নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হয়তো প্রশংসা শোনার আশা নিয়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন হাভিয়ের কাবরেরা। কিন্তু তার স্ট্রাইকাররা কেন গোল করতে পারছেন না শুনেই খেপে গেলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ।
শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের অভিজ্ঞ স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে এশিয়ান কাপের বাছাইপর্বের ক্যাম্প থেকে নিজেই বাদ দিয়েছিলেন কাবরেরা। চোটের কারণে মালয়েশিয়া যেতে পারেননি সুমন রেজা। এশিয়ান কাপ বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে কাবরেরা স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন অনভিজ্ঞ সাজ্জাদ হোসেন। মাত্রই তৃতীয় আন্তর্জাতিক ফুটবল খেলতে নামা সাজ্জাদ আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে সুযোগ পেলেন অসংখ্য কিন্তু কাজে লাগাতে পারলেন না কোনোটাই। বুকিত জলিল স্টেডিয়ামে বাংলাদেশ হেরেছে ২-১ গোলে।
সাজ্জাদকে নিয়ে প্রশ্ন শুনেই খেপে গেলেন কাবরেরা। সংবাদমাধ্যমকে সরাসরি জিজ্ঞেস করে বসলেন, ‘এমন ম্যাচেও কী আপনারা ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না?’ হারের ম্যাচে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে কাবরেরার উত্তর ছিল এমন, ‘আপনারাই বলুন আজকে আমাদের কয়টা সুযোগ ছিল? ৫-৬ টা? এটা অবশ্যই ইতিবাচক দিক। আমরা এমন সব দলের বিপক্ষে খেলছি যারা আমাদের ৫০,৬০ এমনকি ১০০ ধাপ এগিয়ে। সুতরাং দয়া করে নেতিবাচক কিছু বলবেন না। খুব সহজ হিসাব!’
হারলেও দলকে নিয়ে গর্বিত বাংলাদেশ কোচ, ‘গর্বিত, একই সঙ্গে খারাপও লাগছে যে আমাদের যে ফলটা প্রাপ্য ছিল সেটা আজ পাইনি। আজ ম্যাচ জেতার ভালো সুযোগ ছিলা আমাদের। আগের ম্যাচে কর্নার থেকে গোল খাওয়ার পর আজকেও আমরা সেই কর্নার থেকেই শুরুতে গোল হজম করলাম। শুরুতে গোল খেলেও ছেলেদের ম্যাচে ফেরার তাড়না আর শক্তি ছিল। প্রথমার্ধে আমরাই ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছিলাম।’
সংবাদমাধ্যমের প্রশ্নে খেপলেও নিজেই সুযোগ নষ্টের আক্ষেপে পুড়েছেন কাবরেরা, ‘কাউন্টার অ্যাটাক থেকে আমাদের গোলের সুযোগ আছে। পেয়েছিলামও কিন্তু সুযোগগুলো নষ্ট হলো। এমনকি শেষ দিকেও ফ্রি-কিক থেকেও গোলের সুযোগ ছিল কিন্তু আমরা পারলাম না।’
তুর্কমেনিস্তানের বিপক্ষে কাউন্টার অ্যাটাকের সঙ্গে বল নিয়ন্ত্রণে নিয়েও খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে খেলায় ছিল দাপট। এভাবে খেললে ভবিষ্যতে ভালো কিছুই দেখছেন বাংলাদেশ কোচ, ‘ইন্দোনেশিয়া ম্যাচ থেকে আমরা খেলার ধরন পাল্টেছি। সেই ম্যাচে ভালো একটা লড়াই হয়েছিল, এরপর আজকেও লড়াই হলো। এভাবেই আমরা একটা একটা ধাপ ধরে এগোব। সবার সঙ্গে লড়াই করব আর এটাই আমাদের লক্ষ্য। তবে এটা সত্যি আমাদের ভালো একটা ফল প্রাপ্য ছিল আজকে।’
হয়তো প্রশংসা শোনার আশা নিয়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন হাভিয়ের কাবরেরা। কিন্তু তার স্ট্রাইকাররা কেন গোল করতে পারছেন না শুনেই খেপে গেলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ।
শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের অভিজ্ঞ স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে এশিয়ান কাপের বাছাইপর্বের ক্যাম্প থেকে নিজেই বাদ দিয়েছিলেন কাবরেরা। চোটের কারণে মালয়েশিয়া যেতে পারেননি সুমন রেজা। এশিয়ান কাপ বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে কাবরেরা স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন অনভিজ্ঞ সাজ্জাদ হোসেন। মাত্রই তৃতীয় আন্তর্জাতিক ফুটবল খেলতে নামা সাজ্জাদ আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে সুযোগ পেলেন অসংখ্য কিন্তু কাজে লাগাতে পারলেন না কোনোটাই। বুকিত জলিল স্টেডিয়ামে বাংলাদেশ হেরেছে ২-১ গোলে।
সাজ্জাদকে নিয়ে প্রশ্ন শুনেই খেপে গেলেন কাবরেরা। সংবাদমাধ্যমকে সরাসরি জিজ্ঞেস করে বসলেন, ‘এমন ম্যাচেও কী আপনারা ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না?’ হারের ম্যাচে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে কাবরেরার উত্তর ছিল এমন, ‘আপনারাই বলুন আজকে আমাদের কয়টা সুযোগ ছিল? ৫-৬ টা? এটা অবশ্যই ইতিবাচক দিক। আমরা এমন সব দলের বিপক্ষে খেলছি যারা আমাদের ৫০,৬০ এমনকি ১০০ ধাপ এগিয়ে। সুতরাং দয়া করে নেতিবাচক কিছু বলবেন না। খুব সহজ হিসাব!’
হারলেও দলকে নিয়ে গর্বিত বাংলাদেশ কোচ, ‘গর্বিত, একই সঙ্গে খারাপও লাগছে যে আমাদের যে ফলটা প্রাপ্য ছিল সেটা আজ পাইনি। আজ ম্যাচ জেতার ভালো সুযোগ ছিলা আমাদের। আগের ম্যাচে কর্নার থেকে গোল খাওয়ার পর আজকেও আমরা সেই কর্নার থেকেই শুরুতে গোল হজম করলাম। শুরুতে গোল খেলেও ছেলেদের ম্যাচে ফেরার তাড়না আর শক্তি ছিল। প্রথমার্ধে আমরাই ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছিলাম।’
সংবাদমাধ্যমের প্রশ্নে খেপলেও নিজেই সুযোগ নষ্টের আক্ষেপে পুড়েছেন কাবরেরা, ‘কাউন্টার অ্যাটাক থেকে আমাদের গোলের সুযোগ আছে। পেয়েছিলামও কিন্তু সুযোগগুলো নষ্ট হলো। এমনকি শেষ দিকেও ফ্রি-কিক থেকেও গোলের সুযোগ ছিল কিন্তু আমরা পারলাম না।’
তুর্কমেনিস্তানের বিপক্ষে কাউন্টার অ্যাটাকের সঙ্গে বল নিয়ন্ত্রণে নিয়েও খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে খেলায় ছিল দাপট। এভাবে খেললে ভবিষ্যতে ভালো কিছুই দেখছেন বাংলাদেশ কোচ, ‘ইন্দোনেশিয়া ম্যাচ থেকে আমরা খেলার ধরন পাল্টেছি। সেই ম্যাচে ভালো একটা লড়াই হয়েছিল, এরপর আজকেও লড়াই হলো। এভাবেই আমরা একটা একটা ধাপ ধরে এগোব। সবার সঙ্গে লড়াই করব আর এটাই আমাদের লক্ষ্য। তবে এটা সত্যি আমাদের ভালো একটা ফল প্রাপ্য ছিল আজকে।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে