Ajker Patrika

কে এই স্প্যানিশ বিস্ময়বালক গাভি! 

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২: ৪৯
কে এই স্প্যানিশ বিস্ময়বালক গাভি! 

উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের দলে জায়গা পাওয়ার পর থেকেই আলোচনায় স্প্যানিশ বিস্ময়বালক গাভি। দলে জায়গা পেলেও একাদশে থাকবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। কিন্তু ১৭ বছর বয়সী এই তারকাকে শুরু থেকেই দলে রেখে চমক দেন স্পেন কোচ লুইস এনরিকে। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন তিনি। শুধু ছিলেনই না, দারুণ পারফরম্যান্সে নজরও কেড়েছেন। 

নেশনস লিগের এই সেমিফাইনাল দিয়ে ৩৭ ম্যাচ পর হারের স্বাদ পেল ইতালি। আজ্জুরিদের এই হারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গাভি। মজার ব্যাপার হচ্ছে, এর আগে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ঘরের মাঠে ইতালি সর্বশেষ যখন হেরেছিল তখন গাভির বয়স ছিল মাত্র চার বছর। আর এই ম্যাচে মাঠে নেমে এখন স্পেনের সর্বকনিষ্ঠ ফুটবলারের তালিকায়ও নাম লেখালেন। এত দিন পর্যন্ত স্পেনের জার্সিতে সবচেয়ে কম বয়সী ফুটবলার ছিলেন অ্যাঞ্জেল জুবিয়েতা। ১৯৩৬ সালে অভিষেক হওয়ার সময় জুবিয়েতার বয়স ছিল ১৭ বছর ২৮৪ দিন। এই ম্যাচ দিয়ে লম্বা সময়ের পুরোনো সেই রেকর্ড ভাঙলেন গাভি। মাঠে নামার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ৬২ দিন। 

তবে মাঠে গাভির খেলা দেখে তাঁর অনভিজ্ঞতা বোঝার উপায় ছিল না। বল পায়ে গেলেই ইতালির অভিজ্ঞ খেলোয়াড়দের ব্যস্ত করে তুলেছেন এই বার্সেলোনা তারকা। 

ম্যাচের ১৩ মিনিটেই এদিন নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন গাভি। যখন ইতালিয়ান তারকা ফেদেরিকো কিয়েসা বল নিয়ে মার্কোস আলোনসো ও কোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছিলেন। সময়মতো দারুণ এক ট্যাকলে কিয়েসাকে রুখে দেন গাভিই। 

আন্দালুসিয়ান কিশোর গাভির জন্ম ২০০৪ সালে ৫ আগস্ট। রিয়াল বেটিসের বয়সভিত্তিক দল দিয়ে শুরু করেন ফুটবলের পথে যাত্রা। শুরুতেই ভিয়ারিয়াল, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের নজরে পড়েন তিনি। তবে ২০১৫ সালে ১১ বছর বয়সে তাঁকে দলে টেনে নেয় বার্সেলোনা। গত বছরের সেপ্টেম্বরে কাতালান ক্লাবটির সঙ্গে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন গাভি। এরপর অনূর্ধ্ব-১৬ থেকে সরাসরি অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পান এই মিডফিল্ডার। দারুণ পারফরম্যান্সে বার্সেলোনার মূল দলেও সুযোগ পান। গত ২৯ আগস্ট বার্সেলোনার প্রথম একাদশে সুযোগ পান গাভি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত