আর্লিং হালান্ড একজন জন্তু—মন্তব্যটি অ্যালান শিয়েরার। নরওয়েজিয়ান স্ট্রাইকারের গোলক্ষুধাকে এভাবেই জন্তুর সঙ্গে তুলনা করেছেন ২৬০ গোলে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা।
তবে হালান্ডকে এই বিশেষণেও যেন জুতসই মনে হচ্ছে না। কেননা, জানোয়ারেরও একটা সময় পেট ভরে যায়, তখন সে খাবার থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু হালান্ডের তো ক্ষুধাই মিটছে না।
তিন দিন আগে চ্যাম্পিয়ন লিগের ম্যাচে লাইপজিগের বিপক্ষে ৭-০ গোলর জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। সেদিন হ্যাটট্রিক তো করেছেনই, একাই প্রতিপক্ষকে গুনে গুনে ৫ গোল দিয়েছেন হালান্ড। এরপর গতকাল এফএ কাপের ম্যাচ খেলতে মেনে করলেন আবারও হ্যাটট্রিক। অর্থাৎ, পাঁচ দিনের মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন তিনি।
এতে করে এবারের মৌসুমে সব মিলিয়ে ষষ্ঠ হ্যাটট্রিক করলেন হালান্ড। প্রিমিয়ার লিগের আর কোনো ফুটবলার এখন পর্যন্ত একের অধিক হ্যাটট্রিক করতে পারেননি। এমনকি লিগের বাকি ফুটবলারদের হ্যাটট্রিক মোট করলেও সিটির স্ট্রাইকারের সমান নয়।
হালান্ড বাদে এখন পর্যন্ত লিগে পাঁচজন ফুটবলার হ্যাটট্রিক করেছেন। তাঁরা হচ্ছেন—মোহাম্মদ সালাহ, ইভান টোনি, সন হিউয়েন মিন, ফিল ফোডেন ও লিয়েন্দ্রো ট্রোসার্ড। এদের সবারই একটি করে
হ্যাটট্রিকের রাতে একটি বিশেষ মাইলফলকও অর্জন করেছেন হালান্ড। এক মৌসুমে সব মিলিয়ে ৪০ গোলের বেশি গোল করা ষষ্ঠ প্রিমিয়ার লিগ ফুটবলার তিনি। কালকের ৩টি নিয়ে তাঁর গোলের সংখ্যা এখন ৪১।
যেভাবে গোল করছেন, নিশ্চিতভাবেই বলা যায় এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেবেন হালান্ড। এই কীর্তি গড়তে অবশ্য খুব বেশি গোলেরও প্রয়োজন নেই। আর ৪ গোল করলেই চলবে। বর্তমানে ৪৪ গোলে যৌথভাবে শীর্ষে আছেন ফন নিস্টেলরয় ও সালাহ।
হালান্ডের হ্যাটট্রিকের সঙ্গে বিশাল জয়ও পেয়েছে ম্যানসিটি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বার্নলিকে ৬-০ গোলে হারিয়েছে তাঁর দল। দলের বাকি তিন গোলের দুটি করেছেন হুলিয়ান আলভারেজ এবং অন্যটি কোল পালমার।
আর্লিং হালান্ড একজন জন্তু—মন্তব্যটি অ্যালান শিয়েরার। নরওয়েজিয়ান স্ট্রাইকারের গোলক্ষুধাকে এভাবেই জন্তুর সঙ্গে তুলনা করেছেন ২৬০ গোলে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা।
তবে হালান্ডকে এই বিশেষণেও যেন জুতসই মনে হচ্ছে না। কেননা, জানোয়ারেরও একটা সময় পেট ভরে যায়, তখন সে খাবার থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু হালান্ডের তো ক্ষুধাই মিটছে না।
তিন দিন আগে চ্যাম্পিয়ন লিগের ম্যাচে লাইপজিগের বিপক্ষে ৭-০ গোলর জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি। সেদিন হ্যাটট্রিক তো করেছেনই, একাই প্রতিপক্ষকে গুনে গুনে ৫ গোল দিয়েছেন হালান্ড। এরপর গতকাল এফএ কাপের ম্যাচ খেলতে মেনে করলেন আবারও হ্যাটট্রিক। অর্থাৎ, পাঁচ দিনের মধ্যে দুটি হ্যাটট্রিক করেছেন তিনি।
এতে করে এবারের মৌসুমে সব মিলিয়ে ষষ্ঠ হ্যাটট্রিক করলেন হালান্ড। প্রিমিয়ার লিগের আর কোনো ফুটবলার এখন পর্যন্ত একের অধিক হ্যাটট্রিক করতে পারেননি। এমনকি লিগের বাকি ফুটবলারদের হ্যাটট্রিক মোট করলেও সিটির স্ট্রাইকারের সমান নয়।
হালান্ড বাদে এখন পর্যন্ত লিগে পাঁচজন ফুটবলার হ্যাটট্রিক করেছেন। তাঁরা হচ্ছেন—মোহাম্মদ সালাহ, ইভান টোনি, সন হিউয়েন মিন, ফিল ফোডেন ও লিয়েন্দ্রো ট্রোসার্ড। এদের সবারই একটি করে
হ্যাটট্রিকের রাতে একটি বিশেষ মাইলফলকও অর্জন করেছেন হালান্ড। এক মৌসুমে সব মিলিয়ে ৪০ গোলের বেশি গোল করা ষষ্ঠ প্রিমিয়ার লিগ ফুটবলার তিনি। কালকের ৩টি নিয়ে তাঁর গোলের সংখ্যা এখন ৪১।
যেভাবে গোল করছেন, নিশ্চিতভাবেই বলা যায় এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেবেন হালান্ড। এই কীর্তি গড়তে অবশ্য খুব বেশি গোলেরও প্রয়োজন নেই। আর ৪ গোল করলেই চলবে। বর্তমানে ৪৪ গোলে যৌথভাবে শীর্ষে আছেন ফন নিস্টেলরয় ও সালাহ।
হালান্ডের হ্যাটট্রিকের সঙ্গে বিশাল জয়ও পেয়েছে ম্যানসিটি। কোয়ার্টার ফাইনালের ম্যাচে বার্নলিকে ৬-০ গোলে হারিয়েছে তাঁর দল। দলের বাকি তিন গোলের দুটি করেছেন হুলিয়ান আলভারেজ এবং অন্যটি কোল পালমার।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্রয়ের পরও রেশটা থেকে গেছে। ম্যাচের শেষভাগে এসে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিলেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা। ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ্রে বয়কট এ ঘটনায় অভিযোগের আঙুল তুললেন স্টোকসদের দিকে।
৬ মিনিট আগেবিশ্বকাপ, কোপা আমেরিকা, প্রীতি ম্যাচ—যে কোনো ম্যাচেই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেটা ভিন্ন একটা মাত্রা পায়। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দুই দলের ম্যাচ দেখতে। কিন্তু এবার সব কিছুতে পানি ঢেলে দিল কলম্বিয়া।
১ ঘণ্টা আগেখেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
১ ঘণ্টা আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২ ঘণ্টা আগে