Ajker Patrika

সেই আতলেতিকোতেই ফিরতে চান গ্রিজমান

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

২০১৯ দলবদলে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন আঁতোয়ান গ্রিজমান। যে আশা নিয়ে বার্সা তাঁকে এনেছিল সেটা পূরণ করতে হয়নি। এদিকে নতুন মৌসুম শুরু হতে বেশি সময় আর বাকি নেই। এর মধ্যে গ্রিজমানের বার্সায় থাকা না থাকা নিয়েও আছে অনিশ্চয়তা। তবে গ্রিজমানও জানিয়েছেন, অন্য কোনো ক্লাব নয়,  তিনি পুরোনো ক্লাব আতলেতিকো মাদ্রিদেই ফিরতে চান। 

বার্সার আর্থিক অবস্থার অবনতি হচ্ছে দিনকে দিন। বড় অঙ্কের বেতন দিয়ে গ্রিজমানকে রাখতে তাই অনীহা স্প্যানিশ ক্লাবটির। বর্তমানে ক্লাবটিতে লিওনেল মেসির পর সবচেয়ে বেশি বেতন পান গ্রিজমান। নতুন মৌসুম শুরুর আগে গ্রিজমানকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে পোঁছাতে পারেনি বার্সা। এর মধ্যে ৩০ বছর বয়সী ফরাসি তারকাকে নিয়ে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আর ইংল্যান্ডের কয়েকটি ক্লাবের আগ্রহের কথাও শোনা যাচ্ছে। তবে গ্রিজমান জানিয়েছেন, তিনি পুরোনো ক্লাব আতলেতিকো মাদ্রিদেই ফিরতে চান। 

বার্সেলোনা ভিত্তিক জাতীয় দৈনিক ‘স্পোর্ট’ গ্রিজমানের এই বিষয়টি নিশ্চিত করেছে। দৈনিকটি জানিয়েছে, গ্রিজমান বার্সা কর্তৃপক্ষকে বলেছেন, ‘তিনি তখনই ন্যু ক্যাম্প ছাড়বেন, যখন তাঁর আতলেতিকোতে ফিরে যাওয়া নিশ্চিত হবে।’ 

নতুন মৌসুম শুরুর আগে আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে একজন গোল স্কোরারের দিকে পাখির চোখ করছেন। লুইস সুয়ারেজের কাছ থেকে গোল করার চাপ কমাতে তাই পুরোনো সৈনিক গ্রিজমানকে ফেরাতে মুখিয়ে আছেন সিমিওনে। বার্সাতে আসার আগে ২০১৪-২০১৯ সাল পর্যন্ত দুজনের জুটিটা ভালোই জমেছিল। নতুন করে আবার গ্রিজমানকে নিয়ে স্বপ্ন দেখছেন এই আর্জেন্টাইন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত