ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্রামে থাকবেন, সেটা আগেই জানা গিয়েছিল। তবু পর্তুগালের জিততে কোনো বেগ পেতে হয়নি। সুইডেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পর্তুগিজরা। ৫-২ গোলের জয়ে নতুন বছরের শুরুটা পর্তুগিজদের জন্য হয়েছে দুর্দান্ত।
চলতি বছরে গত রাতেই প্রথম ম্যাচ খেলতে নামে পর্তুগাল। এস্তাদিও দম আফোনসো হেনরিকস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদোর পাশাপাশি হোয়াও কানসেলো, হোয়াও ফেলিক্সের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয়।সুইডেনের আগেই ম্যাচে গোলের দেখা পায় পর্তুগাল। ২৪ মিনিটে গোল করেন পর্তুগিজ স্ট্রাইকার।
শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্রথমার্ধেই ব্যবধান তিনগুণ করে নেয় পর্তুগাল। ৩৩ মিনিটে বার্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করেন ম্যাথিউস নুনিয়েজ। এরপর ৪৫ মিনিটে পর্তুগিজদের তৃতীয় গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ফার্নান্দেজকে গোল করতে সহায়তা করেছেন নেলসন সেমেদো। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে পর্তুগিজরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় নামায় পর্তুগাল। ৪৬ মিনিটে লিয়াওয়ের বদলে নামেন ব্রুমা। এই ব্রুমা ৫৭ মিনিটে পর্তুগালের চতুর্থ গোল করেন। ব্রুমাকে অ্যাসিস্টে করেন ফার্নান্দেজ। ৫৮ মিনিটে ব্যবধান কমান সুইডেনের স্ট্রাইকার ভিক্টোর গিওকেরেস। খুব দ্রুতই ব্যবধান ৫-১ করে পর্তুগাল। ৬১ মিনিটে সেমেদোর অ্যাসিস্টে গোল করেন গনসালো রামোস। এরপর ৯০ মিনিটে সুইডিশ স্ট্রাইকার গুস্তাভ নিলসনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। সু্ইডেনের বিপক্ষে পর্তুগাল ম্যাচ শেষ করেছে ৫-২ গোলের জয়ে।
ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্রামে থাকবেন, সেটা আগেই জানা গিয়েছিল। তবু পর্তুগালের জিততে কোনো বেগ পেতে হয়নি। সুইডেনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পর্তুগিজরা। ৫-২ গোলের জয়ে নতুন বছরের শুরুটা পর্তুগিজদের জন্য হয়েছে দুর্দান্ত।
চলতি বছরে গত রাতেই প্রথম ম্যাচ খেলতে নামে পর্তুগাল। এস্তাদিও দম আফোনসো হেনরিকস স্টেডিয়ামে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদোর পাশাপাশি হোয়াও কানসেলো, হোয়াও ফেলিক্সের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হয়।সুইডেনের আগেই ম্যাচে গোলের দেখা পায় পর্তুগাল। ২৪ মিনিটে গোল করেন পর্তুগিজ স্ট্রাইকার।
শুরুতেই গোল করে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্রথমার্ধেই ব্যবধান তিনগুণ করে নেয় পর্তুগাল। ৩৩ মিনিটে বার্নার্দো সিলভার অ্যাসিস্টে গোল করেন ম্যাথিউস নুনিয়েজ। এরপর ৪৫ মিনিটে পর্তুগিজদের তৃতীয় গোল করেন ব্রুনো ফার্নান্দেজ। ফার্নান্দেজকে গোল করতে সহায়তা করেছেন নেলসন সেমেদো। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে পর্তুগিজরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি খেলোয়াড় নামায় পর্তুগাল। ৪৬ মিনিটে লিয়াওয়ের বদলে নামেন ব্রুমা। এই ব্রুমা ৫৭ মিনিটে পর্তুগালের চতুর্থ গোল করেন। ব্রুমাকে অ্যাসিস্টে করেন ফার্নান্দেজ। ৫৮ মিনিটে ব্যবধান কমান সুইডেনের স্ট্রাইকার ভিক্টোর গিওকেরেস। খুব দ্রুতই ব্যবধান ৫-১ করে পর্তুগাল। ৬১ মিনিটে সেমেদোর অ্যাসিস্টে গোল করেন গনসালো রামোস। এরপর ৯০ মিনিটে সুইডিশ স্ট্রাইকার গুস্তাভ নিলসনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। সু্ইডেনের বিপক্ষে পর্তুগাল ম্যাচ শেষ করেছে ৫-২ গোলের জয়ে।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৪০ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
২ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে