আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে আন্তোনিও মাতেও লাহোজ যেন কার্ড দেখানোর রেকর্ড গড়তে নেমেছিলেন। লুসাইলে গতকাল একটু পরপরই তিনি পকেট থেকে উঠিয়ে কার্ড বের করছিলেন। স্প্যানিশ এই রেফারিকে নিয়ে ক্ষোভ ঝেড়েছেন লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ।
লোহাজ গতকাল কোয়ার্টার ফাইনালে যেন নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। ফুটবলারদের একটু অসতর্কতা, ডাগআউট থেকে কোচিং স্টাফ, বদলি খেলোয়াড় সবাইকে কার্ড দেখাচ্ছিলেন। যাচ্ছিলেন না কেউই। ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ এই রেফারি, যার মধ্যে আছেন আর্জেন্টাইন কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্কালোনি। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুই দলকেই আটটি করে হলুদ কার্ড দেখিয়েছেন, যেখানে টাইব্রেকারের সময় দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন ডেনজেল ডামফ্রিস। পেনাল্টি শ্যুটআউটের সময় হলুদ কার্ড দেখেন ডাচ ফরোয়ার্ড নোয়া ল্যাং।
এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লোহাজকে রেফারির দায়িত্ব দেওয়ায় ক্ষেপেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সবাই দেখেছে কী হয়েছে। ফিফার এ ব্যাপারে ভেবে দেখা উচিত। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারি তারা রাখতে পারে না। রেফারি তাঁর কাজে ব্যর্থ হলে তো হবে না।’
মেসির মতো এমিলিয়ানো মার্তিনেজও রেফারি লাহোজের কঠোর সমালোচনা করেছেন। মার্তিনেজ স্প্যানিশ এই রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘রেফারি সবকিছু তাদের (নেদারল্যান্ডস) পক্ষে দিচ্ছিলেন। কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ১০ মিনিট দিয়েছেন। দুই থেকে তিনবার বক্সের বাইরে থেকে তাদের ফ্রিকিক নিতে দিয়েছিলেন। তাদেরই গোল করতে দিতে চেয়েছিলেন। তিনি ব্যর্থ রেফারি। তাঁর মতো রেফারি আমরা আর চাই না।’
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে আন্তোনিও মাতেও লাহোজ যেন কার্ড দেখানোর রেকর্ড গড়তে নেমেছিলেন। লুসাইলে গতকাল একটু পরপরই তিনি পকেট থেকে উঠিয়ে কার্ড বের করছিলেন। স্প্যানিশ এই রেফারিকে নিয়ে ক্ষোভ ঝেড়েছেন লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজ।
লোহাজ গতকাল কোয়ার্টার ফাইনালে যেন নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। ফুটবলারদের একটু অসতর্কতা, ডাগআউট থেকে কোচিং স্টাফ, বদলি খেলোয়াড় সবাইকে কার্ড দেখাচ্ছিলেন। যাচ্ছিলেন না কেউই। ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন স্প্যানিশ এই রেফারি, যার মধ্যে আছেন আর্জেন্টাইন কোচিং স্টাফ ওয়াল্টার সামুয়েল এবং কোচ স্কালোনি। আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস দুই দলকেই আটটি করে হলুদ কার্ড দেখিয়েছেন, যেখানে টাইব্রেকারের সময় দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন ডেনজেল ডামফ্রিস। পেনাল্টি শ্যুটআউটের সময় হলুদ কার্ড দেখেন ডাচ ফরোয়ার্ড নোয়া ল্যাং।
এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে লোহাজকে রেফারির দায়িত্ব দেওয়ায় ক্ষেপেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘সবাই দেখেছে কী হয়েছে। ফিফার এ ব্যাপারে ভেবে দেখা উচিত। গুরুত্বপূর্ণ ম্যাচে এমন রেফারি তারা রাখতে পারে না। রেফারি তাঁর কাজে ব্যর্থ হলে তো হবে না।’
মেসির মতো এমিলিয়ানো মার্তিনেজও রেফারি লাহোজের কঠোর সমালোচনা করেছেন। মার্তিনেজ স্প্যানিশ এই রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আর্জেন্টাইন গোলরক্ষক বলেন, ‘রেফারি সবকিছু তাদের (নেদারল্যান্ডস) পক্ষে দিচ্ছিলেন। কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ১০ মিনিট দিয়েছেন। দুই থেকে তিনবার বক্সের বাইরে থেকে তাদের ফ্রিকিক নিতে দিয়েছিলেন। তাদেরই গোল করতে দিতে চেয়েছিলেন। তিনি ব্যর্থ রেফারি। তাঁর মতো রেফারি আমরা আর চাই না।’
বয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ মিনিট আগেলিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৪৩ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগে