Ajker Patrika

হামজা-সমিতদের খেলা ভিআইপি গ্যালারিতে দেখার সুযোগ রবির গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামজা-সমিতদের খেলা ভিআইপি গ্যালারিতে দেখার সুযোগ রবির গ্রাহকেরা। ছবি: বাফুফে
হামজা-সমিতদের খেলা ভিআইপি গ্যালারিতে দেখার সুযোগ রবির গ্রাহকেরা। ছবি: বাফুফে

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফুটবলপ্রেমীদের মধ্যে এ ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ অনুভব করছে বাফুফে। টিকিটের বেশ চাহিদা থাকতে পারে বলেও মনে করছে ফুটবল ফেডারেশন। যদিও এখন পর্যন্ত টিকিট বিক্রি শুরু করেনি তারা। তবে ভিআইপি গ্যালারির একটি অংশ টেলিকম প্রতিষ্ঠান রবির কাছে বিক্রি করেছে বাফুফে। সেখানে বসে হামজা চৌধুরী-সমিত সোমদের খেলা দেখতে পারবেন রবির গ্রাহকেরা। সে জন্য মাই রবি অ্যাপে গিয়ে অংশ নিতে হবে ‘সুপার রবিবার’ ক্যাম্পেইনে।

আজ সংবাদ সম্মেলনে রবির চিফ কমার্শিয়াল অফিসার সিহাব আহমাদ বলেন, ‘রবি সুপার রবিবার ক্যাম্পেইন দ্বারা আমরা রবিবারকে গ্রাহকদের জন্য একটি আনন্দময় দিনে পরিণত করার লক্ষ্যে কাজ করছি, এবং এই যাত্রা শুরু হয় আরও ৬ মাস আগে। অত্যন্ত উৎসাহজনক সাড়া পেয়ে আমরা ২৫ মে সুপার রবিবারকে গ্রাহকদের জন্য আরও স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিমও। তিনি বলেন, ‘রবির সুপার রবিবার উদ্যোগে একসঙ্গে কাজ করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। এই সহযোগিতার ফলে আমরা ১০ জুনের ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য আরও উৎসাহিত, এবং ভবিষ্যতে রবির সঙ্গে আরও বড় পার্টনারশিপ নিয়ে আমরা আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত