সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের দুয়োধ্বনি বেশ সাধারণ ঘটনা। অভিষেক হোক বা শেষ দিন-গ্যালারি থেকে খেলোয়াড়দের শুনতে হয় দুয়োধ্বনি। গতকাল এমন দুয়োধ্বনির পাল্টা জবাব দিলেন জলাতান ইব্রাহিমোভিচ।
গতকাল ছিল সিরি ‘আ’ এর চলতি মৌসুমের শেষ দিন। সান সিরোতে ভেরোনার মুখোমুখি হয় এসি মিলান। এসি মিলানের দলে না থাকলেও এই ম্যাচেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রা। এই সময় তাঁকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। দুয়োধ্বনির জবাবে তিনি বলেন, ‘দুয়োধ্বনি দিতে থাকুন। আমাকে দেখাটাই আপনার বছরের সেরা মুহূর্ত।’
ইব্রার বিদায়ের দিনে এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে ভেরোনাকে। এসি মিলানের ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন রাফায়েল লিয়াও ও এক গোল করেছেন অলিভিয়ার জিরু। সান সিরোকে বিদায় জানানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ৪১ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার বলেন, ‘মিলানে এসে আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভক্তদের জানাই ধন্যবাদ। আপনারা দুহাত ভরে স্বাগত জানিয়েছেন আমাকে। আপনাদের কারণেই এখানে নিজের ঘরের মতো মনে হয়েছে। আজীবন মিলান ভক্ত হয়েই থাকব। ফুটবলকে বিদায় বলছি, আপনাদের নয়।’
স্বদেশি ক্লাব মালমো এফসি দিয়ে ১৯৯৯ সালে শুরু। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানসহ অনেক বিখ্যাত ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের ইতি টানলেন এসি মিলানে। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ইব্রা খেলেছেন ৯ ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ৮২৭ ম্যাচ খেলে করেছেন ৪৯৬ গোল আর অ্যাসিস্ট করেছেন ২০৪ গোলে। ৮২৭ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ৩৪ শিরোপা। এসি মিলানের হয়ে গত মৌসুমের সিরি ‘আ’ ইব্রার ক্যারিয়ারের সর্বশেষ শিরোপা। আর সুইডেনের হয়ে ১২২ ম্যাচে করেছেন ৬২ গোল আর অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে।
সমর্থকদের কাছ থেকে খেলোয়াড়দের দুয়োধ্বনি বেশ সাধারণ ঘটনা। অভিষেক হোক বা শেষ দিন-গ্যালারি থেকে খেলোয়াড়দের শুনতে হয় দুয়োধ্বনি। গতকাল এমন দুয়োধ্বনির পাল্টা জবাব দিলেন জলাতান ইব্রাহিমোভিচ।
গতকাল ছিল সিরি ‘আ’ এর চলতি মৌসুমের শেষ দিন। সান সিরোতে ভেরোনার মুখোমুখি হয় এসি মিলান। এসি মিলানের দলে না থাকলেও এই ম্যাচেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ইব্রা। এই সময় তাঁকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে আসতে থাকে দুয়োধ্বনি। দুয়োধ্বনির জবাবে তিনি বলেন, ‘দুয়োধ্বনি দিতে থাকুন। আমাকে দেখাটাই আপনার বছরের সেরা মুহূর্ত।’
ইব্রার বিদায়ের দিনে এসি মিলান ৩-১ গোলে হারিয়েছে ভেরোনাকে। এসি মিলানের ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন রাফায়েল লিয়াও ও এক গোল করেছেন অলিভিয়ার জিরু। সান সিরোকে বিদায় জানানোর সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। ৪১ বছর বয়সী সুইডিশ এই স্ট্রাইকার বলেন, ‘মিলানে এসে আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা। হৃদয়ের অন্তঃস্থল থেকে ভক্তদের জানাই ধন্যবাদ। আপনারা দুহাত ভরে স্বাগত জানিয়েছেন আমাকে। আপনাদের কারণেই এখানে নিজের ঘরের মতো মনে হয়েছে। আজীবন মিলান ভক্ত হয়েই থাকব। ফুটবলকে বিদায় বলছি, আপনাদের নয়।’
স্বদেশি ক্লাব মালমো এফসি দিয়ে ১৯৯৯ সালে শুরু। এরপর আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলানসহ অনেক বিখ্যাত ক্লাবে খেলেছেন তিনি। ক্যারিয়ারের ইতি টানলেন এসি মিলানে। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ইব্রা খেলেছেন ৯ ক্লাবের হয়ে। ক্লাব ক্যারিয়ারে সব মিলিয়ে ৮২৭ ম্যাচ খেলে করেছেন ৪৯৬ গোল আর অ্যাসিস্ট করেছেন ২০৪ গোলে। ৮২৭ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে জিতেছেন ৩৪ শিরোপা। এসি মিলানের হয়ে গত মৌসুমের সিরি ‘আ’ ইব্রার ক্যারিয়ারের সর্বশেষ শিরোপা। আর সুইডেনের হয়ে ১২২ ম্যাচে করেছেন ৬২ গোল আর অ্যাসিস্ট করেছেন ২৫ গোলে।
এবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে