Ajker Patrika

মেসির জন্য তর সইছে না এমবাপ্পের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৭: ৫১
মেসির জন্য তর সইছে না এমবাপ্পের

বিশ্বকাপের পর পিএসজির হয়ে গত রাতে মাঠে নেমেছেন কিলিয়ান এমবাপ্পে। ফিরেই দলকে জিতিয়েছেন। ১-১ সমতায় যখন খেলা ড্রয়ের দিকে এগোচ্ছিল, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এমবাপ্পেকে ফাউল করায় পেনাল্টি পায় পিএসজি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।

বিশ্বকাপের পর গতপরশু শুরু হয় ফরাসি লিগ-ওয়ানের খেলা। তাই স্ত্রাসবুর্গকে হারানোর পর এমবাপ্পের সামনে আসে বিশ্বকাপ প্রসঙ্গও। সাম্প্রতিক একটি গুঞ্জন ওঠে, লিওনেল মেসির সঙ্গে পিএসজিতে একসঙ্গে খেলতে চান না ফরাসি ফরোয়ার্ড। অবশ্য এই ব্যাপারে এমবাপ্পের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে গতকাল তাঁর বক্তব্যে ফুটে উঠেছে শান্তি ও স্পোর্টসম্যানশিপের বার্তা।

মেসিকে সম্মানের সবই দেখিয়েছেন এমবাপ্পে। ফ্রান্সের এই ফুটবল তারকা বললেন, ‘আমি ফাইনাল ম্যাচ শেষে লিওর (মেসি) সঙ্গে কথা বলেছি এবং তাকে অভিনন্দন জানিয়েছি। মেসি সারা জীবন বিশ্বকাপের জন্য অপেক্ষা করেছে। আমিও করেছি; কিন্তু ব্যর্থ হয়েছি। সবকিছুতে ভালো করার জন্য আপনাকে সব সময় একজন ভালো ক্রীড়াবিদ হতে হবে।’

এমবাপ্পে জানিয়েছেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির অপেক্ষায় আছেন তাঁরা। মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পিএসজির হয়ে জিততে চান এমবাপ্পে। ফরাসি তারকা বলেছেন, ‘আমরা লিওর ফিরে আসার জন্য অপেক্ষা করছি। যাতে আমরা খেলায় জেতা শুরু করতে পারি এবং আবার গোল করা শুরু করতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত