নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কাতারে বিশ্বকাপ বাছাইপর্বটা ভাবা হচ্ছিল জেমি ডের অগ্নিপরীক্ষা। কাঠমান্ডুর ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল হারার পর ইংলিশ কোচের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বাছাইপর্ব শেষে অম্ল-মধুর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কোচের পারফরম্যান্স নিয়ে এখনো খুশি নন সালাউদ্দিন। সভাপতির অসন্তুষ্টি থাকলেও জেমি ডেই অবশ্য থাকছেন জামালদের কোচ হয়ে।
‘ই’ গ্রুপে পাঁচ দলের মধ্যে তলানিতে থেকে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। ভারত-আফগানিস্তানের বিপক্ষে দুই ড্রয়ে জামালদের পয়েন্ট ছিল দুই। ২০১৪ সালের পর থেকে এবারও কোনো জয় ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ দল। যদিও এ দুই পয়েন্টেই ভাগ্য খুলেছে বাংলাদেশের। মিলেছে এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলার টিকিট।
জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রতিবেদন জমা দিতে কাল ফেডারেশনে এসেছিলেন জেমি ডে ও সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। সভাপতির সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে পারায় লক্ষ্য পূরণ হয়েছে। দল নিয়ে খুশি সভাপতি। চাকরি নিয়ে সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জেমি বলেছেন, ‘মনে হচ্ছে আমার চেয়ে অন্যদের দুশ্চিন্তা বেশি! কোচদের জীবনটাই এমন। উত্থান-পতন থাকবেই। নিজেকে নিয়ে চিন্তা নেই। আমার লক্ষ্য বাংলাদেশ দলকে এগিয়ে নেওয়া।’
এশিয়ান কাপ বাছাইপর্ব খেলার আগে ছয় মাস সময় পাচ্ছেন জেমি ডে। পাবেন দুটি ফিফা উইন্ডো। দুই ফিফা উইন্ডোতে বড় দলগুলোর সঙ্গে খেলা আর লম্বা পরিকল্পনা ধরে এগোনোর তাগিদ দিয়েছেন ইংলিশ কোচ।
ভালো পরিকল্পনা হাতে নেওয়ার ইচ্ছা থাকলেও আর্থিক দিক থেকে নিজেদের দুর্বলতা ভাবাচ্ছে কাজী সালাউদ্দিনকে। বড় দেশগুলোর সঙ্গে খেলতে বড় অঙ্কের অর্থ খরচ হয় বলে জানিয়েছেন তিনি। আর যে কারণে ইচ্ছা থাকলেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ম্যাচ আয়োজন কঠিন বলে মনে করেন বাফুফে সভাপতি।
জেমি ডের পারফরম্যান্স নিয়ে সরাসরি কিছু বলেননি সালাউদ্দিন। তাঁর চোখে ইংলিশ কোচ ‘দুর্ভাগা’! মানসম্মত খেলোয়াড় বের করতে না পারায় ক্লাবগুলোকে দোষ দিয়েছেন তিনি। জেমিও জাতীয় দল গড়ার মতো ভালো খেলোয়াড় পাচ্ছেন না বলে মন্তব্য তাঁর। ইংলিশ কোচকে নিয়ে ‘খুশি-অখুশি’ বিষয়টি পরিষ্কার না করলেও আগামী বছর চুক্তি শেষ না হওয়া পর্যন্ত জেমির চাকরি থাকছে বলে জানিয়েছেন তিনি।
ঢাকা: কাতারে বিশ্বকাপ বাছাইপর্বটা ভাবা হচ্ছিল জেমি ডের অগ্নিপরীক্ষা। কাঠমান্ডুর ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল হারার পর ইংলিশ কোচের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বাছাইপর্ব শেষে অম্ল-মধুর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। কোচের পারফরম্যান্স নিয়ে এখনো খুশি নন সালাউদ্দিন। সভাপতির অসন্তুষ্টি থাকলেও জেমি ডেই অবশ্য থাকছেন জামালদের কোচ হয়ে।
‘ই’ গ্রুপে পাঁচ দলের মধ্যে তলানিতে থেকে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। ভারত-আফগানিস্তানের বিপক্ষে দুই ড্রয়ে জামালদের পয়েন্ট ছিল দুই। ২০১৪ সালের পর থেকে এবারও কোনো জয় ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ দল। যদিও এ দুই পয়েন্টেই ভাগ্য খুলেছে বাংলাদেশের। মিলেছে এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে খেলার টিকিট।
জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রতিবেদন জমা দিতে কাল ফেডারেশনে এসেছিলেন জেমি ডে ও সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। সভাপতির সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে পারায় লক্ষ্য পূরণ হয়েছে। দল নিয়ে খুশি সভাপতি। চাকরি নিয়ে সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জেমি বলেছেন, ‘মনে হচ্ছে আমার চেয়ে অন্যদের দুশ্চিন্তা বেশি! কোচদের জীবনটাই এমন। উত্থান-পতন থাকবেই। নিজেকে নিয়ে চিন্তা নেই। আমার লক্ষ্য বাংলাদেশ দলকে এগিয়ে নেওয়া।’
এশিয়ান কাপ বাছাইপর্ব খেলার আগে ছয় মাস সময় পাচ্ছেন জেমি ডে। পাবেন দুটি ফিফা উইন্ডো। দুই ফিফা উইন্ডোতে বড় দলগুলোর সঙ্গে খেলা আর লম্বা পরিকল্পনা ধরে এগোনোর তাগিদ দিয়েছেন ইংলিশ কোচ।
ভালো পরিকল্পনা হাতে নেওয়ার ইচ্ছা থাকলেও আর্থিক দিক থেকে নিজেদের দুর্বলতা ভাবাচ্ছে কাজী সালাউদ্দিনকে। বড় দেশগুলোর সঙ্গে খেলতে বড় অঙ্কের অর্থ খরচ হয় বলে জানিয়েছেন তিনি। আর যে কারণে ইচ্ছা থাকলেও শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ম্যাচ আয়োজন কঠিন বলে মনে করেন বাফুফে সভাপতি।
জেমি ডের পারফরম্যান্স নিয়ে সরাসরি কিছু বলেননি সালাউদ্দিন। তাঁর চোখে ইংলিশ কোচ ‘দুর্ভাগা’! মানসম্মত খেলোয়াড় বের করতে না পারায় ক্লাবগুলোকে দোষ দিয়েছেন তিনি। জেমিও জাতীয় দল গড়ার মতো ভালো খেলোয়াড় পাচ্ছেন না বলে মন্তব্য তাঁর। ইংলিশ কোচকে নিয়ে ‘খুশি-অখুশি’ বিষয়টি পরিষ্কার না করলেও আগামী বছর চুক্তি শেষ না হওয়া পর্যন্ত জেমির চাকরি থাকছে বলে জানিয়েছেন তিনি।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৬ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৮ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৯ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১০ ঘণ্টা আগে