ক্রীড়া ডেস্ক
সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের দুয়োধ্বনি বেশ সাধারণ ঘটনা। অভিষেক হোক বা শেষ দিন-গ্যালারি থেকে খেলোয়াড়দের শুনতে হয় দুয়োধ্বনি। গতকাল এমন দুয়োধ্বনির পাল্টা জবাব দিলেন জলাতান ইব্রাহিমোভিচ।
গতকাল ছিল সিরি ‘আ’ এর চলতি মৌসুমের শেষ দিন। সান সিরোতে ভেরোনার মুখোমুখি হয় এসি মিলান। এসি মিলানের দলে না থাকলেও এই ম্যাচেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রা। এই সময় তাঁকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। দুয়োধ্বনির জবাবে তিনি বলেন, ‘দুয়োধ্বনি দিতে থাকুন। আমাকে দেখাটাই আপনার বছরের সেরা মুহূর্ত।’
ইব্রার বিদায়ের দিনে এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে ভেরোনাকে। এসি মিলানের ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন রাফায়েল লিয়াও ও এক গোল করেছেন অলিভিয়ার জিরু। সান সিরোকে বিদায় জানানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ৪১ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার বলেন, ‘মিলানে এসে আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভক্তদের জানাই ধন্যবাদ। আপনারা দুহাত ভরে স্বাগত জানিয়েছেন আমাকে। আপনাদের কারণেই এখানে নিজের ঘরের মতো মনে হয়েছে। আজীবন মিলান ভক্ত হয়েই থাকব। ফুটবলকে বিদায় বলছি, আপনাদের নয়।’
স্বদেশি ক্লাব মালমো এফসি দিয়ে ১৯৯৯ সালে শুরু। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানসহ অনেক বিখ্যাত ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের ইতি টানলেন এসি মিলানে। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ইব্রা খেলেছেন ৯ ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ৮২৭ ম্যাচ খেলে করেছেন ৪৯৬ গোল আর অ্যাসিস্ট করেছেন ২০৪ গোলে। ৮২৭ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ৩৪ শিরোপা। এসি মিলানের হয়ে গত মৌসুমের সিরি ‘আ’ ইব্রার ক্যারিয়ারের সর্বশেষ শিরোপা। আর সুইডেনের হয়ে ১২২ ম্যাচে করেছেন ৬২ গোল আর অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে।
সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের দুয়োধ্বনি বেশ সাধারণ ঘটনা। অভিষেক হোক বা শেষ দিন-গ্যালারি থেকে খেলোয়াড়দের শুনতে হয় দুয়োধ্বনি। গতকাল এমন দুয়োধ্বনির পাল্টা জবাব দিলেন জলাতান ইব্রাহিমোভিচ।
গতকাল ছিল সিরি ‘আ’ এর চলতি মৌসুমের শেষ দিন। সান সিরোতে ভেরোনার মুখোমুখি হয় এসি মিলান। এসি মিলানের দলে না থাকলেও এই ম্যাচেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রা। এই সময় তাঁকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। দুয়োধ্বনির জবাবে তিনি বলেন, ‘দুয়োধ্বনি দিতে থাকুন। আমাকে দেখাটাই আপনার বছরের সেরা মুহূর্ত।’
ইব্রার বিদায়ের দিনে এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে ভেরোনাকে। এসি মিলানের ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন রাফায়েল লিয়াও ও এক গোল করেছেন অলিভিয়ার জিরু। সান সিরোকে বিদায় জানানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ৪১ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার বলেন, ‘মিলানে এসে আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভক্তদের জানাই ধন্যবাদ। আপনারা দুহাত ভরে স্বাগত জানিয়েছেন আমাকে। আপনাদের কারণেই এখানে নিজের ঘরের মতো মনে হয়েছে। আজীবন মিলান ভক্ত হয়েই থাকব। ফুটবলকে বিদায় বলছি, আপনাদের নয়।’
স্বদেশি ক্লাব মালমো এফসি দিয়ে ১৯৯৯ সালে শুরু। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানসহ অনেক বিখ্যাত ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের ইতি টানলেন এসি মিলানে। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ইব্রা খেলেছেন ৯ ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ৮২৭ ম্যাচ খেলে করেছেন ৪৯৬ গোল আর অ্যাসিস্ট করেছেন ২০৪ গোলে। ৮২৭ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ৩৪ শিরোপা। এসি মিলানের হয়ে গত মৌসুমের সিরি ‘আ’ ইব্রার ক্যারিয়ারের সর্বশেষ শিরোপা। আর সুইডেনের হয়ে ১২২ ম্যাচে করেছেন ৬২ গোল আর অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে।
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৬ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৭ ঘণ্টা আগে