আর্লিং হালান্ড একজন জন্তু—মন্তব্যটি অ্যালান শিয়েরার। নরওয়েজিয়ান স্ট্রাইকারের গোলক্ষুধাকে এভাবেই জন্তুর সঙ্গে তুলনা করেছেন ২৬০ গোলে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা।
তবে হালান্ডকে এই বিশেষণেও যেন জুতসই মনে হচ্ছে না। কেননা, জানোয়ারেরও একটা সময় পেট ভরে যায়, তখন সে খাবার থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু হালান্ডের তো ক্ষুধাই মিটছে না।
তিন দিন আগে চ্যাম্পিয়ন লিগের ম্যাচে লাইপজিগের বিপক্ষে ৭-০ গোলর জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। সেদিন হ্যাটট্রিক তো করেছেনই, একাই প্রতিপক্ষকে গুনে গুনে ৫ গোল দিয়েছেন হালান্ড। এরপর গতকাল এফএ কাপের ম্যাচ খেলতে মেনে করলেন আবারও হ্যাটট্রিক। অর্থাৎ, পাঁচ দিনের মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন তিনি।
এতে করে এবারের মৌসুমে সব মিলিয়ে ষষ্ঠ হ্যাটট্রিক করলেন হালান্ড। প্রিমিয়ার লিগের আর কোনো ফুটবলার এখন পর্যন্ত একের অধিক হ্যাটট্রিক করতে পারেননি। এমনকি লিগের বাকি ফুটবলারদের হ্যাটট্রিক মোট করলেও সিটির স্ট্রাইকারের সমান নয়।
হালান্ড বাদে এখন পর্যন্ত লিগে পাঁচজন ফুটবলার হ্যাটট্রিক করেছেন। তাঁরা হচ্ছেন—মোহাম্মদ সালাহ, ইভান টোনি, সন হিউয়েন মিন, ফিল ফোডেন ও লিয়েন্দ্রো ট্রোসার্ড। এদের সবারই একটি করে
হ্যাটট্রিকের রাতে একটি বিশেষ মাইলফলকও অর্জন করেছেন হালান্ড। এক মৌসুমে সব মিলিয়ে ৪০ গোলের বেশি গোল করা ষষ্ঠ প্রিমিয়ার লিগ ফুটবলার তিনি। কালকের ৩টি নিয়ে তাঁর গোলের সংখ্যা এখন ৪১।
যেভাবে গোল করছেন, নিশ্চিতভাবেই বলা যায় এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেবেন হালান্ড। এই কীর্তি গড়তে অবশ্য খুব বেশি গোলেরও প্রয়োজন নেই। আর ৪ গোল করলেই চলবে। বর্তমানে ৪৪ গোলে যৌথভাবে শীর্ষে আছেন ফন নিস্টেলরয় ও সালাহ।
হালান্ডের হ্যাটট্রিকের সঙ্গে বিশাল জয়ও পেয়েছে ম্যানসিটি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বার্নলিকে ৬-০ গোলে হারিয়েছে তাঁর দল। দলের বাকি তিন গোলের দুটি করেছেন হুলিয়ান আলভারেজ এবং অন্যটি কোল পালমার।
আর্লিং হালান্ড একজন জন্তু—মন্তব্যটি অ্যালান শিয়েরার। নরওয়েজিয়ান স্ট্রাইকারের গোলক্ষুধাকে এভাবেই জন্তুর সঙ্গে তুলনা করেছেন ২৬০ গোলে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা।
তবে হালান্ডকে এই বিশেষণেও যেন জুতসই মনে হচ্ছে না। কেননা, জানোয়ারেরও একটা সময় পেট ভরে যায়, তখন সে খাবার থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু হালান্ডের তো ক্ষুধাই মিটছে না।
তিন দিন আগে চ্যাম্পিয়ন লিগের ম্যাচে লাইপজিগের বিপক্ষে ৭-০ গোলর জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। সেদিন হ্যাটট্রিক তো করেছেনই, একাই প্রতিপক্ষকে গুনে গুনে ৫ গোল দিয়েছেন হালান্ড। এরপর গতকাল এফএ কাপের ম্যাচ খেলতে মেনে করলেন আবারও হ্যাটট্রিক। অর্থাৎ, পাঁচ দিনের মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন তিনি।
এতে করে এবারের মৌসুমে সব মিলিয়ে ষষ্ঠ হ্যাটট্রিক করলেন হালান্ড। প্রিমিয়ার লিগের আর কোনো ফুটবলার এখন পর্যন্ত একের অধিক হ্যাটট্রিক করতে পারেননি। এমনকি লিগের বাকি ফুটবলারদের হ্যাটট্রিক মোট করলেও সিটির স্ট্রাইকারের সমান নয়।
হালান্ড বাদে এখন পর্যন্ত লিগে পাঁচজন ফুটবলার হ্যাটট্রিক করেছেন। তাঁরা হচ্ছেন—মোহাম্মদ সালাহ, ইভান টোনি, সন হিউয়েন মিন, ফিল ফোডেন ও লিয়েন্দ্রো ট্রোসার্ড। এদের সবারই একটি করে
হ্যাটট্রিকের রাতে একটি বিশেষ মাইলফলকও অর্জন করেছেন হালান্ড। এক মৌসুমে সব মিলিয়ে ৪০ গোলের বেশি গোল করা ষষ্ঠ প্রিমিয়ার লিগ ফুটবলার তিনি। কালকের ৩টি নিয়ে তাঁর গোলের সংখ্যা এখন ৪১।
যেভাবে গোল করছেন, নিশ্চিতভাবেই বলা যায় এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেবেন হালান্ড। এই কীর্তি গড়তে অবশ্য খুব বেশি গোলেরও প্রয়োজন নেই। আর ৪ গোল করলেই চলবে। বর্তমানে ৪৪ গোলে যৌথভাবে শীর্ষে আছেন ফন নিস্টেলরয় ও সালাহ।
হালান্ডের হ্যাটট্রিকের সঙ্গে বিশাল জয়ও পেয়েছে ম্যানসিটি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বার্নলিকে ৬-০ গোলে হারিয়েছে তাঁর দল। দলের বাকি তিন গোলের দুটি করেছেন হুলিয়ান আলভারেজ এবং অন্যটি কোল পালমার।
পাঁচ মাসের বেশি সময় ক্রিকেটের বাইরে সাকিব আল হাসান। সবশেষ গত বছর নভেম্বরে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ছাড়পত্র পান। তবে সাকিবকে আবার মাঠে কবে দেখা যাবে
১ ঘণ্টা আগেচলতি মৌসুমে রক্ষণ বেশ ধুঁকেছে রিয়াল মাদ্রিদ। ট্রফিশূন্য থেকেই শেষ করতে হচ্ছে মৌসুম। তবে আগামী মৌসুমে নিজেদের শক্তিশালী করে গড়ে তুলতে চায় স্প্যানিশ জায়ান্টরা। মৌসুম শেষের আগেই তোড়জোড় চলছে নতুন খেলোয়াড় ভেড়ানোর দৌড়ে। এরই মধ্যে কয়েকটি সাইনও করিয়েছে তারা। আলেকজান্ডার অর্নল্ডের পর নতুন একজন সেন্টার...
২ ঘণ্টা আগেপাঁচ মাস পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। শারজায় আরব আমিরাতের বিপক্ষে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবেন লিটন দাসরা। জাতীয় দলের লম্বা বিরতি গেলেও ক্রিকেটাররা অবশ্য মাঝে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোটামুটি সবাই ছিলেন। পাকিস্তান সুপার লিগে...
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে ছিটকে গেছে বার্সেলোনা। তবু মৌসুমটা তাদের দুর্দান্তই কাটছে। দুটি শিরোপা জেতা হয়ে গিয়েছিল আগেই। বার্সেলোনা অপেক্ষায় ছিল লা লিগার। এস্পানিওলের মাঠে জিতে লিগ শিরোপাও নিশ্চিত হয়ে যায় কাতালানদের। তারপরই বড় আকারে উদ্যাপনের প্রস্তুতি। ঘরোয়া ট্রেবল জিতে ছাদখোলা বাসেই...
৪ ঘণ্টা আগে