ক্রীড়া ডেস্ক
লম্বা সময় ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় আড়ালে ছিলেন করিম বেনজেমা। রোনালদোকে পাশে থেকে সহায়তা করাই যেন ছিল তাঁর কাজ। তবে সেই দিন বদলে গেছে। বেনজেমা এখন আর আগের বেনজেমা নেই। নতুন এই বেনজেমা এখন ‘কিং করিম’। ম্যাচের পর ম্যাচে গোল করে যিনি এখন ব্যালন ডি’অরের দাবিদারও বটে।
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর তাঁর বিকল্পের সন্ধানে ছিল রিয়াল। সেই বিকল্প হিসেবেই রিয়ালে আসেন এডেন হ্যাজার্ড। তবে চোট ও ছন্দহীনতায় রিয়ালে সেভাবে থিতু হতে পারেননি হ্যাজার্ড। আর এই সুযোগটাকেই পুরোপুরিভাবে কাজে লাগিয়েছেন বেনজেমা। এখন রিয়ালের আক্রমণভাগের প্রাণভোমরাও তিনি। চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত বেনজেমা করেছেন ৪০ গোল। পিএসজির বিপক্ষে খাদের কিনারা থেকে দলকে করেছেন উদ্ধার। চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও হ্যাটট্রিক করে নিজেকে যেন আরও ওপরে নিয়ে গেছেন তিনি।
দারুণ ছন্দে থাকা বেনজেমাকে এখন প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাঁকে তুলনা করেছেন ওয়াইনের সঙ্গে। আনচেলত্তি বলেন, ‘সে অনেকটা ওয়াইনের মতো। প্রতিদিন যেন আরও ভালো হচ্ছে। প্রতিদিন সে আরও বেশি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এবং এই দল ও স্কোয়াডের জন্য নিজেকে অপরিহার্য প্রমাণ করছে।’
পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করার পর চেলসির বিপক্ষেও হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন বেনজেমা। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন তাঁরই সাবেক সতীর্থ রোনালদো। ২০১৭ সালে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ‘সিআর সেভেন’। আর চ্যাম্পিয়নস লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার পদটা আরও আগে নিজের দখলে নিয়েছেন ‘কিং করিম’। এখন বেনজেমার এই অজেয় যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই দেখার অপেক্ষা।
লম্বা সময় ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় আড়ালে ছিলেন করিম বেনজেমা। রোনালদোকে পাশে থেকে সহায়তা করাই যেন ছিল তাঁর কাজ। তবে সেই দিন বদলে গেছে। বেনজেমা এখন আর আগের বেনজেমা নেই। নতুন এই বেনজেমা এখন ‘কিং করিম’। ম্যাচের পর ম্যাচে গোল করে যিনি এখন ব্যালন ডি’অরের দাবিদারও বটে।
ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়ার পর তাঁর বিকল্পের সন্ধানে ছিল রিয়াল। সেই বিকল্প হিসেবেই রিয়ালে আসেন এডেন হ্যাজার্ড। তবে চোট ও ছন্দহীনতায় রিয়ালে সেভাবে থিতু হতে পারেননি হ্যাজার্ড। আর এই সুযোগটাকেই পুরোপুরিভাবে কাজে লাগিয়েছেন বেনজেমা। এখন রিয়ালের আক্রমণভাগের প্রাণভোমরাও তিনি। চলতি মৌসুমে সব মিলিয়ে এখন পর্যন্ত বেনজেমা করেছেন ৪০ গোল। পিএসজির বিপক্ষে খাদের কিনারা থেকে দলকে করেছেন উদ্ধার। চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও হ্যাটট্রিক করে নিজেকে যেন আরও ওপরে নিয়ে গেছেন তিনি।
দারুণ ছন্দে থাকা বেনজেমাকে এখন প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি তাঁকে তুলনা করেছেন ওয়াইনের সঙ্গে। আনচেলত্তি বলেন, ‘সে অনেকটা ওয়াইনের মতো। প্রতিদিন যেন আরও ভালো হচ্ছে। প্রতিদিন সে আরও বেশি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এবং এই দল ও স্কোয়াডের জন্য নিজেকে অপরিহার্য প্রমাণ করছে।’
পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক করার পর চেলসির বিপক্ষেও হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন বেনজেমা। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন তাঁরই সাবেক সতীর্থ রোনালদো। ২০১৭ সালে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ‘সিআর সেভেন’। আর চ্যাম্পিয়নস লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার পদটা আরও আগে নিজের দখলে নিয়েছেন ‘কিং করিম’। এখন বেনজেমার এই অজেয় যাত্রা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটাই দেখার অপেক্ষা।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৮ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৯ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে