মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়—মুনীর চৌধুরীর কবর নাটকের বিখ্যাত সংলাপটি এবার জীবিত আর মৃত ম্যারাডোনার পার্থক্য বোঝাতে সামনে আনাই যায়।
ফুটবল নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনা ওপারের বাসিন্দা হয়েছেন এক বছর হলো। এত অল্প সময়েই তাঁর ব্যবহৃত জিনিসপত্রের কদর কমতে শুরু করেছে। আর্জেন্টাইন মহাতারকার গাড়ি-বাড়ি কেনার লোক পাওয়া যাচ্ছে না, ভাবা যায়!
ম্যারাডোনার প্রায় ৯০টি জিনিস নিলামে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল এক সংস্থাকে। গত রোববার শেষ হওয়ার কথা ছিল সেই নিলামের। তবে একাধিক দামি জিনিস বিক্রি না হওয়ায় নতুন করে নিলাম ডাকার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নিলামে সব থেকে বেশি দাম হাঁকা হয়েছিল ম্যারাডোনার একটি ছবির। সেটি চিত্রশিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে ২ হাজার ১৫০ মার্কিন ডলার (১ লাখ ৮৪ হাজার টাকা)। আর ম্যারাডোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ মার্কিন ডলারে (১ লাখ ৩৭ হাজার টাকা)। ছবিটি কিনেছেন দুবাইয়ের এক ব্যক্তি। কিংবদন্তি ফুটবলারের নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে।
তবে ম্যারাডোনার তাঁর বাবা-মাকে বুয়েন্স আয়ার্সে যে বাড়িটি দিয়েছিলেন, সেটি কেউ কিনতে চাননি। বাড়িটির সর্বনিম্ন মূল্য ছিল ৯ লাখ মার্কিন ডলার (৭ কোটি ৭১ লাখ টাকা)। ম্যারাডোনার দুটি বিএমডব্লিউ গাড়িও অবিক্রীত রয়ে গেছে।
তিন ঘণ্টা ধরে চলা নিলাম থেকে আসে ২৬ হাজার মার্কিন ডলার (২২ টাকা ২৮ হাজার টাকা)। অবিক্রীত থেকে যায় ১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের (১২ কোটি টাকার কাছাকাছি) জিনিস।
অনলাইনে হওয়া এই নিলামে অনেকেই অংশ নিতে পারেননি বলে মনে করা হচ্ছে। সে কারণে নিলামের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী সংস্থা।
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়—মুনীর চৌধুরীর কবর নাটকের বিখ্যাত সংলাপটি এবার জীবিত আর মৃত ম্যারাডোনার পার্থক্য বোঝাতে সামনে আনাই যায়।
ফুটবল নক্ষত্র ডিয়েগো ম্যারাডোনা ওপারের বাসিন্দা হয়েছেন এক বছর হলো। এত অল্প সময়েই তাঁর ব্যবহৃত জিনিসপত্রের কদর কমতে শুরু করেছে। আর্জেন্টাইন মহাতারকার গাড়ি-বাড়ি কেনার লোক পাওয়া যাচ্ছে না, ভাবা যায়!
ম্যারাডোনার প্রায় ৯০টি জিনিস নিলামে তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল এক সংস্থাকে। গত রোববার শেষ হওয়ার কথা ছিল সেই নিলামের। তবে একাধিক দামি জিনিস বিক্রি না হওয়ায় নতুন করে নিলাম ডাকার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
নিলামে সব থেকে বেশি দাম হাঁকা হয়েছিল ম্যারাডোনার একটি ছবির। সেটি চিত্রশিল্পী লু সেদোভার আঁকা। ছবিটির দাম ওঠে ২ হাজার ১৫০ মার্কিন ডলার (১ লাখ ৮৪ হাজার টাকা)। আর ম্যারাডোনার সঙ্গে ফিদেল কাস্ত্রোর ছবি বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ মার্কিন ডলারে (১ লাখ ৩৭ হাজার টাকা)। ছবিটি কিনেছেন দুবাইয়ের এক ব্যক্তি। কিংবদন্তি ফুটবলারের নাপোলির জার্সি, প্যান্ট, কিউবান চুরুটও বিক্রি হয়েছে এই নিলামে।
তবে ম্যারাডোনার তাঁর বাবা-মাকে বুয়েন্স আয়ার্সে যে বাড়িটি দিয়েছিলেন, সেটি কেউ কিনতে চাননি। বাড়িটির সর্বনিম্ন মূল্য ছিল ৯ লাখ মার্কিন ডলার (৭ কোটি ৭১ লাখ টাকা)। ম্যারাডোনার দুটি বিএমডব্লিউ গাড়িও অবিক্রীত রয়ে গেছে।
তিন ঘণ্টা ধরে চলা নিলাম থেকে আসে ২৬ হাজার মার্কিন ডলার (২২ টাকা ২৮ হাজার টাকা)। অবিক্রীত থেকে যায় ১ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের (১২ কোটি টাকার কাছাকাছি) জিনিস।
অনলাইনে হওয়া এই নিলামে অনেকেই অংশ নিতে পারেননি বলে মনে করা হচ্ছে। সে কারণে নিলামের দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নিলামকারী সংস্থা।
এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৩ ঘণ্টা আগেসিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
৪ ঘণ্টা আগে