নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফুটবলের আন্তর্জাতিক নিয়মে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাইব্রেকার চালিয়ে যাওয়ার নিয়ম। অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত দুই দলই ১১ টাইব্রেক শট নেওয়ার পর যখন দুই দলের অধিনায়ককে টসের জন্য ডেকে পাঠালেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন, প্রশ্নটা জন্ম নিল তখন থেকেই।
সিলভা ডিলনের সিদ্ধান্তে প্রশ্ন থেকে বিতর্কে জন্ম নিল দ্রুতই। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠাঁই দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপা উল্লাসে মেতে উঠলো, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের।
টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে জানা গেল, বড় এক ভুল করে বসে আছেন ম্যাচ কমিশনার সিলভা ডিলন। বাইলজ না জেনেই টসের জন্য দুই অধিনায়ককে ডেকে নেন তিনি। কমিশনারের সিদ্ধান্তে অবাক হোন ম্যাচ রেফারিও।
নিজের ভুল বোঝার পর আবারও টাইব্রেকারের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনো দল মাঠ ছেড়ে গেলে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। ভারত মাঠ ছেড়ে গেছে প্রায় এক ঘন্টা আগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে দেখা যায়নি দলটির কোনো ফুটবলারকে। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা। নিয়ম মেনে যে দল আজ অনূর্ধ্ব-১৯ নারী সাফ জিতবে, তারাই অংশ হয়ে যাবে সাফের এক কালো অধ্যায়ের!
ফুটবলের আন্তর্জাতিক নিয়মে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাইব্রেকার চালিয়ে যাওয়ার নিয়ম। অনূর্ধ্ব-১৯ নারী সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত দুই দলই ১১ টাইব্রেক শট নেওয়ার পর যখন দুই দলের অধিনায়ককে টসের জন্য ডেকে পাঠালেন শ্রীলঙ্কান ম্যাচ কমিশনার সিলভা জয়সুরিয়া ডিলন, প্রশ্নটা জন্ম নিল তখন থেকেই।
সিলভা ডিলনের সিদ্ধান্তে প্রশ্ন থেকে বিতর্কে জন্ম নিল দ্রুতই। টস জিতে যখন লাফিয়ে উঠলেন ভারত অধিনায়ক নিতু লিন্ডা তখন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার ঠাঁই দাঁড়িয়ে। বাংলাদেশ অধিনায়ক বুঝতেই পারলেন না এই টস কীসের জন্য। ভারত যখন শিরোপা উল্লাসে মেতে উঠলো, তখনই টনক নড়ল বাংলাদেশের খেলোয়াড় আর কর্মকর্তাদের।
টসে শিরোপা হারার পর রেফারি রাই অঞ্জনা ও কমিশনারকে ঘিরে ধরলেন বাংলাদেশের খেলোয়াড়-কর্মকর্তারা। বাংলাদেশের আপত্তিতে জানা গেল, বড় এক ভুল করে বসে আছেন ম্যাচ কমিশনার সিলভা ডিলন। বাইলজ না জেনেই টসের জন্য দুই অধিনায়ককে ডেকে নেন তিনি। কমিশনারের সিদ্ধান্তে অবাক হোন ম্যাচ রেফারিও।
নিজের ভুল বোঝার পর আবারও টাইব্রেকারের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার। এই সিদ্ধান্ত জানানোর পর আপত্তি তুলে ভারত মাঠ ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী, খেলা চলার সময় কোনো দল মাঠ ছেড়ে গেলে ৩০ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হয়। ভারত মাঠ ছেড়ে গেছে প্রায় এক ঘন্টা আগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাঠে দেখা যায়নি দলটির কোনো ফুটবলারকে। শিরোপা জিতল কারা, এখন তা নিয়ে চরম অনিশ্চয়তা। নিয়ম মেনে যে দল আজ অনূর্ধ্ব-১৯ নারী সাফ জিতবে, তারাই অংশ হয়ে যাবে সাফের এক কালো অধ্যায়ের!
এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২ ঘণ্টা আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মতপার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৫ ঘণ্টা আগে