ্যাসিস্টে করেন ফার্নান্দেজ।  ৫৮ মিনিটে ব্যবধান কমান সুইডেনের স্ট্রাইকার ভিক্টোর গিওকেরেস। খুব দ্রুতই ব্যবধান ৫-১ করে পর্তুগাল। ৬১ মিনিটে সেমেদোর অ্যাসিস্টে গোল করেন গনসালো রামোস।  এরপর ৯০ মিনিটে সুইডিশ স্ট্রাইকার গুস্তাভ নিলসনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। সু্ইডেনের বিপক্ষে পর্তুগাল ম্যাচ শেষ করেছে ৫-২ গোলের জয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত