Ajker Patrika

মেসিকে চেকমেট দিতে চান রোনালদো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৯: ০৮
Thumbnail image

আধুনিক ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ফুটবলে দুজন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বীও। ক্লাব ক্যারিয়ারে তাঁরা সবকিছু জিতলেও বিশ্বকাপ জিততে পারেননি কখনো। সেই অধরা স্বপ্ন পূরণ করতে কাতার বিশ্বকাপে এসেছেন দুই কিংবদন্তি।

তবে স্বপ্নপূরণের মঞ্চে নামার আগেই বিশ্বকে অবাক করেছেন রোনালদো ও মেসি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী লুই ভিতোঁর ফ্যাশন হাউসের বিজ্ঞাপনী প্রচারণার মডেল হয়েছেন। স্যুটকেসের ওপর দাবার গুটি সাজিয়ে দুই কিংবদন্তি খেলতে মগ্ন আছেন। তাঁদের আইকনিক ছবি দেখে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা। ছবিটিকে শতাব্দীর সেরা ছবি বলা হচ্ছে।

ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সময় কে জিতেছিল, তা জানা যায়নি। তবে মেসিকে চেকমেট দিয়েছিলেন বলে জানিয়েছেন রোনালদো। বার্সেলোনা কিংবদন্তিকে খেলায় চেকমেট করেছেন তিনি। এবার ফুটবলেও আর্জেন্টাইন জাদুকরকে চেকমেট করতে চান পর্তুগিজ কিংবদন্তি।

রোনালদো বলেছেন,‘ শুধু দাবাতেই নয়, আমরা জীবনের ক্ষেত্রেও চেকমেট নিচ্ছি। এবার মেসিকে চেকমেট করতে চাই। দেখা যাক। এটি হলে সুন্দর হবে। যেহেতু দাবার বোর্ডের একটি গেমে হয়েছে, ফুটবলে আরও বেশি হবে।’

দীর্ঘ সময়ের ক্যারিয়ারে নিজেদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, সেখানেই হয়তো চেকমেট দিতে চাচ্ছেন রোনালদো। বয়সের কারণে এবারের বিশ্বকাপই দুজনের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। সেই আভাসটিও বিশ্বকাপ শুরুর আগে দিয়ে রেখেছেন দুজনে। এবারের টুর্নামেন্ট হতে যাচ্ছে তাঁদের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ।

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

বিশ্বকাপের বিষয়ে রোনালদো বলেছেন,‘ এটি আমার পঞ্চম বিশ্বকাপ হতে যাচ্ছে। টুর্নামেন্টে আমার পূর্ণ মনোযোগ রয়েছে। আত্মবিশ্বাস আছে যে ভালো কিছু করব।’

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত