ক্রীড়া ডেস্ক
জার্মানিকে হারানো এক রকম অসম্ভবই হয়ে গিয়েছিল পর্তুগালের জন্য। ২০০০ সালের ইউরোর পর অবশ্য তেমন একটা মুখোমুখিও হয়নি এই দল দুটি। আলিয়াঞ্জ অ্যারেনায় পর্তুগাল গত রাতে ২৫ বছর পর মুক্তি পেল জার্মান-জুজু থেকে।
জার্মানিকে সর্বশেষ পর্তুগাল হারিয়েছিল ২০০০ সালের ইউরোতে ৩–০ গোলে। সেই ইউরোর পর ২০০৬ বিশ্বকাপ, ২০০৮ ইউরো, ২০১২ ইউরো, ২০১৪ বিশ্বকাপ, ২০২০ ইউরো—পাঁচবার মুখোমুখি হয়েছে জার্মানি-পর্তুগাল। এই পাঁচ ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে জার্মানরা। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে নতুন গল্প লিখল পর্তুগাল। ২-১ গোলে জিতে নেশনস লিগের ফাইনালের টিকিট কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যাচে রোনালদো নিজেও গোল করেছেন। তাঁর উদযাপনের ছবিসহ ম্যাচের কয়েকটি মুহূর্ত নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘সামনে পর্তুগাল।’ এটা বলে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে প্রতিপক্ষকে হুংকার ছুড়লেন রোনালদো।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে নেশনস লিগের জার্মানি-পর্তুগাল সেমিফাইনালের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছিল। ম্যাচে প্রথম গোলমুখ খোলে জার্মানরা। ৪৮ মিনিটে হোশুয়া কিমিখের পাস থেকে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ। সমতায় ফিরতে পর্তুগালের লেগেছে ১৫ মিনিটে। ৬৩ মিনিটে সমতাসূচক গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড ফ্রান্সিসকো কনকেইসাও। গোল করার ৫ মিনিট আগে কনকেইসাও নেমেছেন ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের পরিবর্তে।
সমতায় ফেরার পর দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় পর্তুগাল। ৬৩ মিনিটে গোল করেন রোনালদো। তাঁকে অ্যাসিস্ট করেন নুনো মেন্দেস। কনকেইসাও-রোনালদোর গোলে পিছিয়ে পড়েও পর্তুগাল ২-১ ব্যবধানে জিতেছে। শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘দলের জন্য এই জয়টা অসাধারণ। কৌশলগত দিক থেকে আমরা অসাধারণ ছিলাম। প্রতিশ্রুতি ছিল। জার্মানির বিপক্ষে জিতলাম। এই জয়টা উপভোগ করা উচিত।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা তো আগে থেকেই রোনালদোর। উয়েফা নেশনস লিগের প্রথম সেমিফাইনালে গোল করে আরেকটু এগিয়ে গেলেন তিনি। পর্তুগালের জার্সিতে ২২০ ম্যাচে তাঁর গোল ১৩৭। আর ফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ কারা হবে, সেটা জানা যাবে আজ রাতে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন–ফ্রান্স। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় এমএইপি অ্যারেনায় শুরু হবে স্পেন-ফ্রান্স। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে পর্তুগাল রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।
জার্মানিকে হারানো এক রকম অসম্ভবই হয়ে গিয়েছিল পর্তুগালের জন্য। ২০০০ সালের ইউরোর পর অবশ্য তেমন একটা মুখোমুখিও হয়নি এই দল দুটি। আলিয়াঞ্জ অ্যারেনায় পর্তুগাল গত রাতে ২৫ বছর পর মুক্তি পেল জার্মান-জুজু থেকে।
জার্মানিকে সর্বশেষ পর্তুগাল হারিয়েছিল ২০০০ সালের ইউরোতে ৩–০ গোলে। সেই ইউরোর পর ২০০৬ বিশ্বকাপ, ২০০৮ ইউরো, ২০১২ ইউরো, ২০১৪ বিশ্বকাপ, ২০২০ ইউরো—পাঁচবার মুখোমুখি হয়েছে জার্মানি-পর্তুগাল। এই পাঁচ ম্যাচের প্রত্যেকটিতেই জিতেছে জার্মানরা। আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে নতুন গল্প লিখল পর্তুগাল। ২-১ গোলে জিতে নেশনস লিগের ফাইনালের টিকিট কাটল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ম্যাচে রোনালদো নিজেও গোল করেছেন। তাঁর উদযাপনের ছবিসহ ম্যাচের কয়েকটি মুহূর্ত নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড লিখেছেন, ‘সামনে পর্তুগাল।’ এটা বলে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে প্রতিপক্ষকে হুংকার ছুড়লেন রোনালদো।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতে নেশনস লিগের জার্মানি-পর্তুগাল সেমিফাইনালের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছিল। ম্যাচে প্রথম গোলমুখ খোলে জার্মানরা। ৪৮ মিনিটে হোশুয়া কিমিখের পাস থেকে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ। সমতায় ফিরতে পর্তুগালের লেগেছে ১৫ মিনিটে। ৬৩ মিনিটে সমতাসূচক গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড ফ্রান্সিসকো কনকেইসাও। গোল করার ৫ মিনিট আগে কনকেইসাও নেমেছেন ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের পরিবর্তে।
সমতায় ফেরার পর দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় পর্তুগাল। ৬৩ মিনিটে গোল করেন রোনালদো। তাঁকে অ্যাসিস্ট করেন নুনো মেন্দেস। কনকেইসাও-রোনালদোর গোলে পিছিয়ে পড়েও পর্তুগাল ২-১ ব্যবধানে জিতেছে। শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘দলের জন্য এই জয়টা অসাধারণ। কৌশলগত দিক থেকে আমরা অসাধারণ ছিলাম। প্রতিশ্রুতি ছিল। জার্মানির বিপক্ষে জিতলাম। এই জয়টা উপভোগ করা উচিত।’
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা তো আগে থেকেই রোনালদোর। উয়েফা নেশনস লিগের প্রথম সেমিফাইনালে গোল করে আরেকটু এগিয়ে গেলেন তিনি। পর্তুগালের জার্সিতে ২২০ ম্যাচে তাঁর গোল ১৩৭। আর ফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ কারা হবে, সেটা জানা যাবে আজ রাতে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন–ফ্রান্স। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় এমএইপি অ্যারেনায় শুরু হবে স্পেন-ফ্রান্স। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে পর্তুগাল রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
১ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
৪ ঘণ্টা আগে