Ajker Patrika

‘সে নির্বোধের মতো কথা বলেছে’

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

শনিবার মেক্সিকোকে হারিয়ে ড্রেসিংরুমে বাঁধ ভাঙা উচ্ছ্বাস করছিল আর্জেন্টিনা ফুটবল। মেসিদের সেই উদ্যাপনে মেক্সিকোর জার্সি অসম্মানিত হওয়ার দাবি করেছিলেন মেক্সিকান বক্সার ক্যানসেলো আলভারেজ। তবে আলভারেজের এই কথার সঙ্গে একমত নন আন্দ্রেস গুয়ার্দাদো। আলভারেজকে উল্টো নির্বোধ বললেন মেক্সিকান অধিনায়ক।

মেসিদের সেই উদযাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, খেলোয়াড়দের বিভিন্ন সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়েছিল লিওনেল মেসির সামনে। একপর্যায়ে নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে পা লেগে যায় মেসির। তখন আর্জেন্টাইন অধিনায়ককে হুমকি দিয়ে আলভারেজ বলেছিলেন, ‘মেসি, যেন আমার সামনে না পড়ে।’ 

আলভারেজের এই কথা অযৌক্তিক মনে হয়েছে গুয়ার্দাদোর কাছে। এই প্রসঙ্গে মেক্সিকান অধিনায়ক বলেন, ‘আমরা সবাই জানি যে মেসি সবাইকে সম্মান করে। একটা লকার রুমের অবস্থা কেমন হয়, তা ক্যানেলো জানে না। আমার মতে, সে (ক্যানেলো) পুরো নির্বোধের মতো কথা বলেছে।’ 

বিশ্বকাপে এখন পর্যন্ত ২১ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। গোল করা এবং ম্যাচ খেলা-দুটোতেই দিয়েগো ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত