কিছুদিন আগে ওয়েইন রুনির রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ৫৬ গোলে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই রেকর্ড গড়েছেন টটেনহামের হয়েও। ২৮০ গোল নিয়ে ক্লাবের শীর্ষ গোলদাতা এই স্ট্রাইকার।
ক্লাব ও জাতীয় দলের রেকর্ডের মালিক কেইন আরও একটি কীর্তি গড়ার পথে রয়েছেন। সেটি হলো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার। এই মুহূর্তে ২৬০ গোল নিয়ে রেকর্ডটির মালিক অ্যালান শিয়েরার। ইংল্যান্ড ও নিউক্যাসলের কিংবদন্তির চেয়ে অবশ্য বেশ দূরেই আছেন টটেনহামের অধিনায়ক। ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন তিনি।
তবে যেভাবে গোল করছেন, আর দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেললে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কেইন। এমনটি কিছুদিন আগে জানিয়েছেন সর্বোচ্চ গোলদাতা শিয়েরারও। তাঁর রেকর্ডটি উত্তরসূরি ভাঙলে মন খারাপ হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর রেকর্ড ভাঙার সম্ভাবনা কমে এসেছে ২৯ বছর বয়সী তারকা ক্লাব ছাড়তে চাওয়ায়। শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি।
এমনটা শোনার পর তাই মজা করেছেন শিয়েরার। রেকর্ড ধরে রাখতে কেইনের জন্য যেকোনো কিছু করতে চান তিনি। এই কিংবদন্তি বলেছেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ির চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এর পরেই শিয়েরার সত্যটা জানান বাস্তবতার নিরিখে। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, যে কোনো আশাই শেষ পর্যন্ত নিরাশ হবে। হ্যারির বয়স প্রায় ৩০, সে নিজের শরীরের যত্ন নেওয়ার কারণে বড় ধরনের চোট থেকে মুক্তি পেয়েছে। সে কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডে ফিরে এসে পর্যাপ্ত গোল করতে সক্ষম। যদিও আমাকে ছাড়িয়ে যেতে তার এখনো অনেক গোল প্রয়োজন, তবু আমাকে চাবি এবং একটি স্যাট নেভি (ম্যাপ) দিন, আমি চলে যাব।’
কিছুদিন আগে ওয়েইন রুনির রেকর্ড ভেঙেছেন হ্যারি কেইন। ৫৬ গোলে বর্তমানে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা তিনি। একই রেকর্ড গড়েছেন টটেনহামের হয়েও। ২৮০ গোল নিয়ে ক্লাবের শীর্ষ গোলদাতা এই স্ট্রাইকার।
ক্লাব ও জাতীয় দলের রেকর্ডের মালিক কেইন আরও একটি কীর্তি গড়ার পথে রয়েছেন। সেটি হলো প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়ার। এই মুহূর্তে ২৬০ গোল নিয়ে রেকর্ডটির মালিক অ্যালান শিয়েরার। ইংল্যান্ড ও নিউক্যাসলের কিংবদন্তির চেয়ে অবশ্য বেশ দূরেই আছেন টটেনহামের অধিনায়ক। ২১৩ গোল নিয়ে দুইয়ে আছেন তিনি।
তবে যেভাবে গোল করছেন, আর দুই মৌসুম প্রিমিয়ার লিগে খেললে রেকর্ডটি নিজের করে নিতে পারবেন কেইন। এমনটি কিছুদিন আগে জানিয়েছেন সর্বোচ্চ গোলদাতা শিয়েরারও। তাঁর রেকর্ডটি উত্তরসূরি ভাঙলে মন খারাপ হবে না বলেও জানিয়েছেন তিনি। তবে তাঁর রেকর্ড ভাঙার সম্ভাবনা কমে এসেছে ২৯ বছর বয়সী তারকা ক্লাব ছাড়তে চাওয়ায়। শোনা যাচ্ছে, বায়ার্ন মিউনিখে যোগ দিতে পারেন তিনি।
এমনটা শোনার পর তাই মজা করেছেন শিয়েরার। রেকর্ড ধরে রাখতে কেইনের জন্য যেকোনো কিছু করতে চান তিনি। এই কিংবদন্তি বলেছেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ির চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এর পরেই শিয়েরার সত্যটা জানান বাস্তবতার নিরিখে। তিনি বলেন, ‘সত্যি হচ্ছে, যে কোনো আশাই শেষ পর্যন্ত নিরাশ হবে। হ্যারির বয়স প্রায় ৩০, সে নিজের শরীরের যত্ন নেওয়ার কারণে বড় ধরনের চোট থেকে মুক্তি পেয়েছে। সে কয়েক বছরের মধ্যে ইংল্যান্ডে ফিরে এসে পর্যাপ্ত গোল করতে সক্ষম। যদিও আমাকে ছাড়িয়ে যেতে তার এখনো অনেক গোল প্রয়োজন, তবু আমাকে চাবি এবং একটি স্যাট নেভি (ম্যাপ) দিন, আমি চলে যাব।’
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২১ মিনিট আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৩১ মিনিট আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
২ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে