সময় বড্ড খারাপ যাচ্ছে নেইমারের। অনেক দিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে। আবার মাঠের বাইরের সময়টাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকার। সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে সম্পর্ক অবনতির দিকে।
ইতিমধ্যে অবশ্য প্রেমিকার অভিমান ভাঙাতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন নেইমার। ক্ষমা চেয়ে বাগদত্তার কাছে পার পেলেও নতুন ঝামেলায় পার পাচ্ছেন না পিএসজি তারকা। ‘পরিবেশ আইন লঙ্ঘন’ করায় বড় শাস্তি গুনতে যাচ্ছেন তিনি। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে রিও ডি জেনিরো রাজ্যের মেয়র কার্যালয়।
রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে মাঙ্গারাটিবায় একটি ‘বড় নির্মাণ’ প্রকল্পের কাজ শুরু করেছিলেন নেইমার। কিন্তু নির্মাণকাজের জন্য রাজ্যের মেয়রের কাছে ‘পরিবেশগত অনুমোদন’ নেননি তিনি। এতে করে ব্রাজিলিয়ান তারকা বেশ কিছু পরিবেশ আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে মেয়র কর্তৃপক্ষ।
পরিবেশ আইন লঙ্ঘনের মধ্যে পড়েছে—জলপথের ভিন্নমাত্রা, নদী থেকে অননুমোদিত পানি উত্তোলন, খনন এবং মাটি, পাথর ও শিলার চলাচলের পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালু ব্যবহারও করেছে নেইমারের প্রতিষ্ঠান।
এসব আইন ভঙ্গের জন্য মেয়রের কার্যালয় বিবৃতিতে বলেছে, ‘পদক্ষেপগুলো মূল্যায়ন করে জরিমানা জারি করা হয়েছে। পরিবেশগত ক্ষতির জন্য জরিমানা কমপক্ষে ৫ মিলিয়ন রেইস করা হয়েছে,’ যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৮১ লাখ ৮৩ হাজার টাকা। বিবৃতির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রাজিলে থাকা নেইমারের প্রতিনিধিরা।
উল্টো জানা গেছে, নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় নেইমারের বাবা নেইমার দা সিলভা নাকি কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। সাবেক বার্সেলোনা তারকা ২০১৬ সালে ২.৫ একর জমি কিনেছিলেন। সেই সম্পত্তির ওপরে একটি হেলিপ্যাড, স্পা ও জিম তৈরি করছেন।
সময় বড্ড খারাপ যাচ্ছে নেইমারের। অনেক দিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে। আবার মাঠের বাইরের সময়টাও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকার। সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে সম্পর্ক অবনতির দিকে।
ইতিমধ্যে অবশ্য প্রেমিকার অভিমান ভাঙাতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন নেইমার। ক্ষমা চেয়ে বাগদত্তার কাছে পার পেলেও নতুন ঝামেলায় পার পাচ্ছেন না পিএসজি তারকা। ‘পরিবেশ আইন লঙ্ঘন’ করায় বড় শাস্তি গুনতে যাচ্ছেন তিনি। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে রিও ডি জেনিরো রাজ্যের মেয়র কার্যালয়।
রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে মাঙ্গারাটিবায় একটি ‘বড় নির্মাণ’ প্রকল্পের কাজ শুরু করেছিলেন নেইমার। কিন্তু নির্মাণকাজের জন্য রাজ্যের মেয়রের কাছে ‘পরিবেশগত অনুমোদন’ নেননি তিনি। এতে করে ব্রাজিলিয়ান তারকা বেশ কিছু পরিবেশ আইন লঙ্ঘন করেছেন বলে জানিয়েছে মেয়র কর্তৃপক্ষ।
পরিবেশ আইন লঙ্ঘনের মধ্যে পড়েছে—জলপথের ভিন্নমাত্রা, নদী থেকে অননুমোদিত পানি উত্তোলন, খনন এবং মাটি, পাথর ও শিলার চলাচলের পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালু ব্যবহারও করেছে নেইমারের প্রতিষ্ঠান।
এসব আইন ভঙ্গের জন্য মেয়রের কার্যালয় বিবৃতিতে বলেছে, ‘পদক্ষেপগুলো মূল্যায়ন করে জরিমানা জারি করা হয়েছে। পরিবেশগত ক্ষতির জন্য জরিমানা কমপক্ষে ৫ মিলিয়ন রেইস করা হয়েছে,’ যা বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৮১ লাখ ৮৩ হাজার টাকা। বিবৃতির বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ব্রাজিলে থাকা নেইমারের প্রতিনিধিরা।
উল্টো জানা গেছে, নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় নেইমারের বাবা নেইমার দা সিলভা নাকি কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। সাবেক বার্সেলোনা তারকা ২০১৬ সালে ২.৫ একর জমি কিনেছিলেন। সেই সম্পত্তির ওপরে একটি হেলিপ্যাড, স্পা ও জিম তৈরি করছেন।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
২৪ মিনিট আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
৩৪ মিনিট আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
২ ঘণ্টা আগেবাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ—কে উঠবে নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলবে, সেটা নিয়ে দোটানা ছিল বাছাইপর্বের শেষ দিন ১৯ এপ্রিল। শেষ পর্যন্ত সমীকরণের হিসেবে উঠে যায় বাংলাদেশ। বিশ্বকাপের টিকিট কাটার পর আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলের কয়েকজন ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে