আগামীকাল রাতে অগ্নিপরীক্ষায় নামবে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছে জুলিয়ান নাগেলসমানের দল। সেদিন ভিয়ারিয়ালের আগ্রাসী ফুটবলের সামনে বারবার খেই হারিয়েছে বায়ার্ন। আগামীকাল রাতে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় সেই হারে শোধ নেওয়ার চ্যালেঞ্জ বায়ার্নের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বায়ার্ন সমর্থকেরা। বার্সেলোনার সঙ্গে চুক্তিতে নাকি রাজি হয়ে গেছেন বায়ার্নের প্রাণভোমরা রবার্ট লেভানডফস্কি। চ্যাম্পিয়স লিগের শেষ আটের ম্যাচের আগে এই বোমা ফাটিয়েছেন পোলিশ সাংবাদিক সেবাস্তিয়ান স্তাসজেস্কি।
কদিন ধরেই লেভার বার্সায় যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে স্তাসজেস্কি জানালেন, এই গুঞ্জন এখন বাস্তবতা। তিন বছরের চুক্তিতে বার্সায় খেলতে যাবেন সময়ের অন্যতম এই স্ট্রাইকার। দুই পক্ষের মধ্যে চূড়ান্ত কথাও হয়ে গেছে।
এর আগে বার্সার পক্ষ থেকে বলা হয়েছিল, তারা শীর্ষ স্থানীয় নাম্বার নাইনের খোঁজে আছে। সে সময় আর্লিং হালান্ডকে নিয়েও অনেক কথা শোনা গিয়েছিল। তবে এরপর আলাপের মোড় ঘুরে যায়। বিশেষ করে স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ আসার পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সা। যার ধারাবাহিকতায় আগামী মৌসুমে শক্তি বাড়াতে এখন লেভাকেই দলে টানছে কাতালান পরাশক্তিরা।
স্তাসজেস্কি বলেছেন, লেভাকে দলে পেতে প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল চুক্তি প্রস্তাব করেছিল। তবে লেভা এই তিন ক্লাবের বদলে বার্সাতে যাওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
ইউরোপীয় ক্লাব ফুটবলের দলবদলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। নিশ্চিত সিদ্ধান্তও এখানে বদলে যেতে সময় লাগে না। লেভার ক্ষেত্রেও তেমন কিছু হয় কি না সেটাই দেখার অপেক্ষা।
আগামীকাল রাতে অগ্নিপরীক্ষায় নামবে বায়ার্ন মিউনিখ। প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ১-০ গোলে হেরে এসেছে জুলিয়ান নাগেলসমানের দল। সেদিন ভিয়ারিয়ালের আগ্রাসী ফুটবলের সামনে বারবার খেই হারিয়েছে বায়ার্ন। আগামীকাল রাতে নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় সেই হারে শোধ নেওয়ার চ্যালেঞ্জ বায়ার্নের সামনে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল বায়ার্ন সমর্থকেরা। বার্সেলোনার সঙ্গে চুক্তিতে নাকি রাজি হয়ে গেছেন বায়ার্নের প্রাণভোমরা রবার্ট লেভানডফস্কি। চ্যাম্পিয়স লিগের শেষ আটের ম্যাচের আগে এই বোমা ফাটিয়েছেন পোলিশ সাংবাদিক সেবাস্তিয়ান স্তাসজেস্কি।
কদিন ধরেই লেভার বার্সায় যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে স্তাসজেস্কি জানালেন, এই গুঞ্জন এখন বাস্তবতা। তিন বছরের চুক্তিতে বার্সায় খেলতে যাবেন সময়ের অন্যতম এই স্ট্রাইকার। দুই পক্ষের মধ্যে চূড়ান্ত কথাও হয়ে গেছে।
এর আগে বার্সার পক্ষ থেকে বলা হয়েছিল, তারা শীর্ষ স্থানীয় নাম্বার নাইনের খোঁজে আছে। সে সময় আর্লিং হালান্ডকে নিয়েও অনেক কথা শোনা গিয়েছিল। তবে এরপর আলাপের মোড় ঘুরে যায়। বিশেষ করে স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজ আসার পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সা। যার ধারাবাহিকতায় আগামী মৌসুমে শক্তি বাড়াতে এখন লেভাকেই দলে টানছে কাতালান পরাশক্তিরা।
স্তাসজেস্কি বলেছেন, লেভাকে দলে পেতে প্যারিস সেন্ট জার্মেই, ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল চুক্তি প্রস্তাব করেছিল। তবে লেভা এই তিন ক্লাবের বদলে বার্সাতে যাওয়াকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।
ইউরোপীয় ক্লাব ফুটবলের দলবদলে অবশ্য শেষ কথা বলে কিছু নেই। নিশ্চিত সিদ্ধান্তও এখানে বদলে যেতে সময় লাগে না। লেভার ক্ষেত্রেও তেমন কিছু হয় কি না সেটাই দেখার অপেক্ষা।
বিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
১৩ মিনিট আগেলিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
২ ঘণ্টা আগে২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
২ ঘণ্টা আগে