Ajker Patrika

ইতিহাস গড়ার পর গার্দিওলা কি ম্যান সিটি ছাড়ার ইঙ্গিত দিলেন

ইতিহাস গড়ার পর গার্দিওলা কি ম্যান সিটি ছাড়ার ইঙ্গিত দিলেন

ইতিহাস গড়ার পথে এক পা এগিয়েই ছিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদে গত রাতে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে ম্যান সিটি। তবে ম্যান সিটির এমন ইতিহাস গড়ার কারিগর পেপ গার্দিওলা দোটানায় আছেন যে আগামী মৌসুমেও থাকবেন কি না। 

২০১৬ সালে ম্যান সিটির কোচের দায়িত্ব নেন গার্দিওলা। সিটিতে এসে ছয়বার জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা। যার মধ্যে গত রাতে তাঁর অধীনে ম্যান সিটি প্রথম দল হিসেবে টানা চার প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের গৌরব অর্জন করে। ম্যান সিটির প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা ২০২২-২৩ মৌসুমে এসেছে গার্দিওলার হাত ধরে। ইতিহাদে গত রাতে শিরোপা জয়ের পর স্কাই স্পোর্টসকে সিটি কোচ বলেন, ‘বাস্তবতা হচ্ছে এখানে যতটা আছি, তার চেয়ে ছেড়ে যাওয়ার কাছাকাছি চলে গিয়েছি। এখন আট বছর চলছে। সেটা ৯ বছর হবে। এখন আমার মন বলছে পরের মৌসুমে থেকে যাই। ক্লাবের সঙ্গে কথা বলেছি। পরের মৌসুমে কথা বলার সময় আমাদের আছে। তবে ৮-৯ বছর পরও থেকে যাওয়া! ভাবছি।’ 

ম্যান সিটির প্রথম ট্রেবল জয় এসেছে ২০২২-২৩ মৌসুমে গার্দিওলার অধীনে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের পাশাপাশি জেতেন এফএ কাপ। সিটিতে আর কোনো কিছু পাওয়ার বাকি আছে না—তা নিয়ে সিটি কোচ গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘গত মৌসুমের পরই আমার মনে হচ্ছিল এটা শেষ মৌসুম (ট্রেবল জয়ের পর)। ইস্তাম্বুলে ছিলাম ও বলেছি, এখন শেষ। আমি কী করছি? এখন তো বাকি কিছু নেই। তবে চুক্তি তো এখনো আছে। এখানে আছি ও মুহূর্তগুলো উপভোগ করছি। মাঝেমধ্যে ক্লান্ত লাগে তবে এর কিছু অংশ আমার পছন্দ।’ 

২৫ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যান সিটি। ম্যানচেস্টার ডার্বির কথা হয়তো ভুলেই গেছেন গার্দিওলা। সিটিজেনদের কোচ বলেন, ‘এখন তো মনে হচ্ছে আমার শেষ। কিছু কী বাকি আছে? এই ব্যাপারে এখন কিছুই জানি না। ভালো কথা, এখন এফএ কাপ বাকি।’ 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত