লিওনেল মেসি মানেই তো রেকর্ডের বন্যা। আন্তর্জাতিক ফুটবল তো রয়েছেই, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গড়েছেন অসংখ্য রেকর্ড। এবার নতুন ক্লাব ইন্টার মিয়ামিতেও মেসির ইতিহাস গড়ার সম্ভাবনা দেখছেন তাঁর এক সাবেক সতীর্থ।
বার্সেলোনা থেকে ২০২১ সালে পিএসজিতে যান মেসি। বার্সার জার্সিতে জিতেছেন ৩৪ শিরোপা। লা লিগা জিতেছেন ১০ বার এবং চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এরপর পিএসজিতে এসে জিতেছেন তিনটি শিরোপা। আর্জেন্টিনার জার্সিতে ২০২২ ফুটবল বিশ্বকাপসহ জিতেছেন তিন শিরোপা। আর গত শনিবার পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। আর্জেন্টাইন তারকার এখন নতুন গন্তব্য ইন্টার মিয়ামি। আনুষ্ঠানিক চুক্তি না হলেও তিনি নিজেই মিয়ামিতে যাওয়ার কথা জানিয়েছেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের আগ্রহের কথা জানিয়েছেন মিয়ামির মালিক ডেভিড বেকহাম।
মেসির পিএসজি সতীর্থ আন্দের হেরেরা হয়তো পরিসংখ্যানেই বিশ্বাস করেন। হেরেরার মতে, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) ইতিহাস গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। টিওয়াইসি স্পোর্টসকে হেরেরা বলেন, ‘আমি তার (মেসি) জন্য ভীষণ খুশি। মিয়ামি তার ও তার পরিবারের জন্য খুব পছন্দের এক জায়গা। এই লিগটা দ্রুত এগোচ্ছে। আমার মনে হচ্ছে, মিয়ামিতে সে ইতিহাস গড়তে যাচ্ছে। তার সর্বোচ্চ সফলতা চাইছি।’
মিয়ামিতে এরই মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ারের এই বাড়ি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।
লিওনেল মেসি মানেই তো রেকর্ডের বন্যা। আন্তর্জাতিক ফুটবল তো রয়েছেই, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে গড়েছেন অসংখ্য রেকর্ড। এবার নতুন ক্লাব ইন্টার মিয়ামিতেও মেসির ইতিহাস গড়ার সম্ভাবনা দেখছেন তাঁর এক সাবেক সতীর্থ।
বার্সেলোনা থেকে ২০২১ সালে পিএসজিতে যান মেসি। বার্সার জার্সিতে জিতেছেন ৩৪ শিরোপা। লা লিগা জিতেছেন ১০ বার এবং চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এরপর পিএসজিতে এসে জিতেছেন তিনটি শিরোপা। আর্জেন্টিনার জার্সিতে ২০২২ ফুটবল বিশ্বকাপসহ জিতেছেন তিন শিরোপা। আর গত শনিবার পিএসজির জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। আর্জেন্টাইন তারকার এখন নতুন গন্তব্য ইন্টার মিয়ামি। আনুষ্ঠানিক চুক্তি না হলেও তিনি নিজেই মিয়ামিতে যাওয়ার কথা জানিয়েছেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারের আগ্রহের কথা জানিয়েছেন মিয়ামির মালিক ডেভিড বেকহাম।
মেসির পিএসজি সতীর্থ আন্দের হেরেরা হয়তো পরিসংখ্যানেই বিশ্বাস করেন। হেরেরার মতে, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) ইতিহাস গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। টিওয়াইসি স্পোর্টসকে হেরেরা বলেন, ‘আমি তার (মেসি) জন্য ভীষণ খুশি। মিয়ামি তার ও তার পরিবারের জন্য খুব পছন্দের এক জায়গা। এই লিগটা দ্রুত এগোচ্ছে। আমার মনে হচ্ছে, মিয়ামিতে সে ইতিহাস গড়তে যাচ্ছে। তার সর্বোচ্চ সফলতা চাইছি।’
মিয়ামিতে এরই মধ্যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। অ্যাপার্টমেন্ট কিনতে তাঁর খরচ হয়েছে ৯০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৯৭ কোটি ৩৯ লাখ টাকা। পোর্শ ডিজাইন টাওয়ারের এই বাড়ি তৈরি হয়েছে ২০১৭ সালে। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। আর ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। মেসির নতুন বাড়িতে রয়েছে সিনেমা, গলফ, রেসিং সিমুলেটরস এবং ঘরোয়া পর্যায়ে রেস্তোরাঁর ব্যবস্থা।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৬ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে