বিভিন্ন সময়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি। তবে রুনির এসব বিতর্কিত কাজের পরও তাঁকে ক্ষমা করে দিয়েছেন স্ত্রী কোলেন রুনি। পাশাপাশি এ ধরনের কাজ কখনোই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন কোলেন।
রুনি-কোলেনের ১৩ বছরের সংসার জীবনে একাধিকবার ঝড় আসে। সেই ঝড়ে ভেঙে পড়তে পারত দুজনের বিয়েও। সর্বশেষ গত জুলাইয়েও ম্যানচেস্টারের একটি হোটেলে মডেলদের সঙ্গে রুনির যুগল ছবি বিব্রতকর অবস্থায় ফেলেছিল কোলেনকে।
তবে এসব কর্মকাণ্ডের জন্য রুনিকে ক্ষমা করে দিয়েছেন জানিয়ে কোলেন বলেন, ‘আমি জানতাম ওয়েইন (রুনি) কাদের সঙ্গে ঘুরতে যায়। তারা এক সঙ্গে মদ্যপানও করে। এটা ভালো ব্যাপার না। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি, তবে এটা একেবারেই গ্রহণযোগ্য ছিল না।
১২ বছর বয়সে রুনির সঙ্গে প্রথম পরিচয় হয় কোলেনের। স্কুল ছাড়ার পর ১৬ বছর বয়সে তাঁরা সম্পর্কে জড়ান। ২০০৪ সালে এক যৌনকর্মীকে ঘিরে সংবাদের শিরোনাম হন রুনি।
তবে সেখানেই শেষ নয়, এরপর আরও একাধিকবার যৌন কেলেঙ্কারিতে আসে সামনে আসে রুনির নাম। কোলেনের সঙ্গে রুনির সঙ্গেও সম্পর্ক ভাঙার গুঞ্জনও তখন শোনা গিয়েছিল। তবে তখনও রুনিকে ক্ষমা করে দিয়ে তাঁর সঙ্গেই থেকে যান কোলেন।
বিভিন্ন সময়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি। তবে রুনির এসব বিতর্কিত কাজের পরও তাঁকে ক্ষমা করে দিয়েছেন স্ত্রী কোলেন রুনি। পাশাপাশি এ ধরনের কাজ কখনোই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছেন কোলেন।
রুনি-কোলেনের ১৩ বছরের সংসার জীবনে একাধিকবার ঝড় আসে। সেই ঝড়ে ভেঙে পড়তে পারত দুজনের বিয়েও। সর্বশেষ গত জুলাইয়েও ম্যানচেস্টারের একটি হোটেলে মডেলদের সঙ্গে রুনির যুগল ছবি বিব্রতকর অবস্থায় ফেলেছিল কোলেনকে।
তবে এসব কর্মকাণ্ডের জন্য রুনিকে ক্ষমা করে দিয়েছেন জানিয়ে কোলেন বলেন, ‘আমি জানতাম ওয়েইন (রুনি) কাদের সঙ্গে ঘুরতে যায়। তারা এক সঙ্গে মদ্যপানও করে। এটা ভালো ব্যাপার না। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি, তবে এটা একেবারেই গ্রহণযোগ্য ছিল না।
১২ বছর বয়সে রুনির সঙ্গে প্রথম পরিচয় হয় কোলেনের। স্কুল ছাড়ার পর ১৬ বছর বয়সে তাঁরা সম্পর্কে জড়ান। ২০০৪ সালে এক যৌনকর্মীকে ঘিরে সংবাদের শিরোনাম হন রুনি।
তবে সেখানেই শেষ নয়, এরপর আরও একাধিকবার যৌন কেলেঙ্কারিতে আসে সামনে আসে রুনির নাম। কোলেনের সঙ্গে রুনির সঙ্গেও সম্পর্ক ভাঙার গুঞ্জনও তখন শোনা গিয়েছিল। তবে তখনও রুনিকে ক্ষমা করে দিয়ে তাঁর সঙ্গেই থেকে যান কোলেন।
মিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
৩৬ মিনিট আগেসাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। খেলাটা যত কম ওভারের হয়, ততই যেন সেটা ব্যাটারদের খেলা হয়ে ওঠে। আর দর্শকেরা মাঠেই আসেন রানের বন্যা দেখতে।
২ ঘণ্টা আগেএটা লাহোর নয়, মিরপুর—পরশু সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে গতকাল বাংলাদেশ দিনটা কাটিয়েছে ছুটির মেজাজে। ছুটির দুপুরে ধেয়ে এসেছে এক দুঃসংবাদ।
২ ঘণ্টা আগে