নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফুটবলের আন্তর্জাতিক নিয়মে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাইব্রেকার চালিয়ে যাওয়ার নিয়ম। অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত দুই দলই ১১ টাইব্রেক শট নেওয়ার পর যখন দুই দলের অধিনায়ককে টসের জন্য ডেকে পাঠালেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন, প্রশ্নটা জন্ম নিল তখন থেকেই।
সিলভা ডিলনের সিদ্ধান্তে প্রশ্ন থেকে বিতর্কে জন্ম নিল দ্রুতই। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠাঁই দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপা উল্লাসে মেতে উঠলো, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের।
টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে জানা গেল, বড় এক ভুল করে বসে আছেন ম্যাচ কমিশনার সিলভা ডিলন। বাইলজ না জেনেই টসের জন্য দুই অধিনায়ককে ডেকে নেন তিনি। কমিশনারের সিদ্ধান্তে অবাক হোন ম্যাচ রেফারিও।
নিজের ভুল বোঝার পর আবারও টাইব্রেকারের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনো দল মাঠ ছেড়ে গেলে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। ভারত মাঠ ছেড়ে গেছে প্রায় এক ঘন্টা আগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে দেখা যায়নি দলটির কোনো ফুটবলারকে। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা। নিয়ম মেনে যে দল আজ অনূর্ধ্ব-১৯ নারী সাফ জিতবে, তারাই অংশ হয়ে যাবে সাফের এক কালো অধ্যায়ের!
ফুটবলের আন্তর্জাতিক নিয়মে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাইব্রেকার চালিয়ে যাওয়ার নিয়ম। অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত দুই দলই ১১ টাইব্রেক শট নেওয়ার পর যখন দুই দলের অধিনায়ককে টসের জন্য ডেকে পাঠালেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন, প্রশ্নটা জন্ম নিল তখন থেকেই।
সিলভা ডিলনের সিদ্ধান্তে প্রশ্ন থেকে বিতর্কে জন্ম নিল দ্রুতই। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠাঁই দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপা উল্লাসে মেতে উঠলো, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের।
টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে জানা গেল, বড় এক ভুল করে বসে আছেন ম্যাচ কমিশনার সিলভা ডিলন। বাইলজ না জেনেই টসের জন্য দুই অধিনায়ককে ডেকে নেন তিনি। কমিশনারের সিদ্ধান্তে অবাক হোন ম্যাচ রেফারিও।
নিজের ভুল বোঝার পর আবারও টাইব্রেকারের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনো দল মাঠ ছেড়ে গেলে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। ভারত মাঠ ছেড়ে গেছে প্রায় এক ঘন্টা আগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে দেখা যায়নি দলটির কোনো ফুটবলারকে। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা। নিয়ম মেনে যে দল আজ অনূর্ধ্ব-১৯ নারী সাফ জিতবে, তারাই অংশ হয়ে যাবে সাফের এক কালো অধ্যায়ের!
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে