অনলাইন ডেস্ক
হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
তবে বছরের শেষ দিকে এসে কিছুটা স্বস্তির দেখা পেল ঢাকা ওয়ান্ডারার্স। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারানো ফর্টিস এফসি থেকে এক পয়েন্ট নিয়েছে দলটি। আরেক ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এখন পর্যন্ত রহমতগঞ্জ আছে দারুণ ছন্দে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন দুইয়ে।
ব্রাদার্সের বিপক্ষে রহমতগঞ্জের জয়ের ম্যাচে অবদান রাখেন নাবীব নেওয়াজ জীবন ও বোয়াটেং। ৭৯ মিনিটে জীবনের গোলে প্রাণ ফিরে পায় রহমতগঞ্জ। এরপর যোগ করা মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোয়াটেং। ব্রাদার্সের একমাত্র গোলদাতা সেনেগালের মিডফিল্ডার চেইক সেনে। চলমান মৌসুমে লিগে চারটি করে গোল করেছেন সেনে ও জীবন। তাদের চেয়ে এক গোল বেশি দিয়াবাতে ও পুলিশ এফসির আল আমিনের।
এ দিকে লিগের চতুর্থ রাউন্ড শেষে চট্টগ্রাম আবাহনীই একমাত্র দল, যারা এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। যথারীতি পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। আর প্রথম জয়ের স্বাদ পাওয়া ফকিরেরপুল ৩ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলের এক ধাপ ওপরে, অষ্টম স্থানে। মোহামেডান ধরে রেখেছে তাদের শীর্ষস্থান। আর ছন্দ হারানো কিংসের অর্জন ৪ ম্যাচে ৬ পয়েন্ট। তাদের অবস্থান এখন পাঁচে।
হেরেই চলেছে চট্টগ্রাম আবাহনী। দল গঠন নিয়েই ছিল তাদের নানা শঙ্কা। সেই শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেও নেই জয়ের দেখা। এখন পর্যন্ত চার ম্যাচ খেলা বন্দর নগরীর ক্লাবটি জেতেনি একটিতেও। আজ তারা ফকিরেরপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
তবে বছরের শেষ দিকে এসে কিছুটা স্বস্তির দেখা পেল ঢাকা ওয়ান্ডারার্স। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসকে হারানো ফর্টিস এফসি থেকে এক পয়েন্ট নিয়েছে দলটি। আরেক ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এখন পর্যন্ত রহমতগঞ্জ আছে দারুণ ছন্দে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন দুইয়ে।
ব্রাদার্সের বিপক্ষে রহমতগঞ্জের জয়ের ম্যাচে অবদান রাখেন নাবীব নেওয়াজ জীবন ও বোয়াটেং। ৭৯ মিনিটে জীবনের গোলে প্রাণ ফিরে পায় রহমতগঞ্জ। এরপর যোগ করা মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বোয়াটেং। ব্রাদার্সের একমাত্র গোলদাতা সেনেগালের মিডফিল্ডার চেইক সেনে। চলমান মৌসুমে লিগে চারটি করে গোল করেছেন সেনে ও জীবন। তাদের চেয়ে এক গোল বেশি দিয়াবাতে ও পুলিশ এফসির আল আমিনের।
এ দিকে লিগের চতুর্থ রাউন্ড শেষে চট্টগ্রাম আবাহনীই একমাত্র দল, যারা এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। যথারীতি পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। আর প্রথম জয়ের স্বাদ পাওয়া ফকিরেরপুল ৩ পয়েন্ট নিয়ে আছে অবনমন অঞ্চলের এক ধাপ ওপরে, অষ্টম স্থানে। মোহামেডান ধরে রেখেছে তাদের শীর্ষস্থান। আর ছন্দ হারানো কিংসের অর্জন ৪ ম্যাচে ৬ পয়েন্ট। তাদের অবস্থান এখন পাঁচে।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১০ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে