আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী হিসেবে সুখ্যাতি আগে থেকেই রয়েছে এমিলিয়ানো মার্তিনেজের। পেনাল্টি শুটআউটের সময় তো মার্তিনেজ হয়ে যান ‘চীনের মহাপ্রাচীর।’ আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, টাইব্রেকারের সময় তাঁকে (মার্তিনেজ) বোকা বানিয়ে লক্ষ্যভেদ করতে প্রতিপক্ষ ফুটবলারদের রীতিমতো ঘাম ছুটে যায়।
২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ—আর্জেন্টিনার এ দুই শিরোপাজয়ে মার্তিনেজ অসামান্য অবদান রেখেছেন। মূল ম্যাচ, টাইব্রেকার—সব জায়গা ‘বাজপাখি’র মতো উড়ে নিশ্চিত গোল বাঁচিয়েছেন বারবার। শুধু তাই নয়, বিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে নানা রকম ‘মাইন্ড গেম’ খেলেন তিনি। তাতে রেফারির থেকে সতর্কবার্তা, হলুদ কার্ড পেয়েছেন বারবার। সেই ধারাবাহিকতা যে তিনি ধরে রেখেছেন ইউরোপা কনফারেনস লিগে অ্যাস্টন ভিলা-লিল ম্যাচে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গতকাল মার্তিনেজ পেয়েছেন দুটি হলুদ কার্ড। নিয়ম অনুযায়ী দুই হলুদে একটি লাল কার্ড দেখে তাঁর মাঠ ছাড়ার কথা। তবে কার্ড দুটি তিনি দেখেছেন দুই সময়ে। প্রথমটি দেখেছেন ৩৯ মিনিটে এবং পেনাল্টি শুটআউটের সময় দেখেন দ্বিতীয়টি। এখানেই বেঁচে গেছেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক। ফুটবলের আইন প্রণয়নকারী ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইফ্যাব) ১০.৩ ধারা অনুযায়ী, ‘ম্যাচের হলুদ কার্ড ও সতর্কবার্তা পেনাল্টিতে বিবেচিত হবে না। তবে কোনো খেলোয়াড় ম্যাচে যদি লাল কার্ড দেখেন, তাহলে তিনি খেলতে পারবেন না পেনাল্টি শুটআউটে।’
অ্যাস্টন ভিলা-লিল কনফারেন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচটি হয়েছে লিলের মাঠ পিয়েরে স্তেদি মাউরয় স্টেডিয়ামে। প্রথমার্ধে (৩৯ মিনিটে) হলুদ কার্ড দেখেন সময় নষ্টের কারণে। টাইব্রেকারে লিলের ডিফেন্সিভ মিডফিল্ডার নাবিল বেন্তালেবের শট ঠেকিয়েছেন। লিলের আক্রমণ ফেরানোর পর গ্যালারির দিকে তাকিয়ে চুপ করার ইঙ্গিত দেন মার্তিনেজ। তাঁর (মার্তিনেজ) সতীর্থ ওলি ওয়াটকিনস যখন গোলের প্রস্তুতি নেন, সে সময় আবারও ভক্ত-সমর্থকদের সঙ্গে বিদ্রুপ করেন মার্তিনেজ। রেফারি ইভান ক্রুজলিয়াক হলুদ কার্ড দেখান এবার তাঁকে (মার্তিনেজ)। অ্যাস্টন ভিলার গোলরক্ষক এরপর লিলের বেনজামিন আন্দ্রের শট ঠেকিয়ে দলকে জয় এনে দেন।
কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটি হয়েছে ১১ এপ্রিল অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে। ভিলা পার্কে সেই ম্যাচে লিলেকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। এক সপ্তাহ পর গত রাতে দ্বিতীয় লেগে মুখোমুখি হয় দল দুটি। এবার ২-১ গোলে জেতে লিলে। দুই লেগ মিলে ৩-৩ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে অ্যাস্টন ভিলা পৌঁছে যায় সেমিফাইনালে।
আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী হিসেবে সুখ্যাতি আগে থেকেই রয়েছে এমিলিয়ানো মার্তিনেজের। পেনাল্টি শুটআউটের সময় তো মার্তিনেজ হয়ে যান ‘চীনের মহাপ্রাচীর।’ আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, টাইব্রেকারের সময় তাঁকে (মার্তিনেজ) বোকা বানিয়ে লক্ষ্যভেদ করতে প্রতিপক্ষ ফুটবলারদের রীতিমতো ঘাম ছুটে যায়।
২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফুটবল বিশ্বকাপ—আর্জেন্টিনার এ দুই শিরোপাজয়ে মার্তিনেজ অসামান্য অবদান রেখেছেন। মূল ম্যাচ, টাইব্রেকার—সব জায়গা ‘বাজপাখি’র মতো উড়ে নিশ্চিত গোল বাঁচিয়েছেন বারবার। শুধু তাই নয়, বিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে নানা রকম ‘মাইন্ড গেম’ খেলেন তিনি। তাতে রেফারির থেকে সতর্কবার্তা, হলুদ কার্ড পেয়েছেন বারবার। সেই ধারাবাহিকতা যে তিনি ধরে রেখেছেন ইউরোপা কনফারেনস লিগে অ্যাস্টন ভিলা-লিল ম্যাচে। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গতকাল মার্তিনেজ পেয়েছেন দুটি হলুদ কার্ড। নিয়ম অনুযায়ী দুই হলুদে একটি লাল কার্ড দেখে তাঁর মাঠ ছাড়ার কথা। তবে কার্ড দুটি তিনি দেখেছেন দুই সময়ে। প্রথমটি দেখেছেন ৩৯ মিনিটে এবং পেনাল্টি শুটআউটের সময় দেখেন দ্বিতীয়টি। এখানেই বেঁচে গেছেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক। ফুটবলের আইন প্রণয়নকারী ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইফ্যাব) ১০.৩ ধারা অনুযায়ী, ‘ম্যাচের হলুদ কার্ড ও সতর্কবার্তা পেনাল্টিতে বিবেচিত হবে না। তবে কোনো খেলোয়াড় ম্যাচে যদি লাল কার্ড দেখেন, তাহলে তিনি খেলতে পারবেন না পেনাল্টি শুটআউটে।’
অ্যাস্টন ভিলা-লিল কনফারেন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচটি হয়েছে লিলের মাঠ পিয়েরে স্তেদি মাউরয় স্টেডিয়ামে। প্রথমার্ধে (৩৯ মিনিটে) হলুদ কার্ড দেখেন সময় নষ্টের কারণে। টাইব্রেকারে লিলের ডিফেন্সিভ মিডফিল্ডার নাবিল বেন্তালেবের শট ঠেকিয়েছেন। লিলের আক্রমণ ফেরানোর পর গ্যালারির দিকে তাকিয়ে চুপ করার ইঙ্গিত দেন মার্তিনেজ। তাঁর (মার্তিনেজ) সতীর্থ ওলি ওয়াটকিনস যখন গোলের প্রস্তুতি নেন, সে সময় আবারও ভক্ত-সমর্থকদের সঙ্গে বিদ্রুপ করেন মার্তিনেজ। রেফারি ইভান ক্রুজলিয়াক হলুদ কার্ড দেখান এবার তাঁকে (মার্তিনেজ)। অ্যাস্টন ভিলার গোলরক্ষক এরপর লিলের বেনজামিন আন্দ্রের শট ঠেকিয়ে দলকে জয় এনে দেন।
কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটি হয়েছে ১১ এপ্রিল অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে। ভিলা পার্কে সেই ম্যাচে লিলেকে ২-১ গোলে হারায় অ্যাস্টন ভিলা। এক সপ্তাহ পর গত রাতে দ্বিতীয় লেগে মুখোমুখি হয় দল দুটি। এবার ২-১ গোলে জেতে লিলে। দুই লেগ মিলে ৩-৩ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে অ্যাস্টন ভিলা পৌঁছে যায় সেমিফাইনালে।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৬ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৭ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১০ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৩ ঘণ্টা আগে