রক্ষণভাগে দুর্দান্ত লিসান্দ্রো মার্তিনেজ ‘কসাই’ উপাধি পেয়েছেন অনেক আগেই। কারণ আর্জেন্টিনার এই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষ দলের গোল করা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। মাঝে মধ্যে খেলোয়াড়দের এমনভাবে চ্যালেঞ্জ করেন, যেটার কারণে তিনি পড়ে যান তোপের মুখে।
মার্তিনেজকে নিয়ে এবারের সমালোচনার কারণ গত রাতে প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে মাঝমাঠে চেলসির ফরোয়ার্ড কোল পালমারকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন মার্তিনেজ। বলের দখল নিতে গিয়ে পালমারের পায়ে লাথি মেরে বসেন মার্তিনেজ। আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে তখন হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেলসি কোচ এনজো মারেস্কা বলেন, ‘হ্যাঁ। আমি তো বলেছি। আমার কাছে যদি কেউ বলের পেছনে না ছুটে খেলোয়াড়কে তাড়া করে, তাহলে নিশ্চিতভাবেই এটা লাল কার্ড।’
ওল্ড ট্রাফোর্ডে গত রাতে রেফারি রবার্ট জোনস প্রথমে হলুদ কার্ড দেখালে পরে সেটা চ্যালেঞ্জ করা হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেটা পর্যালোচনা করে দেখেছেন, জোনসের সিদ্ধান্তই সঠিক। পালমারের অবস্থা বলতে গিয়ে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন চেলসি কোচ মারেস্কা। সংবাদ সম্মেলনে চেলসি কোচ বলেন,‘সে (পালমার) সেখানে বরফ নিয়ে ছিল। আমরা এখন অপেক্ষা করছি। এটা তেমন গুরুত্বপূর্ণ না। আমি জানি যে রেফারির সিদ্ধান্ত নিয়ে আমাকে প্রশ্ন করবেন। তারা (ভিএআর) সংবাদ সম্মেলনের আগেই আমাকে দেখিয়েছিলেন। আমাদের সবার কাছেই তো এটা স্পষ্ট। তবে রেফারি ভিন্ন সিদ্ধান্ত নিলেন।’
ম্যান ইউনাইটেড-চেলসি ম্যাচ গত রাতে ১-১ গোলে ড্র হয়েছে। যেখানে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। সমতায় চেলসি ফিরেছে দ্রুতই। সমতাসূচক গোলটি করেন চেলসির মিডফিল্ডার মইসেস কাইসেদো। ২৫ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। তবে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা বিবর্ণ। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে ম্যান ইউ। প্রত্যেকেই ১০টি করে ম্যাচ খেলেছে।
রক্ষণভাগে দুর্দান্ত লিসান্দ্রো মার্তিনেজ ‘কসাই’ উপাধি পেয়েছেন অনেক আগেই। কারণ আর্জেন্টিনার এই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষ দলের গোল করা রীতিমতো দুঃসাধ্য ব্যাপার। মাঝে মধ্যে খেলোয়াড়দের এমনভাবে চ্যালেঞ্জ করেন, যেটার কারণে তিনি পড়ে যান তোপের মুখে।
মার্তিনেজকে নিয়ে এবারের সমালোচনার কারণ গত রাতে প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে মাঝমাঠে চেলসির ফরোয়ার্ড কোল পালমারকে বাজেভাবে চ্যালেঞ্জ করেন মার্তিনেজ। বলের দখল নিতে গিয়ে পালমারের পায়ে লাথি মেরে বসেন মার্তিনেজ। আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে তখন হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চেলসি কোচ এনজো মারেস্কা বলেন, ‘হ্যাঁ। আমি তো বলেছি। আমার কাছে যদি কেউ বলের পেছনে না ছুটে খেলোয়াড়কে তাড়া করে, তাহলে নিশ্চিতভাবেই এটা লাল কার্ড।’
ওল্ড ট্রাফোর্ডে গত রাতে রেফারি রবার্ট জোনস প্রথমে হলুদ কার্ড দেখালে পরে সেটা চ্যালেঞ্জ করা হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেটা পর্যালোচনা করে দেখেছেন, জোনসের সিদ্ধান্তই সঠিক। পালমারের অবস্থা বলতে গিয়ে ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়েও কথা বলেছেন চেলসি কোচ মারেস্কা। সংবাদ সম্মেলনে চেলসি কোচ বলেন,‘সে (পালমার) সেখানে বরফ নিয়ে ছিল। আমরা এখন অপেক্ষা করছি। এটা তেমন গুরুত্বপূর্ণ না। আমি জানি যে রেফারির সিদ্ধান্ত নিয়ে আমাকে প্রশ্ন করবেন। তারা (ভিএআর) সংবাদ সম্মেলনের আগেই আমাকে দেখিয়েছিলেন। আমাদের সবার কাছেই তো এটা স্পষ্ট। তবে রেফারি ভিন্ন সিদ্ধান্ত নিলেন।’
ম্যান ইউনাইটেড-চেলসি ম্যাচ গত রাতে ১-১ গোলে ড্র হয়েছে। যেখানে প্রথমার্ধ ছিল গোলশূন্য ড্র। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোলমুখ খোলেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। সমতায় চেলসি ফিরেছে দ্রুতই। সমতাসূচক গোলটি করেন চেলসির মিডফিল্ডার মইসেস কাইসেদো। ২৫ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। তবে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা বিবর্ণ। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৩ নম্বরে ম্যান ইউ। প্রত্যেকেই ১০টি করে ম্যাচ খেলেছে।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৩ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে