Ajker Patrika

‘নেতিবাচক কিছু বলবেন না, সহজ হিসাব’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

হয়তো প্রশংসা শোনার আশা নিয়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন হাভিয়ের কাবরেরা। কিন্তু তার স্ট্রাইকাররা কেন গোল করতে পারছেন না শুনেই খেপে গেলেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ।

শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের অভিজ্ঞ স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে এশিয়ান কাপের বাছাইপর্বের ক্যাম্প থেকে নিজেই বাদ দিয়েছিলেন কাবরেরা। চোটের কারণে মালয়েশিয়া যেতে পারেননি সুমন রেজা। এশিয়ান কাপ বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে কাবরেরা স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন অনভিজ্ঞ সাজ্জাদ হোসেন। মাত্রই তৃতীয় আন্তর্জাতিক ফুটবল খেলতে নামা সাজ্জাদ আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে সুযোগ পেলেন অসংখ্য কিন্তু কাজে লাগাতে পারলেন না কোনোটাই। বুকিত জলিল স্টেডিয়ামে বাংলাদেশ হেরেছে ২-১ গোলে। 

সাজ্জাদকে নিয়ে প্রশ্ন শুনেই খেপে গেলেন কাবরেরা। সংবাদমাধ্যমকে সরাসরি জিজ্ঞেস করে বসলেন, ‘এমন ম্যাচেও কী আপনারা ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না?’ হারের ম্যাচে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে কাবরেরার উত্তর ছিল এমন, ‘আপনারাই বলুন আজকে আমাদের কয়টা সুযোগ ছিল? ৫-৬ টা? এটা অবশ্যই ইতিবাচক দিক। আমরা এমন সব দলের বিপক্ষে খেলছি যারা আমাদের ৫০,৬০ এমনকি ১০০ ধাপ এগিয়ে। সুতরাং দয়া করে নেতিবাচক কিছু বলবেন না। খুব সহজ হিসাব!’ 
 
হারলেও দলকে নিয়ে গর্বিত বাংলাদেশ কোচ, ‘গর্বিত, একই সঙ্গে খারাপও লাগছে যে আমাদের যে ফলটা প্রাপ্য ছিল সেটা আজ পাইনি। আজ ম্যাচ জেতার ভালো সুযোগ ছিলা আমাদের। আগের ম্যাচে কর্নার থেকে গোল খাওয়ার পর আজকেও আমরা সেই কর্নার থেকেই শুরুতে গোল হজম করলাম। শুরুতে গোল খেলেও ছেলেদের ম্যাচে ফেরার তাড়না আর শক্তি ছিল। প্রথমার্ধে আমরাই ম্যাচটা নিয়ন্ত্রণে রেখেছিলাম।’ 

সংবাদমাধ্যমের প্রশ্নে খেপলেও নিজেই সুযোগ নষ্টের আক্ষেপে পুড়েছেন কাবরেরা, ‘কাউন্টার অ্যাটাক থেকে আমাদের গোলের সুযোগ আছে। পেয়েছিলামও কিন্তু সুযোগগুলো নষ্ট হলো। এমনকি শেষ দিকেও ফ্রি-কিক থেকেও গোলের সুযোগ ছিল কিন্তু আমরা পারলাম না।’ 

তুর্কমেনিস্তানের বিপক্ষে কাউন্টার অ্যাটাকের সঙ্গে বল নিয়ন্ত্রণে নিয়েও খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে খেলায় ছিল দাপট। এভাবে খেললে ভবিষ্যতে ভালো কিছুই দেখছেন বাংলাদেশ কোচ, ‘ইন্দোনেশিয়া ম্যাচ থেকে আমরা খেলার ধরন পাল্টেছি। সেই ম্যাচে ভালো একটা লড়াই হয়েছিল, এরপর আজকেও লড়াই হলো। এভাবেই আমরা একটা একটা ধাপ ধরে এগোব। সবার সঙ্গে লড়াই করব আর এটাই আমাদের লক্ষ্য। তবে এটা সত্যি আমাদের ভালো একটা ফল প্রাপ্য ছিল আজকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত