গতকাল প্যারিসে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। একই সঙ্গে ফিফা-২০২২ বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারের দিনই ২০২২-এর বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ফিফপ্রো। মেসির প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমাও জায়গা পেয়েছেন ফিফার বর্ষসেরা একাদশে। তবে ফিফার বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের এই দলে জায়গা হয়নি। ২০২২-এর বর্ষসেরা দলের গোলরক্ষক থিবো কর্তোয়া। ফিফার বর্ষসেরা একাদশে সুযোগ হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনকি গতকাল ফিফা দ্য বেস্টে ভোটই দেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।
ফিফপ্রো এই একাদশ সাজিয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। রক্ষণভাগে আছেন আশরাফ হাকিমি, ভার্জিল ফন ডাইক এবং হোয়াও কানসেলো। মাঝমাঠের দায়িত্বে আছেন কেভিন ডি ব্রুইন, কাসেমিরো ও লুকা মদরিচ। আক্রমণভাগে মেসি, এমবাপ্পে ও বেনজেমার সঙ্গী আর্লিং হালান্ড।
ফিফপ্রোর ২০২২-এর বর্ষসেরা একাদশ:
থিবো কর্তোয়া (গোলরক্ষক) (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি)
ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল)
হোয়াও কানসেলো (বায়ার্ন মিউনিখ/পর্তুগাল)
কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)
কাসেমিরো (ব্রাজিল/ম্যানচেস্টার ইউনাইটেড)
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি)
করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি)
গতকাল প্যারিসে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। একই সঙ্গে ফিফা-২০২২ বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন তিনি।
‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারের দিনই ২০২২-এর বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ফিফপ্রো। মেসির প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমাও জায়গা পেয়েছেন ফিফার বর্ষসেরা একাদশে। তবে ফিফার বর্ষসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের এই দলে জায়গা হয়নি। ২০২২-এর বর্ষসেরা দলের গোলরক্ষক থিবো কর্তোয়া। ফিফার বর্ষসেরা একাদশে সুযোগ হয়নি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনকি গতকাল ফিফা দ্য বেস্টে ভোটই দেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড।
ফিফপ্রো এই একাদশ সাজিয়েছে ৩-৩-৪ ফরম্যাশনে। রক্ষণভাগে আছেন আশরাফ হাকিমি, ভার্জিল ফন ডাইক এবং হোয়াও কানসেলো। মাঝমাঠের দায়িত্বে আছেন কেভিন ডি ব্রুইন, কাসেমিরো ও লুকা মদরিচ। আক্রমণভাগে মেসি, এমবাপ্পে ও বেনজেমার সঙ্গী আর্লিং হালান্ড।
ফিফপ্রোর ২০২২-এর বর্ষসেরা একাদশ:
থিবো কর্তোয়া (গোলরক্ষক) (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
আশরাফ হাকিমি (মরক্কো/পিএসজি)
ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস/লিভারপুল)
হোয়াও কানসেলো (বায়ার্ন মিউনিখ/পর্তুগাল)
কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)
কাসেমিরো (ব্রাজিল/ম্যানচেস্টার ইউনাইটেড)
লুকা মদরিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি)
করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যানচেস্টার সিটি)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স/পিএসজি)
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ হয়েছে গত সপ্তাহে। দেড় মাসের বেশি সময় ধরে চলা ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘটেছে অনেক আলোচিত ঘটনা। মাঠের ক্রিকেট তো বটেই, এর বাইরেও অনেক ঘটনায় হয়েছে আলোচনা-সমালোচনা। যার মধ্যে একটি ঘটনায় ভারতীয় ক্রিকেটারের শাস্তির দাবি করছেন বেন ডাকেটের শৈশবের কোচ।
২ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। জিতেছে পাকিস্তান। ম্যাচসেরা অবশ্য তিনি হতে পারেননি, হয়েছেন অভিষিক্ত হাসান নওয়াজ। ওয়েস্ট ইন্ডিজের ২৮০ রান টপকে যেতে নওয়াজ খেলেছেন ৫৪ বলে হার না মানা ৬৩ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রান তাড়া করার নিজেদের নতুন...
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো ইলেকট্রনিক ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা অনুমোদিত এই ভার্চুয়াল টুর্নামেন্টে টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে কনসোল ও মোবাইল ক্যাটাগরিতে। ফিফার সহযোগিতায় আয়োজিত ই-ফুটবল প্রতিযোগিতার প্রথম ধাপ, চ্যালেঞ্জার সিরিজ ইতিমধ্যে শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলার সেন্টার উইকেট নতুন ঘাসে মোড়া। এবারে বর্ষার বৃষ্টিতে রং হয়েছে গাঢ় সবুজ। ঠিক এই জায়গাতেই টানা ১৫ বছর কিউরেটরের দায়িত্ব সামলেছেন শ্রীলঙ্কার গামিনি ডি সিলভা। এবার এই সবুজ মাঠ যে তাঁকে বিদায় জানাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুপুরেই কলম্বোর ফ্লাইট ধরবেন তিনি।
৩ ঘণ্টা আগে