ইতিহাস গড়ার পথে এক পা এগিয়েই ছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গত রাতে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে ম্যান সিটি। তবে ম্যান সিটির এমন ইতিহাস গড়ার কারিগর পেপ গার্দিওলা দোটানায় আছেন যে আগামী মৌসুমেও থাকবেন কি না।
২০১৬ সালে ম্যান সিটির কোচের দায়িত্ব নেন গার্দিওলা। সিটিতে এসে ছয়বার জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা। যার মধ্যে গত রাতে তাঁর অধীনে ম্যান সিটি প্রথম দল হিসেবে টানা চার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের গৌরব অর্জন করে। ম্যান সিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা ২০২২-২৩ মৌসুমে এসেছে গার্দিওলার হাত ধরে। ইতিহাদে গত রাতে শিরোপা জয়ের পর স্কাই স্পোর্টসকে সিটি কোচ বলেন, ‘বাস্তবতা হচ্ছে এখানে যতটা আছি, তার চেয়ে ছেড়ে যাওয়ার কাছাকাছি চলে গিয়েছি। এখন আট বছর চলছে। সেটা ৯ বছর হবে। এখন আমার মন বলছে পরের মৌসুমে থেকে যাই। ক্লাবের সঙ্গে কথা বলেছি। পরের মৌসুমে কথা বলার সময় আমাদের আছে। তবে ৮-৯ বছর পরও থেকে যাওয়া! ভাবছি।’
ম্যান সিটির প্রথম ট্রেবল জয় এসেছে ২০২২-২৩ মৌসুমে গার্দিওলার অধীনে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পাশাপাশি জেতেন এফএ কাপ। সিটিতে আর কোনো কিছু পাওয়ার বাকি আছে না—তা নিয়ে সিটি কোচ গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘গত মৌসুমের পরই আমার মনে হচ্ছিল এটা শেষ মৌসুম (ট্রেবল জয়ের পর)। ইস্তাম্বুলে ছিলাম ও বলেছি, এখন শেষ। আমি কী করছি? এখন তো বাকি কিছু নেই। তবে চুক্তি তো এখনো আছে। এখানে আছি ও মুহূর্তগুলো উপভোগ করছি। মাঝেমধ্যে ক্লান্ত লাগে তবে এর কিছু অংশ আমার পছন্দ।’
২৫ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যান সিটি। ম্যানচেস্টার ডার্বির কথা হয়তো ভুলেই গেছেন গার্দিওলা। সিটিজেনদের কোচ বলেন, ‘এখন তো মনে হচ্ছে আমার শেষ। কিছু কী বাকি আছে? এই ব্যাপারে এখন কিছুই জানি না। ভালো কথা, এখন এফএ কাপ বাকি।’
আরও পড়ুন:
ইতিহাস গড়ার পথে এক পা এগিয়েই ছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গত রাতে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে ম্যান সিটি। তবে ম্যান সিটির এমন ইতিহাস গড়ার কারিগর পেপ গার্দিওলা দোটানায় আছেন যে আগামী মৌসুমেও থাকবেন কি না।
২০১৬ সালে ম্যান সিটির কোচের দায়িত্ব নেন গার্দিওলা। সিটিতে এসে ছয়বার জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা। যার মধ্যে গত রাতে তাঁর অধীনে ম্যান সিটি প্রথম দল হিসেবে টানা চার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের গৌরব অর্জন করে। ম্যান সিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা ২০২২-২৩ মৌসুমে এসেছে গার্দিওলার হাত ধরে। ইতিহাদে গত রাতে শিরোপা জয়ের পর স্কাই স্পোর্টসকে সিটি কোচ বলেন, ‘বাস্তবতা হচ্ছে এখানে যতটা আছি, তার চেয়ে ছেড়ে যাওয়ার কাছাকাছি চলে গিয়েছি। এখন আট বছর চলছে। সেটা ৯ বছর হবে। এখন আমার মন বলছে পরের মৌসুমে থেকে যাই। ক্লাবের সঙ্গে কথা বলেছি। পরের মৌসুমে কথা বলার সময় আমাদের আছে। তবে ৮-৯ বছর পরও থেকে যাওয়া! ভাবছি।’
ম্যান সিটির প্রথম ট্রেবল জয় এসেছে ২০২২-২৩ মৌসুমে গার্দিওলার অধীনে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পাশাপাশি জেতেন এফএ কাপ। সিটিতে আর কোনো কিছু পাওয়ার বাকি আছে না—তা নিয়ে সিটি কোচ গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘গত মৌসুমের পরই আমার মনে হচ্ছিল এটা শেষ মৌসুম (ট্রেবল জয়ের পর)। ইস্তাম্বুলে ছিলাম ও বলেছি, এখন শেষ। আমি কী করছি? এখন তো বাকি কিছু নেই। তবে চুক্তি তো এখনো আছে। এখানে আছি ও মুহূর্তগুলো উপভোগ করছি। মাঝেমধ্যে ক্লান্ত লাগে তবে এর কিছু অংশ আমার পছন্দ।’
২৫ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যান সিটি। ম্যানচেস্টার ডার্বির কথা হয়তো ভুলেই গেছেন গার্দিওলা। সিটিজেনদের কোচ বলেন, ‘এখন তো মনে হচ্ছে আমার শেষ। কিছু কী বাকি আছে? এই ব্যাপারে এখন কিছুই জানি না। ভালো কথা, এখন এফএ কাপ বাকি।’
আরও পড়ুন:
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে