Ajker Patrika

৪২ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগের রেফারির মৃত্যু

৪২ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগের রেফারির মৃত্যু

এই পৃথিবীর সবচেয়ে রূঢ় সত্য-মৃত্যুর কোনো দিনক্ষণ নেই। কখন কে দুনিয়া ছাড়বেন, তা শুধু পরম সৃষ্টিকর্তাই জানেন। বয়স কোনো বিবেচ্য বিষয়েই নয়। যেমনটা ফ্রান্সের এলিট রেফারি ইয়োহান হামেলের সঙ্গে ঘটল। আজ মাত্র ৪২ বছর বয়সে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি।

গতকাল সন্ধ্যায় অনুশীলনের সময় স্ট্রোক করেছিলেন হামেল। কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে গেছেন তিনি। তাঁর মৃত্যুতে সমবেদনা জানিয়েছে এলিট ফুটবল এবং রেফারির সংগঠন (সেইফ)। বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের সহকর্মী এবং বন্ধু লিগ ওয়ানের রেফারি ইয়োহান হামেল ৪২ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের প্রতি সেইফ জানাচ্ছে গভীর সমবেদনা। ইয়োহান আপনাকে আমরা মিস করব।’

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইসহ (পিএসজি) বিভিন্ন ক্লাব হামেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে ক্লাবটি লিখেছে, ‘ইয়োহান হামেলের পরিবার এবং আত্মীয়দের পাশে আমরা আছি। একই সঙ্গে ফ্রান্সের সকল রেফারির পাশেও আছি।’

২০১১ থেকে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছিলেন হামেল। ২০১৬ তে ফ্রান্সের এলিট রেফারির সদস্য হয়েছিলেন তিনি। লিগ ওয়ানের ১৩৫ ম্যাচ এবং লিগ টুয়ের ৮৫ ম্যাচ পরিচালনা করেছিলেন এই ফরাসি রেফারি। এ ছাড়া চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি। সব মিলিয়ে ৩০০ এর ওপরে ম্যাচ পরিচালনা করেছেন এই ফরাসি রেফারি।

২ নভেম্বর, সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের রিয়াল মাদ্রিদ-সেল্টিক ম্যাচ পরিচালনা করেছিলেন হামেল। এর আগে পিয়েরে মৌরি স্টেডিয়ামে ৬ নভেম্বর লিগ ওয়ানের লিল-রেনে ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন। সর্বশেষ ১৩ নভেম্বর পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের পিএসজি-রেনে ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত