৩২ মিনিটের মধ্যে জোড়া গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবু কিনা জয় নিয়ে দুর্ভাবনায় পড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড! ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা নরউইচ সিটি দুই গোল হজমের পর দারুণভাবে ফিরে আসে ম্যাচে। শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়নি রেড ডেভিলসদের। ৭৬ মিনিটে জয়সূচক গোল করে ম্যানইউকে উচ্ছ্বাসে ভাসান সেই রোনালদোই।
পর্তুগিজ তারকার তিনটা গোলই হলো দেখার মতো। একটা গোলের তুলনা হতে পারে অন্যটা। ম্যাচের শেষ দিকে ৩৫ গজি দূরত্বের ফ্রি-কিক থেকে দারুণ এক শটে শেষবারের মতো নরউইচ সিটির জাল কাঁপান রোনালদো। তাঁর প্রথম গোলটা ম্যাচের ৭ মিনিটে। ২৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ যুবরাজ। ম্যাচটা ওখানেই শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু নরউইচ সিটির ঘুম ভাঙল দুই গোল হজমের পর।
প্রথমার্ধের শেষ দিকে ম্যানইউকে একটি গোলের শোধ দেন কিয়েরান ডাওয়েল। বিরতি থেকে ফিরেই স্কোর লাইন ২-২ করেন টিমু পুক্কি। কিন্তু সমতায় ফিরলেও নরউইচ সিটির শেষ রক্ষা হয়নি। সেই রোনালদোই তাদের স্বপ্নের প্রত্যাবর্তন মাটি করে দেন। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ে ফিরল ম্যানইউ। লিগের চলতি মৌসুমে এটা তাদের ১৫ তম জয়। থ্রিলার জয়ে দুই ধাপ এগিয়ে রোনালদোরা উঠে এলেন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট তাঁদের।
ম্যানইউর উৎসব কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে লিগের অন্য ম্যাচে চার ও ছয় নম্বরে থাকা টটেনহাম হটস্পার ও আর্সেনাল হেরে যাওয়ায়। ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে টটেনহাম হেরেছে ১-০ গোলে। একই ব্যবধানে সাউদাম্পটনের মাঠে গিয়ে আবার হেরেছে আর্সেনাল। লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল গানাররা। ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে নেমেছে আর্সেনাল। তবে ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে থাকল টটেনহাম। শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের পয়েন্ট যথাক্রমে ৭৪ ও ৭৩।
৩২ মিনিটের মধ্যে জোড়া গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবু কিনা জয় নিয়ে দুর্ভাবনায় পড়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড! ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার তলানিতে থাকা নরউইচ সিটি দুই গোল হজমের পর দারুণভাবে ফিরে আসে ম্যাচে। শেষ পর্যন্ত পয়েন্ট হারাতে হয়নি রেড ডেভিলসদের। ৭৬ মিনিটে জয়সূচক গোল করে ম্যানইউকে উচ্ছ্বাসে ভাসান সেই রোনালদোই।
পর্তুগিজ তারকার তিনটা গোলই হলো দেখার মতো। একটা গোলের তুলনা হতে পারে অন্যটা। ম্যাচের শেষ দিকে ৩৫ গজি দূরত্বের ফ্রি-কিক থেকে দারুণ এক শটে শেষবারের মতো নরউইচ সিটির জাল কাঁপান রোনালদো। তাঁর প্রথম গোলটা ম্যাচের ৭ মিনিটে। ২৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ যুবরাজ। ম্যাচটা ওখানেই শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছিল। কিন্তু নরউইচ সিটির ঘুম ভাঙল দুই গোল হজমের পর।
প্রথমার্ধের শেষ দিকে ম্যানইউকে একটি গোলের শোধ দেন কিয়েরান ডাওয়েল। বিরতি থেকে ফিরেই স্কোর লাইন ২-২ করেন টিমু পুক্কি। কিন্তু সমতায় ফিরলেও নরউইচ সিটির শেষ রক্ষা হয়নি। সেই রোনালদোই তাদের স্বপ্নের প্রত্যাবর্তন মাটি করে দেন। টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ে ফিরল ম্যানইউ। লিগের চলতি মৌসুমে এটা তাদের ১৫ তম জয়। থ্রিলার জয়ে দুই ধাপ এগিয়ে রোনালদোরা উঠে এলেন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট তাঁদের।
ম্যানইউর উৎসব কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে লিগের অন্য ম্যাচে চার ও ছয় নম্বরে থাকা টটেনহাম হটস্পার ও আর্সেনাল হেরে যাওয়ায়। ঘরের মাঠে ব্রাইটনের বিপক্ষে টটেনহাম হেরেছে ১-০ গোলে। একই ব্যবধানে সাউদাম্পটনের মাঠে গিয়ে আবার হেরেছে আর্সেনাল। লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ হারল গানাররা। ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ছয়ে নেমেছে আর্সেনাল। তবে ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে থাকল টটেনহাম। শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের পয়েন্ট যথাক্রমে ৭৪ ও ৭৩।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৩৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১ ঘণ্টা আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
২ ঘণ্টা আগে